নীটিং কোয়ালিটি ডিপার্টমেন্টের অনলাইন Q.C এর কাজ কি ? - Textile Lab | Textile Learning Blog
নীটিং কোয়ালিটির অনলাইন  Q.C এর কাজ কি  

01. Shift শুরুতে log book দেখতে হবে। কি, কি সমস্যা লেখা আছে। সমস্যা গুলো Note করতে হবে। এবং সেই মেশিন গুলোতে আগে যেতে হবে। 


02. প্রথমে  Knit Card Check করতে হবে।  Buyer, Order, Stich lenght ,GSM, Machine Dia, Tube/Open, Fabrication , Color , As Per Requirement.

03.  Yarn count , Brand , Lot , Yarn Composition Check করতে হবে।

04. Lycra : Brand , Deniar , Monogram Check এবং Lycra ছোট বড় আছে কি না Check করতে হবে।


05. Yarn ছোট বড় চালাচ্ছে কি না তা Check দিতে হবে।

06. প্রত্যেক New Progran-এর S/L- অবশ্যই Check করতে হবে । এবং খাতায় লিপিবদ্ধ করতে হবে।

07. নতুন Program Running হলে অবশ্যই সুতা Check করতে হবে। এবং আগের  Program এর সুতা মেশিন থেকে নামানাে হয়েছে কি না নিশ্চিত করতে হবে।

08. প্রত্যেক মেশিনে গিয়ে Roll Check করতে হবে। যেমন- Patta , Hole, Loop , Star, Lycra Out , Lycra Cotton mix ,Fly Conta , Dust Knit , Oil Spot , oil Mark ,Ink Mark, Needle Sinker Mark, Wheel Free, Polyester Jumping, Boblin Jumping etc Check করতে হবে । এবং কোন প্রকার সমস্যা পেলে দায়িত্বরত সুপারভাইজার , ফিটারম্যান, টেকনিশিয়ান, মাস্টারকে জানাতে হবে এবং সমস্যা ঠিক  করে নিতে হবে।

09. Yarn Dyeing এর ক্ষেত্রে  Stripe Mesurment , Feeder plan, Repeat, Batch Number, Yarn Count,Composition Check করতে হবে। Fabric কেটে Approved Swatch এর সাথে মিলিয়ে দেখতে হবে । Shade এবং Stripe ঠিক আছে কি না। 

10. Design Fabric-এ ক্ষেত্রে অবশ্যই Swatch মিলাতে হবে। এবং Design ঠিক আছে কি না  দায়িত্বরত Sir/Boss-দের কাছ থেকে জানতে হবে। 


11. New Program হলে 10Kg Roll বানিয়ে Operator-কে দিয়ে Check টেবিল-এ Check করার জন্য পাঠাতে হবে।

12. Fleece Fabric এর ক্ষেত্রে One part Dyeing হলে। অবশ্যই Black Polyester দিয়ে Fabric ok করে নিতে হবে। 


13. All Grey Melange, All Yarn Dyeing এবং All White জাতীয় Fabrics-এ পর্দা দিতে হবে। 

14. All Knitting Program রেজিষ্টার খাতায় লিপিবদ্ধ করতে হবে।


15.  Lycra Delivery মাপতে হবে। Percentage বের করতে হবে এবং রেজিষ্টার খাতায় লিপিবদ্ধ করতে হবে।


16. Online-এ যে কোন সমস্যা Sir/Boss দের সাথে আলোচনা করতে হবে। 

17. Shift শেষে log book-এ Online-এর যে, যে সমস্যাগুলো আছে তা লিপিবদ্ধ করে যেতে হবে।

Written By:
Shafiqul Islam - sir  
metro knitting and dyeing mills limited

নীটিং কোয়ালিটি ডিপার্টমেন্টের অনলাইন Q.C এর কাজ কি ?

নীটিং কোয়ালিটির অনলাইন  Q.C এর কাজ কি  

01. Shift শুরুতে log book দেখতে হবে। কি, কি সমস্যা লেখা আছে। সমস্যা গুলো Note করতে হবে। এবং সেই মেশিন গুলোতে আগে যেতে হবে। 


02. প্রথমে  Knit Card Check করতে হবে।  Buyer, Order, Stich lenght ,GSM, Machine Dia, Tube/Open, Fabrication , Color , As Per Requirement.

03.  Yarn count , Brand , Lot , Yarn Composition Check করতে হবে।

04. Lycra : Brand , Deniar , Monogram Check এবং Lycra ছোট বড় আছে কি না Check করতে হবে।


05. Yarn ছোট বড় চালাচ্ছে কি না তা Check দিতে হবে।

06. প্রত্যেক New Progran-এর S/L- অবশ্যই Check করতে হবে । এবং খাতায় লিপিবদ্ধ করতে হবে।

07. নতুন Program Running হলে অবশ্যই সুতা Check করতে হবে। এবং আগের  Program এর সুতা মেশিন থেকে নামানাে হয়েছে কি না নিশ্চিত করতে হবে।

08. প্রত্যেক মেশিনে গিয়ে Roll Check করতে হবে। যেমন- Patta , Hole, Loop , Star, Lycra Out , Lycra Cotton mix ,Fly Conta , Dust Knit , Oil Spot , oil Mark ,Ink Mark, Needle Sinker Mark, Wheel Free, Polyester Jumping, Boblin Jumping etc Check করতে হবে । এবং কোন প্রকার সমস্যা পেলে দায়িত্বরত সুপারভাইজার , ফিটারম্যান, টেকনিশিয়ান, মাস্টারকে জানাতে হবে এবং সমস্যা ঠিক  করে নিতে হবে।

09. Yarn Dyeing এর ক্ষেত্রে  Stripe Mesurment , Feeder plan, Repeat, Batch Number, Yarn Count,Composition Check করতে হবে। Fabric কেটে Approved Swatch এর সাথে মিলিয়ে দেখতে হবে । Shade এবং Stripe ঠিক আছে কি না। 

10. Design Fabric-এ ক্ষেত্রে অবশ্যই Swatch মিলাতে হবে। এবং Design ঠিক আছে কি না  দায়িত্বরত Sir/Boss-দের কাছ থেকে জানতে হবে। 


11. New Program হলে 10Kg Roll বানিয়ে Operator-কে দিয়ে Check টেবিল-এ Check করার জন্য পাঠাতে হবে।

12. Fleece Fabric এর ক্ষেত্রে One part Dyeing হলে। অবশ্যই Black Polyester দিয়ে Fabric ok করে নিতে হবে। 


13. All Grey Melange, All Yarn Dyeing এবং All White জাতীয় Fabrics-এ পর্দা দিতে হবে। 

14. All Knitting Program রেজিষ্টার খাতায় লিপিবদ্ধ করতে হবে।


15.  Lycra Delivery মাপতে হবে। Percentage বের করতে হবে এবং রেজিষ্টার খাতায় লিপিবদ্ধ করতে হবে।


16. Online-এ যে কোন সমস্যা Sir/Boss দের সাথে আলোচনা করতে হবে। 

17. Shift শেষে log book-এ Online-এর যে, যে সমস্যাগুলো আছে তা লিপিবদ্ধ করে যেতে হবে।

Written By:
Shafiqul Islam - sir  
metro knitting and dyeing mills limited

কোন মন্তব্য নেই: