করোনা/COVID-19 পরবর্তী RMG খাতে কি কি পরিবর্তন আসতে পারে ?
প্রকৃতি বিনা অপরাধে কখনো প্রতিশোধ নেয়না, আজকের এই করোনা প্যানডেমিক কিন্তু তারই প্রতিফলন। আজকে আমার বিষয় করোনা নয় বরং করোনা পরবর্তী আমাদের প্রায় ৪০ লক্ষ মানুষের কর্মসংস্থান RMG খাত নিয়ে। করোনা পরবর্তীতে RMG খাতে কি কি পরিবর্তন আসতে পারে তা নিয়েই আজকে আমার লেখার আয়োজন। জানতে হলে আসুন নিচের দিকে একটু চোখ বুলিয়ে নেই।
১. করোনা পরবর্তীতে আমাদের গার্মেন্টস সেকশন অন-লাইন লাইভ ইন্সপেকশন যুগে প্রবেশ করবে। বায়িং হাউসগুলো এই পদ্ধতিতে তাদের QC টিম কমিয়ে এনে অর্থের সাশ্রয় করবে বা Cost Budget নীতি গ্রহণ করবে।
২. যেহেতু অন-লাইন লাইভ ইন্সপেকশন বাড়বে সেহেতু Factory গুলোতে মান সম্মত বায়ার নমিনেটেড QC/GPQ এর চাহিদা বাড়বে। তাই এইক্ষেত্রে যারা Computer এর Hardware এবং Software সম্পর্কে ভালো ধারণা রাখবে তারা এগিয়ে যাবে। তাই It’s high time to upgrade yourself for existing.
৩. অন-লাইন ট্রেনিং এর পরিমাণ বাড়বে এতে সময় এবং অর্থের সাশ্রয় ঘটবে যার প্রভাব এই industry তে এসে পড়বে। কোয়ালিটি উপর Certification গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
৪. করোনা পরবর্তীতে Covid-19 prevention audit নামে নতুন কোন Audit এর সম্মুখীন হতে পারে Factory গুলো।
৫. Physical Store গুলোর সংখ্যা কমবে, অন-লাইন মার্কেটিংয়ের ব্যাপকতা বাড়বে অর্থাৎ Buying House গুলোর অন-লাইন অর্ডারের পরিমাণ দ্বিগুণ বাড়বে।
৬. যে সমস্ত মালিক এই বিপদের দিনে তার কর্মচারীদের পাশে থেকেছেন সেইখানে মালিক শ্রমিকের সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে। বিশেষ করে Trust এর জায়গা বাড়বে উভয়ই পক্ষের মধ্যে এবং ভবিৎষ্যতে ঐ সমস্ত Factory গুলোতে Unrest এর প্রবণতা একেবারে থাকবেনা।
৭. অর্ডার এর পরিমাণ বাড়বে তবে সেটা অবশ্যই Fast Fashion হবে অর্থাৎ কোয়ানটিটির পরিমাণ ছোট ছোট হবে। যে সমস্ত Factory গুলো আগে থেকেই ছোট ছোট অর্ডারে কাজ করে অভ্যস্ত তারা প্রতিযোগীতায় এগিয়ে থাকবে।
৮. যেহেতু অন-লাইন ইন্সপেকশন বাড়বে সেহেতু QC টিমের উপর চাপ আরো বাড়বে কোয়ালিটি ঠিক রাখার ব্যাপারে।
৯. Factory তে অটোমেটিক PPE ব্যবহারের পরিমাণ বেড়ে যাবে কারণ অনেকেই ততদিনে মাস্ক ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়বে।
১০. শ্রমিক কর্মচারীরা অন-লাইন ব্যাকিংয়ে অভ্যস্ত হয়ে পড়বে এবং মালিক পক্ষ সময় বাঁচাতে শ্রমিকদের স্যালারী বিকাশ, রকেট, নগদের মাধ্যমে প্রদানে উৎসাহিত হবে।
১১. Merchandising টীম ঘরে বসেই Zoom এর মাধ্যমে হয়ত অফিস করবে।
১২. Garments সেকশনে Automation ও লীনের প্রয়োগ বাড়বে।
১৩. বায়ারের সাথে দরকষাকষির সক্ষমতা বাড়বে মালিকদের।
১৪. Trim & Accessories ব্যবসার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
১৫. Printing এর ক্ষেত্রে দেশী প্রযুক্তি বিকশিত হবে এবং চীনের প্রতি নির্ভরতা কমবে।
সামাজিকভাবে আমরা RMG সেকশনের পাশাপাশি অন্য ক্ষেত্রে অন-লাইন নির্ভর হয়ে উঠতে পারি আর তা হলঃ
১. অন-লাইন টেলিমেডিসিন জনপ্রিয়তা পাবে, মানুষ অন-লাইন নির্ভর চিকিৎসা গ্রহণে অভ্যস্ত হয়ে উঠবে।
২. পারিবারিক সম্পর্ক বৃদ্ধি পাবে, বাবা মায়ের প্রতি সন্তানের ভালবাসা বাড়বে ও বৃদ্ধানিবাসের সংখ্যা কমবে।
পরিশেষে শুধু এইটুকু বলব যেটা আরও পাঁচ বছরের পর আমাদের চিন্তা করার কথা ছিল, COVID-19 আমাদের সেটি এখন শুধু চিন্তার ভিতরে আটকে রাখে নাই আলরেডি ধাক্কা দিয়ে প্রবেশ করায় দিয়েছে So it’s high time to think for Sustainable business to save our lives and world.
ধন্যবান্তে,
মোঃ তৌহিদ খান
কিউ.এম.এস রেসপন্সিবল।
নোট:
যে কোন কপি পেস্টের ক্ষেত্রে মূল লেখকের কার্টেসি দেওয়া আপনার রুচির পরিচয় বহন করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন