মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ | পিপিই - PPE : কমপ্লিট কোয়ালিটি রিকোয়ারমেন্ট এবং টেস্টিং গাইডলাইন - Textile Lab | Textile Learning Blog
মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ পিপিই PPE : কমপ্লিট কোয়ালিটি রিকোয়ারমেন্ট এবং টেস্টিং গাইডলাইন



মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ কি?

সংজ্ঞাঃ

মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ মেডিকেল প্রোটেকটিভ স্যুট , ডিসপোজেবল প্রোটেকটিভ কভারল বা অ্যান্টিভাইরাস স্যুট হিসাবেও পরিচিত । মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ বলতে মেডিকেল কর্মীদের ব্যবহৃত প্রতিরক্ষামূলক পোশাক বোঝায় যা মূলত চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, ক্লিনার এবং নির্দিষ্ট স্বাস্থ্য ক্ষেত্রে প্রবেশকারী ব্যক্তিরা যেমন রোগী, হাসপাতালের দর্শনার্থী, সংক্রামিত জায়গায় প্রবেশকারী ব্যক্তি এদের জন্য ব্যবহৃত হয় । মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ মধ্যে ময়েস্চার পারমিয়াবিলিটি এবং ব্যারিয়ার রয়েছে যার ফলে অ্যালকোহল, রক্ত, দেহের তরল পদার্থ, বায়ু ধূলিকণা এবং ব্যাকটেরিয়া ভাইরাসের অনুপ্রবেশকে প্রতিরোধ করার কার্যকারী হয়। কার্যকরভাবে এটি মেডিকেল কর্মীদের সুরক্ষা রক্ষা প্রদান করে এবং মেডিকেলের পরিবেশকে জীবানুমুক্ত রাখে।


মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ গুলির কন্সট্রাকশন এবং টাইপঃ

মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ হ্যাট, টপস এবং ট্রাউজারের সমন্ময়ে গঠিত হয় ।

দুটি ধরণের মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ রয়েছেঃ

১. আইসোলেশন গাউন

২. প্রোটেকটিভ ক্লোথ

মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ এবং আইসোলেশন গাউন মধ্যে প্রধান পার্থক্য হলো মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ আইসোলেশন পোশাকের চেয়ে বেশি টেকসই, প্রটেকশন লেবেল হাই , সুরক্ষার কার্যকারিতা আরও ভাল। তবে তাদের প্রটেকশন পারপাস এবং সেগুলির প্রটেকশন প্রিন্সিপাল আলাদা।



১. প্রোটেকটিভ ক্লোদিং কিঃ

প্রোটেকটিভ ক্লোদিং বলতে বুঝায় যা মেডিকেল পার্সোনেলরা পরিধান করে এবং এটা ইনফেকটেড এরিয়ায় যাবার জন্য ব্যাবহার করা হয়।ইলেকট্রোমেগনেটিক রেডিয়েশন যুক্ত এরিয়ায় প্রটেকশনের জন্য এটা ব্যাবহার করা হয়।


বেশিরভাগ ক্ষেত্রে ব্যাবহার করা হয় মেডিকেল কর্মীদের ইনফেকশন রোধ করতে।

২. আইসোলেশন গাউন কিঃ

আইসোলেশন গাউনটি মুলত রোগীদের পরিদর্শন করার জন্য মেডিকেল স্টাফ এবং রোগিদের ভিজিটরদের পরিধান করা পোশাককে বুঝায়।


এটা দ্বীমুখী আইসোলেশন এর কাজ করে মানে ডাক্তার থেকে পেশেন্ট এবং পেশেন্ট থেকে ডাক্তারকে ইনফেকটেড হবার হাত থেকে রক্ষা করে।

প্রোটেকটিভ ক্লোথের টেকনিক্যাল স্পেসিফিকেশনঃ

প্রোটেকটিভ বডিওয়্যার অবশ্যই লিকুইড রেজিস্টেন্স হতে হবে,যাতে ইনফেকটেড বডির তরলগুলি পোশাকের ভেতর প্রবেশ করে বডিকে কন্টামিনেট না করে এবং পরবর্তীতে ত্বক এবং হাতের মাধ্যমে ভাইরাস চোখ, নাক বা মুখের মিউকাসে প্রবেশ না করে।






GDC চিকিৎসা বিজ্ঞানীদের ধারনা অনুযায়ী কালার চয়েসের ক্ষেত্রে কালচারাল কালার গুলি অগ্রহণযোগ্য সে গুলি ব্যাবহার নিষেধ করা হয় যেমন ব্লাক।

1. ডিসপোজেবল গাউনঃ 


ব্যাবহারঃ এক বার ব্যবহার

লেন্থঃ এর দৈর্ঘ্য হবে বুটের টপ বা পায়ের গিরা পর্যন্ত।

কালার ফেক্টঃ আমাদের সংস্কৃতি অনুযায়ী মেডিকেল পারপাসে ড্রেসের কিছু কালার ব্যাবহার করা হয়না যেমন উদাহরণঃ কালো ।  মেডিকেল কন্টামিনেশন গুলি যাতে চোখে পড়ে তার জন্য লাইট কালার এর গাউন ব্যাবহার করতে হবে ।

এর কোয়ালিটি টেস্ট দুটা স্টেন্ডার্ডের সাহায্যে টেস্ট করা যায় এটা নির্ভর করে ম্যাটেরিয়ালের রেজিস্টেন্সের উপরঃ

🔶 Test Option 1 রেজিস্টেন্স টু ফ্লুইড পেনিট্রেশন

EN 13795 high performance level

AAMI level 3 Performance / Equivalent

🔶 Test Option 2 টেস্ট রেজিস্টেন্স টু ব্লাড বর্ন পেথোজেন পেনিট্রেশন

Test Standard : AAMI PB70 level 4 performance, or Equivalent



2. ডিসপোজেবল কভারঅল ( আইসোলেটেড স্যুট )


ব্যাবহার এর লিমিটঃ ম্যাক্সিমাম একবার।

কালারঃ  আমাদের সংস্কৃতি অনুযায়ী মেডিকেল পারপাসে ড্রেসের কিছু কালার ব্যাবহার করা হয়না যেমন উদাঃ কালো । মেডিকেলের  কন্টামিনেশন গুলি যাতে চোখে পড়ে তার জন্য লাইট কালার এর গাউন ব্যাবহার করতে হবে ।

বডি সাইজ - বড় আকার বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ


এর কোয়ালিটি টেস্ট দুটা স্টেন্ডার্ডের সাহায্যে টেস্ট করা যায় এটা নির্ভর করে ম্যাটেরিয়ালের রেজিস্টেন্সের উপরঃ উপকরণগুলির প্রতিরোধের উপর নির্ভর করে:

1 অপশন 1: রক্ত ​​এবং শরীরের তরল প্রবেশের বিরুদ্ধে প্রতিরোধের জন্য পরীক্ষা করা: ISO 16603 class 3 এক্সপোজার প্রেশার বা ইকুইভ্যালেন্ট মিট করতে হবে।

2 অপশন 2: রক্তবাহিত প্যাথোজেন অনুপ্রবেশের প্রতিরোধের জন্য পরীক্ষা করা: ISO 16604 class 2 এক্সপোজার প্রেসার সমতুল্য বা তার চেয়ে বেশি হয় meet করতে হবে

ম্যাটেরিয়াল অনুযায়ী অপশন গুলি চেইঞ্জ হবে, কভার ওলের ম্যাটেরিয়াল ২ নাম্বার বলা নির্ভর করে হায়ার হিট স্ট্রেস , কম ব্রেথেবিলিটি যা ওয়্যারিং টাইম চেইঞ্জ করতে পারে এবং অপশন ১ এর চেয়ে রেজাল্ট পরিবর্তন করতে পারে ।



3. হেভি ডিউটি অ্যাপ্রোন


টাইপঃ হেভি ডিউটি নন ওভেন অ্যাপ্রোন

স্ট্রেইট এপ্রোন উইথ রিব

ফ্যাব্রিক: 
পিভিসি কোটেড 100% পলিয়েস্টার, বা 100% পিভিসি, বা 100% রাবার, বা অন্যান্য ফ্লুইড রেজিস্টেন্স ম্যাটেরিয়াল, ওয়াটার প্রুফ, এর পেছনে স্ট্রেপ সেলাই করা থাকবে যা পেছন থেকে বাধা যাবে ।


GSM : 300 g/m2

কাভারিং সাইজ: এপ্রোক্সিমেট 70-90 Cm Width x 120-150 Cm Length

রি-ইউজ নির্ভর করছে ( পুনরায় ভআলোভাবে ডিকন্টামিনেট করার উপর )

4. Medical/surgical mask


হাই ফ্লুইড রেজস্টেন্স, গুড ব্রেথিবিলিটি, এর ইন্টার্নাল এবং এক্সটার্নাল পার্ট যাতে ক্লিয়ারলি আইডেনটিফাই করা যায় , স্ট্রাকচারাল ডিজাইন এমন স্টেবল হতে হবে যাতে এটা বডি পার্ট যেমন নাকে প্রেশারে যাতে কলাপস না করে সেইপ হতে পারে ডাক বেইল অথবা কাপ শেইপের মতো।

EN 14683 Type IIR performance ASTM F2100 level 2 or level 3 or equivalent;

ফ্লুইড রেজিস্টেন্স : at minimum 120 mmHg pressure based on ASTM F1862-07, ISO 22609, or equivalent

ব্রেথিবিলিটি টেস্ট স্টেন্ডার্ড : MIL–M-36945C, EN 14683 annex C, or equivalent

ফিল্ট্রেশন ইফেশিয়েন্সি টেস্ট স্টেন্ডার্ড : ASTM F2101, EN14683 annex B, or equivalent




Protective Clothing Material Related Performance

ডিস্পোজেবল মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ গুলিতে ব্যবহৃত সাধারণ উপাদানগুলি হলো পলিপ্রোপিলিন টেক্সটাইল এডহেসিভ ফেব্রিক, নিউ পলিয়েস্টার ফাইবার, পলিমার কোর্টেড ফেব্রিক, SMS ননওভেন, পলিথিনের ব্রেথবল ফিল্ম / ননওভেন কম্পোজিট।বর্তমানে, তাদের বেশিরভাগ মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ তৈরির জন্য পলিটেট্রাফ্লুওরোথিলিন (PTFE) উপাদান ব্যবহার করে, PTFE এক ধরণের হাই পারফরম্যান্স পলিমার যা কেবলমাত্র পানির চাপকে প্রতিরোধ করতে পারে এবং মাইক্রোপোরের মাধ্যমে জলীয় বাষ্পকে বের করে দেয় ।


Polypropylene Fabric

এটাকে এন্টিব্যাকটেরিয়াল এবং এন্টি স্টেটিক ফিনিশ করা যায় কিন্ত এর হাইড্রোস্টেটিক প্রেশার রেজিস্টেন্স অনেক কম। ভাইরাস রেজিস্টেন্স কোয়ালিটি কম। এটা স্টেরিয়েল সার্জিক্যাল ক্লোথ, ডিজইনফেকশন ব্যাগ এর ফেব্রিক, অন্যান্য প্রোটেকটিভ আইটেম তৈরী করা হয়।


New Polyester Fiber

এটাকে এন্টিব্যাকটেরিয়াল এবং এন্টি স্টেটিক ফিনিশ করা যায় কিন্ত এর হাইড্রোস্টেটিক প্রেশার রেজিস্টেন্স অনেক কম।ভাইরাস রেজিস্টেন্স কোয়ালিটি কম।

Polymer Coated Fabric

প্রোটেকটিভ ক্লোথের জন্য ফেব্রিকের জন্য অনেক টাইপের ফিনিশ এবং কোর্টিং আছে যেমন PVC polyethylene ইত্যাদি। এর ওয়াটার প্রুফিং কোয়ালিটি , ব্যাকটেরিয়া ব্যারিয়ার ক্যাপাবিলিটি গুড।এটা রি ইউজ করা যায়। হাই কোয়ালিটির লেমিনিটেড ফেব্রিক PTFE যা সুপার ওয়াটার প্রুফ আর ময়েশ্চার পারমিয়েবল কম্পোজিট ফেব্রিক।


SMS Nonwovens

এই ফেব্রিকের ফাইবারের ডায়ামিটার অনেক সুক্ষ আর ফেব্রিক মোটা ফ্লাপি সফট আর ড্রেপি।এটা সুক্ষ পার্টিকেলের বিরুদ্ধে ভালো ইফেক্ট দেয়।হাইড্রো স্টেটিক রেজিস্টেন্স অনেক ভালো। এর স্ট্রেন্থ দুর্বল এবং ওয়্যার রেজিস্টেন্স কম।




Polyethylene Breathable Film

এটা নন ওভেন কম্পোজিট যা লিকুইড আর ব্যাক্টেরিয়ার ব্লকিং এবং পেনিট্রেশনের পারফরম্যান্স ভালো। এর টেনসাইল স্ট্রেন্থ ভালো, এয়ার পারমিয়াবিলিটি অনেক ভালো, পরিধান করতেও আরামদায়ক ।


ফাইবার এর টাইপ ভেদে পারফরম্যান্স
 




মেডিকেল প্রোটেকটিভ ক্লোদিং গুলির জন্য কোয়ালিটি রিকয়ারমেন্টঃ

চিকিৎসার সময় বিপুল সংখ্যক চিকিৎসা কর্মী, ডাক্তার, মেডিকেল স্টাফ সংক্রামিত হয় পার্শ-প্রতিক্রিয়া হিসাবে। WHO এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের CDC পরামর্শ দিয়েছে যে উচ্চ সংক্রামক ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে উপযুক্ত প্রতিরক্ষামূলক সরঞ্জাম নির্বাচন করা উচিৎ। মেডিকেল প্রোটেকটিভ ক্লোদিং গুলি জীবাণুনাশক, কণা পদার্থ বা ড্রপলেট এবং ফ্লুইড পদার্থকে নিষ্ক্রিয় করতে, জীবাণুনাশক চিকিৎসা, টেকসই, অয়্যার-রেজিস্টেন্স, টিয়ার রেজিস্টেন্স, পঞ্চচার-প্রুফ, অ্যান্টি-ফাইবার স্ট্রেন্থকে প্রতিরোধ করতে সক্ষম হতে হবে। কোনও বিষাক্ত উপাদান নয়, ভেলভেট নয়, কস্ট ইফেক্টিভ ,আরামদায়ক এবং OSHA নিয়ম মানতে হবে ।




What are the common quality standards?


Standard Test Content

 EN 14126 প্রোটেকটিভ ক্লোদিং - সংক্রামক এজেন্টদের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পোশাকগুলির জন্য পারফরম্যান্স টেস্টের জন্য এই মেথড ইউজ করা হয়।

 EN 13795 সার্জিকাল ড্র্যাপস, গাউন এবং ক্লিন এয়ার স্যুট, রোগীদের ট্রিটমেন্ট ডিভাইস হিসাবে ব্যবহার করা হয়, ক্লিনিকাল স্টাফ, ইকুইপমেন্টের - ম্যানুফেকচারারদের জন্য প্রডাক্টের জেনারেল রিকয়ারমেন্ট , প্রসেস , টেস্ট মেথড, পারফরম্যান্স রিকোয়ারমেন্ট এবং পারফরম্যান্স লেবেল

 ISO 16603 – ব্লাড এবং ব্লাড ফ্লুইডের কন্টাক্টের বিরুদ্ধে প্রটেকশনের জন্য ক্লোদিং - প্রোটেকটিভ ক্লোথ এর ম্যাটেরিয়াল গুলি ব্লাড এবং ব্লাড ফ্লুইডের কতটুকু রেজিস্টেন্স দিতে পারে সেটা সনাক্তকরণ – টেস্ট মেথডে সিনথেটিক ব্লাড ব্যাবহার করা হয়

 ISO 16604 ব্লাড এবং ব্লাড ফ্লুইডের কন্টাক্টের বিরুদ্ধে প্রটেকশনের জন্য ক্লোদিং – প্রোটেকটিভ ক্লোথ এর ম্যাটেরিয়াল গুলি ব্লাড এবং ব্লাড বর্ন প্যাথোজেনের রিরুদ্ধে কতটুকু রেজিস্টিন্স দিতে পারে সেটা সনাক্তকরণ – Test method using Phi-X174 bacteriophage

 EN 13795: এই স্টান্ডার্ড ওয়েট এবং ড্রাই কন্ডিশনে ডিস্পোজেবল সার্জিক্যাল ক্লোদিংয়ের প্রোটেকটিভ পারফরম্যান্স টেস্টের জন্য প্রয়োগ করা হয়।

 NFPA 1999 জরুরী চিকিৎসা কার্যক্রমের জন্য প্রোটেকটিভ ক্লোথের এবং ডিজাইনের স্টেন্ডার্ড চেক।

 NFPA 1999: প্রতিরক্ষামূলক পোশাকের অর্থাৎ প্রটেকটিভ ক্লোথের সামগ্রিক প্রটেকশন পারফরম্যান্সের দিকে নজর দেয়া ,লিকুইড ব্যারিয়ার পারফরম্যান্স টেস্ট ASTM F1359 লিকুইড ইন্ট্রিগ্রিটি মেথডে টেস্ট করা হয়। স্পেসিমেনের সিমের এতো পরিমান শক্তি যাতে থাকে যা এন্টি মাইক্রোবিয়াল পেনিট্রেশন রোধ করতে পারে ।

ISO 16603, ISO 16604: ডিস্পোজেবল প্রোটেকটিভ ক্লোদিং উপকরণগুলির জন্য পারফরম্যান্সের রিকয়ারমেন্ট সেইম এবং একই সনাক্তকরণের পদ্ধতিগুলি যা সিন্থেটিক ব্লাড পেনিট্রেশন পরীক্ষা এবং মাইক্রোবিয়াল পেনিট্রেশন পরীক্ষায় ফলো করা হয়।


Barrier Performance Testing | ব্যারিয়ার পারফরম্যান্স টেস্টিং

প্রোটেকটিভ ক্লোদিং এর জন্য ব্যারিয়ার একটা গুরুত্বপূর্ণ পারফরমেন্স যা তিনটি বিষয়ের উপর নির্ভর করে 


১. লিকুইড ব্যারিয়ার পারফরমেন্স, 

২. মাইক্রোবিয়াল ব্যারিয়ার পারফরমেন্স, 

৩. ফিল্ট্রেশন পারফরমেন্স।

লিকুইড ব্যারিয়ার বলতে বোঝায় চিকিত্সা প্রতিরক্ষামূলক পোশাকগুলি অর্থাৎ পিপিই পানি , রক্ত, অ্যালকোহল এবং অন্যান্য তরলগুলির বিপরীতে লেবেল 4 মানের হাইড্রোফোবিসিটি দেখাবে যা লিকুইড অনুপ্রবেশ রোধ করতে সক্ষম হবে যা রোগীর রক্ত, শরীরের তরল এবং অন্যান্য নিঃসরণ দ্বারা সংক্রামিত ভাইরাসগুলি এড়াতে পারে যাতে করে মেডিকেল স্টাফরা ইনফেক্টেড না হয়ে যায়।


মাইক্রোবিয়াল ব্যারিয়ার বোঝায় প্রোটেকটিভ ক্লোথ বা পিপিই যা ব্যাকটিরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে ব্যারিয়ার তৈরী করে প্রধানত চিকিৎসা কর্মী এবং রোগীদের মধ্যে কন্টাক্ট ট্রান্সমিশন আটকাতে পারে।


ফিল্টারিং পারফরম্যান্স বলতে বাতাসের মাধ্যমে অ্যারোসোল বা প্রশ্বাস এর বাষ্প আকারে  ভাইরাসগুলি সংক্রামন প্রতিরোধ করতে পারে । যা ত্বকের পৃষ্ঠের সাথে লেগে  সংক্রমণ করে পরে শ্বাসকষ্ট তৈরী করে। 


Common test standards and requirements are as follows:

1. Test project: ( EN 13795 )

Liquid barrier performance EN 20811, Hydrostatic test

Synthetic blood penetration - 

Microbial filtration EN ISO 22612,EN ISO 22610

2. Test project : ( NFPA 1999 )

Liquid barrier performance ASTM F135 Over Liquid Integrity

Synthetic blood penetration — ASTM F1359, Over Liquid Integrity

Microbial filtration ASTM F1671,Phi-x-174

3.Test project : ( ISO 16603, ISO 16604) 

Liquid barrier performance

Synthetic blood penetration — ISO 16603

Microbial filtration ISO 16604,Phi-x-174




Physical Strength and Durability | ফিজিক্যাল স্ট্রেন্থ এন্ড ডিউরাবিলিটি টেস্ট 


এই টেস্ট এমন করে ডিজাইন করা যাতে এটার স্টানন্ডার্ডের পর্যাপ্ত স্ট্রেন্থ থাকে যা যে কোন ফিজিক্যাল ডেমেজ কে রেজিস্ট করতে পারে যেমন ইমারশন, ইম্পেক্ট পাংচার এবং টিয়ারিং। স্টএন্ডার্ড হিসেবে NFPA 1999 ।পারফরম্যান্স ইনডিকেট করার স্টেন্ডার্ড লিমিট হচ্ছে।


এখানে বেসিক টেস্ট হচ্ছে ব্রেকিং টেস্ট যেমন NFPA 1999 যেটার রেফারেন্স স্টেন্ডার্ড হচ্ছে ASTM D5034 এটা ফেব্রিক টেনসাইল টেস্ট মেশিন দিয়ে টেস্ট করা যায় ।


Test Standard -  ( NFPA 1999 ) :- 

Breaking strength ≥133.5N

Bursting strength ≥345KPa

Anti-puncture force ≥24.5N

Tearing strength ≥35.6N

Breaking strength at seams ≥66.7N



Comfort performance Test | কম্ফোর্ট পারফরম্যান্স টেস্ট 

প্রটেকটিভ ক্লোথ আইসোলেশন ম্যাটেরিয়াল দ্বারা তৈরি যার কারনে সহজে হিট এমিশন হয়না। ইনসাইডে যদি হিট জমে যায় তাহলে এর ইউজার কাজ করতে অস্বস্তি বোধ করবে তাহলে কোয়ালিটি ফুল কাজ তার কাছে পাওয়া যাবেনা কাজের ইফিশেয়েন্সি কমে যাবে । কম্ফোর্ট এর সাথে যেসকল বিষয় জড়িত তা হচ্ছে এয়ার পারমিয়াবিলিটি, ওয়াটার ভেপার রেজিস্টেন্স, সারফেস থিকনেস, ইলেক্ট্রোস্ট্যাটিক প্রোপার্টি , রিফ্লেসিটি, ড্রেপ , অর্ডর, স্কিন সেনিটাইজেশন, ওয়েট । এদের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রাইয়েরিয়া হচ্ছে এয়ার পারমিয়াবিলিটি, ওয়াটার ভেপার পারমিয়াবিলিটি।


উদাহরণস্বরূপ ইউরোপীয় এবং আমেরিকান দেশগুলি প্রায় হাই টেক ম্যাটেরিয়াল ইউজ করে (PTFE microporous membrane, etc.) যা মেডিকেল প্রটেকটিভ ক্লোদিংয়ের এয়ার পারমিবিলিটি বাড়ায় ।NFPA 1999 ইউজ করা হয় প্রোটেকটিভ ক্লোদিংয়ের তাপ অপচয় হ্রাস কর্মক্ষমতা (THL) নির্দেশ করতে। এর স্টেন্ডার্ড লিমিট > 450 W/m² এর চেয়ে বেশি হতে হবে। এটা টেস্ট করার জন্য রেফারেন্স টেস্ট স্টেন্ডার্ড ASTM F1868 



এটা টেস্ট করার জন্য টেস্ট ইন্সট্রুমেন্ট হচ্ছে সোয়েটিং গার্ড হট প্লেট।












লেখাঃ
মাজেদুল হাসান শিশির
mazadulhasan@yahoo.com 

1. টেক্সটাইল লার্নিং ব্লগ : 
www.bunon.info

2. আমাদের YouTube Channel :
https://bit.ly/2LgE4io

3. Textile Viba Apps Download : 
http://bit.ly/2ZoLvsG

4. Textile Lab Apps Download : 
http://bit.ly/2ZopkTn



মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ | পিপিই - PPE : কমপ্লিট কোয়ালিটি রিকোয়ারমেন্ট এবং টেস্টিং গাইডলাইন

মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ পিপিই PPE : কমপ্লিট কোয়ালিটি রিকোয়ারমেন্ট এবং টেস্টিং গাইডলাইন



মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ কি?

সংজ্ঞাঃ

মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ মেডিকেল প্রোটেকটিভ স্যুট , ডিসপোজেবল প্রোটেকটিভ কভারল বা অ্যান্টিভাইরাস স্যুট হিসাবেও পরিচিত । মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ বলতে মেডিকেল কর্মীদের ব্যবহৃত প্রতিরক্ষামূলক পোশাক বোঝায় যা মূলত চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, ক্লিনার এবং নির্দিষ্ট স্বাস্থ্য ক্ষেত্রে প্রবেশকারী ব্যক্তিরা যেমন রোগী, হাসপাতালের দর্শনার্থী, সংক্রামিত জায়গায় প্রবেশকারী ব্যক্তি এদের জন্য ব্যবহৃত হয় । মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ মধ্যে ময়েস্চার পারমিয়াবিলিটি এবং ব্যারিয়ার রয়েছে যার ফলে অ্যালকোহল, রক্ত, দেহের তরল পদার্থ, বায়ু ধূলিকণা এবং ব্যাকটেরিয়া ভাইরাসের অনুপ্রবেশকে প্রতিরোধ করার কার্যকারী হয়। কার্যকরভাবে এটি মেডিকেল কর্মীদের সুরক্ষা রক্ষা প্রদান করে এবং মেডিকেলের পরিবেশকে জীবানুমুক্ত রাখে।


মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ গুলির কন্সট্রাকশন এবং টাইপঃ

মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ হ্যাট, টপস এবং ট্রাউজারের সমন্ময়ে গঠিত হয় ।

দুটি ধরণের মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ রয়েছেঃ

১. আইসোলেশন গাউন

২. প্রোটেকটিভ ক্লোথ

মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ এবং আইসোলেশন গাউন মধ্যে প্রধান পার্থক্য হলো মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ আইসোলেশন পোশাকের চেয়ে বেশি টেকসই, প্রটেকশন লেবেল হাই , সুরক্ষার কার্যকারিতা আরও ভাল। তবে তাদের প্রটেকশন পারপাস এবং সেগুলির প্রটেকশন প্রিন্সিপাল আলাদা।



১. প্রোটেকটিভ ক্লোদিং কিঃ

প্রোটেকটিভ ক্লোদিং বলতে বুঝায় যা মেডিকেল পার্সোনেলরা পরিধান করে এবং এটা ইনফেকটেড এরিয়ায় যাবার জন্য ব্যাবহার করা হয়।ইলেকট্রোমেগনেটিক রেডিয়েশন যুক্ত এরিয়ায় প্রটেকশনের জন্য এটা ব্যাবহার করা হয়।


বেশিরভাগ ক্ষেত্রে ব্যাবহার করা হয় মেডিকেল কর্মীদের ইনফেকশন রোধ করতে।

২. আইসোলেশন গাউন কিঃ

আইসোলেশন গাউনটি মুলত রোগীদের পরিদর্শন করার জন্য মেডিকেল স্টাফ এবং রোগিদের ভিজিটরদের পরিধান করা পোশাককে বুঝায়।


এটা দ্বীমুখী আইসোলেশন এর কাজ করে মানে ডাক্তার থেকে পেশেন্ট এবং পেশেন্ট থেকে ডাক্তারকে ইনফেকটেড হবার হাত থেকে রক্ষা করে।

প্রোটেকটিভ ক্লোথের টেকনিক্যাল স্পেসিফিকেশনঃ

প্রোটেকটিভ বডিওয়্যার অবশ্যই লিকুইড রেজিস্টেন্স হতে হবে,যাতে ইনফেকটেড বডির তরলগুলি পোশাকের ভেতর প্রবেশ করে বডিকে কন্টামিনেট না করে এবং পরবর্তীতে ত্বক এবং হাতের মাধ্যমে ভাইরাস চোখ, নাক বা মুখের মিউকাসে প্রবেশ না করে।






GDC চিকিৎসা বিজ্ঞানীদের ধারনা অনুযায়ী কালার চয়েসের ক্ষেত্রে কালচারাল কালার গুলি অগ্রহণযোগ্য সে গুলি ব্যাবহার নিষেধ করা হয় যেমন ব্লাক।

1. ডিসপোজেবল গাউনঃ 


ব্যাবহারঃ এক বার ব্যবহার

লেন্থঃ এর দৈর্ঘ্য হবে বুটের টপ বা পায়ের গিরা পর্যন্ত।

কালার ফেক্টঃ আমাদের সংস্কৃতি অনুযায়ী মেডিকেল পারপাসে ড্রেসের কিছু কালার ব্যাবহার করা হয়না যেমন উদাহরণঃ কালো ।  মেডিকেল কন্টামিনেশন গুলি যাতে চোখে পড়ে তার জন্য লাইট কালার এর গাউন ব্যাবহার করতে হবে ।

এর কোয়ালিটি টেস্ট দুটা স্টেন্ডার্ডের সাহায্যে টেস্ট করা যায় এটা নির্ভর করে ম্যাটেরিয়ালের রেজিস্টেন্সের উপরঃ

🔶 Test Option 1 রেজিস্টেন্স টু ফ্লুইড পেনিট্রেশন

EN 13795 high performance level

AAMI level 3 Performance / Equivalent

🔶 Test Option 2 টেস্ট রেজিস্টেন্স টু ব্লাড বর্ন পেথোজেন পেনিট্রেশন

Test Standard : AAMI PB70 level 4 performance, or Equivalent



2. ডিসপোজেবল কভারঅল ( আইসোলেটেড স্যুট )


ব্যাবহার এর লিমিটঃ ম্যাক্সিমাম একবার।

কালারঃ  আমাদের সংস্কৃতি অনুযায়ী মেডিকেল পারপাসে ড্রেসের কিছু কালার ব্যাবহার করা হয়না যেমন উদাঃ কালো । মেডিকেলের  কন্টামিনেশন গুলি যাতে চোখে পড়ে তার জন্য লাইট কালার এর গাউন ব্যাবহার করতে হবে ।

বডি সাইজ - বড় আকার বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ


এর কোয়ালিটি টেস্ট দুটা স্টেন্ডার্ডের সাহায্যে টেস্ট করা যায় এটা নির্ভর করে ম্যাটেরিয়ালের রেজিস্টেন্সের উপরঃ উপকরণগুলির প্রতিরোধের উপর নির্ভর করে:

1 অপশন 1: রক্ত ​​এবং শরীরের তরল প্রবেশের বিরুদ্ধে প্রতিরোধের জন্য পরীক্ষা করা: ISO 16603 class 3 এক্সপোজার প্রেশার বা ইকুইভ্যালেন্ট মিট করতে হবে।

2 অপশন 2: রক্তবাহিত প্যাথোজেন অনুপ্রবেশের প্রতিরোধের জন্য পরীক্ষা করা: ISO 16604 class 2 এক্সপোজার প্রেসার সমতুল্য বা তার চেয়ে বেশি হয় meet করতে হবে

ম্যাটেরিয়াল অনুযায়ী অপশন গুলি চেইঞ্জ হবে, কভার ওলের ম্যাটেরিয়াল ২ নাম্বার বলা নির্ভর করে হায়ার হিট স্ট্রেস , কম ব্রেথেবিলিটি যা ওয়্যারিং টাইম চেইঞ্জ করতে পারে এবং অপশন ১ এর চেয়ে রেজাল্ট পরিবর্তন করতে পারে ।



3. হেভি ডিউটি অ্যাপ্রোন


টাইপঃ হেভি ডিউটি নন ওভেন অ্যাপ্রোন

স্ট্রেইট এপ্রোন উইথ রিব

ফ্যাব্রিক: 
পিভিসি কোটেড 100% পলিয়েস্টার, বা 100% পিভিসি, বা 100% রাবার, বা অন্যান্য ফ্লুইড রেজিস্টেন্স ম্যাটেরিয়াল, ওয়াটার প্রুফ, এর পেছনে স্ট্রেপ সেলাই করা থাকবে যা পেছন থেকে বাধা যাবে ।


GSM : 300 g/m2

কাভারিং সাইজ: এপ্রোক্সিমেট 70-90 Cm Width x 120-150 Cm Length

রি-ইউজ নির্ভর করছে ( পুনরায় ভআলোভাবে ডিকন্টামিনেট করার উপর )

4. Medical/surgical mask


হাই ফ্লুইড রেজস্টেন্স, গুড ব্রেথিবিলিটি, এর ইন্টার্নাল এবং এক্সটার্নাল পার্ট যাতে ক্লিয়ারলি আইডেনটিফাই করা যায় , স্ট্রাকচারাল ডিজাইন এমন স্টেবল হতে হবে যাতে এটা বডি পার্ট যেমন নাকে প্রেশারে যাতে কলাপস না করে সেইপ হতে পারে ডাক বেইল অথবা কাপ শেইপের মতো।

EN 14683 Type IIR performance ASTM F2100 level 2 or level 3 or equivalent;

ফ্লুইড রেজিস্টেন্স : at minimum 120 mmHg pressure based on ASTM F1862-07, ISO 22609, or equivalent

ব্রেথিবিলিটি টেস্ট স্টেন্ডার্ড : MIL–M-36945C, EN 14683 annex C, or equivalent

ফিল্ট্রেশন ইফেশিয়েন্সি টেস্ট স্টেন্ডার্ড : ASTM F2101, EN14683 annex B, or equivalent




Protective Clothing Material Related Performance

ডিস্পোজেবল মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ গুলিতে ব্যবহৃত সাধারণ উপাদানগুলি হলো পলিপ্রোপিলিন টেক্সটাইল এডহেসিভ ফেব্রিক, নিউ পলিয়েস্টার ফাইবার, পলিমার কোর্টেড ফেব্রিক, SMS ননওভেন, পলিথিনের ব্রেথবল ফিল্ম / ননওভেন কম্পোজিট।বর্তমানে, তাদের বেশিরভাগ মেডিকেল প্রোটেকটিভ ক্লোথ তৈরির জন্য পলিটেট্রাফ্লুওরোথিলিন (PTFE) উপাদান ব্যবহার করে, PTFE এক ধরণের হাই পারফরম্যান্স পলিমার যা কেবলমাত্র পানির চাপকে প্রতিরোধ করতে পারে এবং মাইক্রোপোরের মাধ্যমে জলীয় বাষ্পকে বের করে দেয় ।


Polypropylene Fabric

এটাকে এন্টিব্যাকটেরিয়াল এবং এন্টি স্টেটিক ফিনিশ করা যায় কিন্ত এর হাইড্রোস্টেটিক প্রেশার রেজিস্টেন্স অনেক কম। ভাইরাস রেজিস্টেন্স কোয়ালিটি কম। এটা স্টেরিয়েল সার্জিক্যাল ক্লোথ, ডিজইনফেকশন ব্যাগ এর ফেব্রিক, অন্যান্য প্রোটেকটিভ আইটেম তৈরী করা হয়।


New Polyester Fiber

এটাকে এন্টিব্যাকটেরিয়াল এবং এন্টি স্টেটিক ফিনিশ করা যায় কিন্ত এর হাইড্রোস্টেটিক প্রেশার রেজিস্টেন্স অনেক কম।ভাইরাস রেজিস্টেন্স কোয়ালিটি কম।

Polymer Coated Fabric

প্রোটেকটিভ ক্লোথের জন্য ফেব্রিকের জন্য অনেক টাইপের ফিনিশ এবং কোর্টিং আছে যেমন PVC polyethylene ইত্যাদি। এর ওয়াটার প্রুফিং কোয়ালিটি , ব্যাকটেরিয়া ব্যারিয়ার ক্যাপাবিলিটি গুড।এটা রি ইউজ করা যায়। হাই কোয়ালিটির লেমিনিটেড ফেব্রিক PTFE যা সুপার ওয়াটার প্রুফ আর ময়েশ্চার পারমিয়েবল কম্পোজিট ফেব্রিক।


SMS Nonwovens

এই ফেব্রিকের ফাইবারের ডায়ামিটার অনেক সুক্ষ আর ফেব্রিক মোটা ফ্লাপি সফট আর ড্রেপি।এটা সুক্ষ পার্টিকেলের বিরুদ্ধে ভালো ইফেক্ট দেয়।হাইড্রো স্টেটিক রেজিস্টেন্স অনেক ভালো। এর স্ট্রেন্থ দুর্বল এবং ওয়্যার রেজিস্টেন্স কম।




Polyethylene Breathable Film

এটা নন ওভেন কম্পোজিট যা লিকুইড আর ব্যাক্টেরিয়ার ব্লকিং এবং পেনিট্রেশনের পারফরম্যান্স ভালো। এর টেনসাইল স্ট্রেন্থ ভালো, এয়ার পারমিয়াবিলিটি অনেক ভালো, পরিধান করতেও আরামদায়ক ।


ফাইবার এর টাইপ ভেদে পারফরম্যান্স
 




মেডিকেল প্রোটেকটিভ ক্লোদিং গুলির জন্য কোয়ালিটি রিকয়ারমেন্টঃ

চিকিৎসার সময় বিপুল সংখ্যক চিকিৎসা কর্মী, ডাক্তার, মেডিকেল স্টাফ সংক্রামিত হয় পার্শ-প্রতিক্রিয়া হিসাবে। WHO এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের CDC পরামর্শ দিয়েছে যে উচ্চ সংক্রামক ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে উপযুক্ত প্রতিরক্ষামূলক সরঞ্জাম নির্বাচন করা উচিৎ। মেডিকেল প্রোটেকটিভ ক্লোদিং গুলি জীবাণুনাশক, কণা পদার্থ বা ড্রপলেট এবং ফ্লুইড পদার্থকে নিষ্ক্রিয় করতে, জীবাণুনাশক চিকিৎসা, টেকসই, অয়্যার-রেজিস্টেন্স, টিয়ার রেজিস্টেন্স, পঞ্চচার-প্রুফ, অ্যান্টি-ফাইবার স্ট্রেন্থকে প্রতিরোধ করতে সক্ষম হতে হবে। কোনও বিষাক্ত উপাদান নয়, ভেলভেট নয়, কস্ট ইফেক্টিভ ,আরামদায়ক এবং OSHA নিয়ম মানতে হবে ।




What are the common quality standards?


Standard Test Content

 EN 14126 প্রোটেকটিভ ক্লোদিং - সংক্রামক এজেন্টদের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পোশাকগুলির জন্য পারফরম্যান্স টেস্টের জন্য এই মেথড ইউজ করা হয়।

 EN 13795 সার্জিকাল ড্র্যাপস, গাউন এবং ক্লিন এয়ার স্যুট, রোগীদের ট্রিটমেন্ট ডিভাইস হিসাবে ব্যবহার করা হয়, ক্লিনিকাল স্টাফ, ইকুইপমেন্টের - ম্যানুফেকচারারদের জন্য প্রডাক্টের জেনারেল রিকয়ারমেন্ট , প্রসেস , টেস্ট মেথড, পারফরম্যান্স রিকোয়ারমেন্ট এবং পারফরম্যান্স লেবেল

 ISO 16603 – ব্লাড এবং ব্লাড ফ্লুইডের কন্টাক্টের বিরুদ্ধে প্রটেকশনের জন্য ক্লোদিং - প্রোটেকটিভ ক্লোথ এর ম্যাটেরিয়াল গুলি ব্লাড এবং ব্লাড ফ্লুইডের কতটুকু রেজিস্টেন্স দিতে পারে সেটা সনাক্তকরণ – টেস্ট মেথডে সিনথেটিক ব্লাড ব্যাবহার করা হয়

 ISO 16604 ব্লাড এবং ব্লাড ফ্লুইডের কন্টাক্টের বিরুদ্ধে প্রটেকশনের জন্য ক্লোদিং – প্রোটেকটিভ ক্লোথ এর ম্যাটেরিয়াল গুলি ব্লাড এবং ব্লাড বর্ন প্যাথোজেনের রিরুদ্ধে কতটুকু রেজিস্টিন্স দিতে পারে সেটা সনাক্তকরণ – Test method using Phi-X174 bacteriophage

 EN 13795: এই স্টান্ডার্ড ওয়েট এবং ড্রাই কন্ডিশনে ডিস্পোজেবল সার্জিক্যাল ক্লোদিংয়ের প্রোটেকটিভ পারফরম্যান্স টেস্টের জন্য প্রয়োগ করা হয়।

 NFPA 1999 জরুরী চিকিৎসা কার্যক্রমের জন্য প্রোটেকটিভ ক্লোথের এবং ডিজাইনের স্টেন্ডার্ড চেক।

 NFPA 1999: প্রতিরক্ষামূলক পোশাকের অর্থাৎ প্রটেকটিভ ক্লোথের সামগ্রিক প্রটেকশন পারফরম্যান্সের দিকে নজর দেয়া ,লিকুইড ব্যারিয়ার পারফরম্যান্স টেস্ট ASTM F1359 লিকুইড ইন্ট্রিগ্রিটি মেথডে টেস্ট করা হয়। স্পেসিমেনের সিমের এতো পরিমান শক্তি যাতে থাকে যা এন্টি মাইক্রোবিয়াল পেনিট্রেশন রোধ করতে পারে ।

ISO 16603, ISO 16604: ডিস্পোজেবল প্রোটেকটিভ ক্লোদিং উপকরণগুলির জন্য পারফরম্যান্সের রিকয়ারমেন্ট সেইম এবং একই সনাক্তকরণের পদ্ধতিগুলি যা সিন্থেটিক ব্লাড পেনিট্রেশন পরীক্ষা এবং মাইক্রোবিয়াল পেনিট্রেশন পরীক্ষায় ফলো করা হয়।


Barrier Performance Testing | ব্যারিয়ার পারফরম্যান্স টেস্টিং

প্রোটেকটিভ ক্লোদিং এর জন্য ব্যারিয়ার একটা গুরুত্বপূর্ণ পারফরমেন্স যা তিনটি বিষয়ের উপর নির্ভর করে 


১. লিকুইড ব্যারিয়ার পারফরমেন্স, 

২. মাইক্রোবিয়াল ব্যারিয়ার পারফরমেন্স, 

৩. ফিল্ট্রেশন পারফরমেন্স।

লিকুইড ব্যারিয়ার বলতে বোঝায় চিকিত্সা প্রতিরক্ষামূলক পোশাকগুলি অর্থাৎ পিপিই পানি , রক্ত, অ্যালকোহল এবং অন্যান্য তরলগুলির বিপরীতে লেবেল 4 মানের হাইড্রোফোবিসিটি দেখাবে যা লিকুইড অনুপ্রবেশ রোধ করতে সক্ষম হবে যা রোগীর রক্ত, শরীরের তরল এবং অন্যান্য নিঃসরণ দ্বারা সংক্রামিত ভাইরাসগুলি এড়াতে পারে যাতে করে মেডিকেল স্টাফরা ইনফেক্টেড না হয়ে যায়।


মাইক্রোবিয়াল ব্যারিয়ার বোঝায় প্রোটেকটিভ ক্লোথ বা পিপিই যা ব্যাকটিরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে ব্যারিয়ার তৈরী করে প্রধানত চিকিৎসা কর্মী এবং রোগীদের মধ্যে কন্টাক্ট ট্রান্সমিশন আটকাতে পারে।


ফিল্টারিং পারফরম্যান্স বলতে বাতাসের মাধ্যমে অ্যারোসোল বা প্রশ্বাস এর বাষ্প আকারে  ভাইরাসগুলি সংক্রামন প্রতিরোধ করতে পারে । যা ত্বকের পৃষ্ঠের সাথে লেগে  সংক্রমণ করে পরে শ্বাসকষ্ট তৈরী করে। 


Common test standards and requirements are as follows:

1. Test project: ( EN 13795 )

Liquid barrier performance EN 20811, Hydrostatic test

Synthetic blood penetration - 

Microbial filtration EN ISO 22612,EN ISO 22610

2. Test project : ( NFPA 1999 )

Liquid barrier performance ASTM F135 Over Liquid Integrity

Synthetic blood penetration — ASTM F1359, Over Liquid Integrity

Microbial filtration ASTM F1671,Phi-x-174

3.Test project : ( ISO 16603, ISO 16604) 

Liquid barrier performance

Synthetic blood penetration — ISO 16603

Microbial filtration ISO 16604,Phi-x-174




Physical Strength and Durability | ফিজিক্যাল স্ট্রেন্থ এন্ড ডিউরাবিলিটি টেস্ট 


এই টেস্ট এমন করে ডিজাইন করা যাতে এটার স্টানন্ডার্ডের পর্যাপ্ত স্ট্রেন্থ থাকে যা যে কোন ফিজিক্যাল ডেমেজ কে রেজিস্ট করতে পারে যেমন ইমারশন, ইম্পেক্ট পাংচার এবং টিয়ারিং। স্টএন্ডার্ড হিসেবে NFPA 1999 ।পারফরম্যান্স ইনডিকেট করার স্টেন্ডার্ড লিমিট হচ্ছে।


এখানে বেসিক টেস্ট হচ্ছে ব্রেকিং টেস্ট যেমন NFPA 1999 যেটার রেফারেন্স স্টেন্ডার্ড হচ্ছে ASTM D5034 এটা ফেব্রিক টেনসাইল টেস্ট মেশিন দিয়ে টেস্ট করা যায় ।


Test Standard -  ( NFPA 1999 ) :- 

Breaking strength ≥133.5N

Bursting strength ≥345KPa

Anti-puncture force ≥24.5N

Tearing strength ≥35.6N

Breaking strength at seams ≥66.7N



Comfort performance Test | কম্ফোর্ট পারফরম্যান্স টেস্ট 

প্রটেকটিভ ক্লোথ আইসোলেশন ম্যাটেরিয়াল দ্বারা তৈরি যার কারনে সহজে হিট এমিশন হয়না। ইনসাইডে যদি হিট জমে যায় তাহলে এর ইউজার কাজ করতে অস্বস্তি বোধ করবে তাহলে কোয়ালিটি ফুল কাজ তার কাছে পাওয়া যাবেনা কাজের ইফিশেয়েন্সি কমে যাবে । কম্ফোর্ট এর সাথে যেসকল বিষয় জড়িত তা হচ্ছে এয়ার পারমিয়াবিলিটি, ওয়াটার ভেপার রেজিস্টেন্স, সারফেস থিকনেস, ইলেক্ট্রোস্ট্যাটিক প্রোপার্টি , রিফ্লেসিটি, ড্রেপ , অর্ডর, স্কিন সেনিটাইজেশন, ওয়েট । এদের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রাইয়েরিয়া হচ্ছে এয়ার পারমিয়াবিলিটি, ওয়াটার ভেপার পারমিয়াবিলিটি।


উদাহরণস্বরূপ ইউরোপীয় এবং আমেরিকান দেশগুলি প্রায় হাই টেক ম্যাটেরিয়াল ইউজ করে (PTFE microporous membrane, etc.) যা মেডিকেল প্রটেকটিভ ক্লোদিংয়ের এয়ার পারমিবিলিটি বাড়ায় ।NFPA 1999 ইউজ করা হয় প্রোটেকটিভ ক্লোদিংয়ের তাপ অপচয় হ্রাস কর্মক্ষমতা (THL) নির্দেশ করতে। এর স্টেন্ডার্ড লিমিট > 450 W/m² এর চেয়ে বেশি হতে হবে। এটা টেস্ট করার জন্য রেফারেন্স টেস্ট স্টেন্ডার্ড ASTM F1868 



এটা টেস্ট করার জন্য টেস্ট ইন্সট্রুমেন্ট হচ্ছে সোয়েটিং গার্ড হট প্লেট।












লেখাঃ
মাজেদুল হাসান শিশির
mazadulhasan@yahoo.com 

1. টেক্সটাইল লার্নিং ব্লগ : 
www.bunon.info

2. আমাদের YouTube Channel :
https://bit.ly/2LgE4io

3. Textile Viba Apps Download : 
http://bit.ly/2ZoLvsG

4. Textile Lab Apps Download : 
http://bit.ly/2ZopkTn



কোন মন্তব্য নেই: