কর্মীবান্ধব থার্মেক্স গ্রুপ
বাবা বলেছিলেন, পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রম হতে হবে সৎ উপায়ে। কখনও অংশীদারকে ঠকানো যাবে না। কারো হক নষ্ট করা যাবে না। খাওয়া-দাওয়ার পর যেদিন নিজের চলাফেরার নিশ্চয়তা পাওয়া যাবে, সেদিন থেকে মানুষের উপকার করতে হবে।
এ আপ্তবাক্যগুলোকে জীবন চলার পাথেয় করে নিয়েছেন আবদুল কাদির মোল্লা। জীবনের সবক্ষেত্রে এ গুণাবলি মেনে চলায় অল্পসময়ের মধ্যে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীর তকমা পান। আড়াই দশকের বেশি সময় ধরে নিয়মিত কর দিয়ে আসছেন।
১৯৭৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত সিঙ্গাপুরের একটি শিপইয়ার্ডে কাজ করতেন আবদুল কাদির মোল্লা। এরপর দেশে ফিরে ১৯৯৭ সালের আগ পর্যন্ত ঠিকাদারি করেন। সেই বছর নরসিংদীতে একটি তৈরি পোশাক কারখানা প্রতিষ্ঠা করেন। ৫২০ কর্মী নিয়ে যাত্রা করে তার প্রতিষ্ঠানটি। সেই শুরু। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রথমে একটি ইউনিট চালু করেন। পরে চাহিদা অনুযায়ী আরেকটি ইউনিট চালু করেন। এভাবে কাপড় দিয়ে শুরু করে সুতায় যান। সুতা শেষ হয়ে গেলে সেলাইতে গেলেন। এভাবে চলতে চলতে একে একে বস্ত্র খাতের আরও কয়েকটি প্রতিষ্ঠান তৈরি করেন। কালক্রমে বাংলাদেশের শীর্ষস্থানীয় গ্রুপে পরিণত হয় থার্মেক্স গ্রুপ। বর্তমানে এ গ্রুপের অধীনে ১৬টি প্রতিষ্ঠান রয়েছে। সবগুলোই শতভাগ রফতানিমুখী তৈরি পোশাক কারখানা।
গ্রুপটি বছরে কমবেশি এক হাজার ২০০ কোটি টাকার বেশি তৈরি পোশাক রফতানি করে থাকে। নিট ও ওভেন দুই ধরনের পোশাক কারখানা রয়েছে তাদের। এ দুই খাতের পুরোপুরি কম্পোজিট কারখানা রয়েছে প্রতিষ্ঠানটিতে। এ গ্রুপের নানা প্রতিষ্ঠানে ১৬ হাজারের বেশি কর্মী রয়েছেন।
মানবসম্পদ, যন্ত্রাংশ ও কাঁচামালÑএ তিন বিষয়ের গুণগতমানে কোনো ছাড় দেওয়া হয় না থার্মেক্স গ্রুপে। তাদের প্রায় সব প্রতিষ্ঠানে ইউরোপ ও আমেরিকার প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে গ্রুপটি মানসম্পন্ন পণ্য উৎপাদন করে। টেকসই ও সুন্দর তাদের পণ্য।
ব্যবসা পরিচালনায় বাবার উপদেশগুলো মেনে চলেন। থার্মেক্স গ্রুপ সব সময় তাদের কর্মীদের প্রাপ্য বুঝিয়ে দিতে তৎপর থাকে। এখানে
বেতন-ভাতা দিতে কখনও বিলম্ব হয় না। কর্মপরিবেশ নিয়ে কর্মীরা সন্তুষ্ট। কয়েক বছর ধরে লাভের পাঁচ শতাংশ কর্মীদের মাঝে সমহারে বণ্টন করা হচ্ছে। প্রতি ঈদ বোনাসের সঙ্গে এ অর্থ পান কর্মীরা। প্রতিষ্ঠানটিতে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন আবদুল কাদির মোল্লা। নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন
মোহাম্মদ আসাদুজ্জামান ইমন।
ব্যবসা-বাণিজ্যে কঠোর পরিশ্রমের ফলে এই অবস্থানে এসেছে থার্মেক্স গ্রুপ। আবদুল কাদির মোল্লা মনে করেন, দেশ ও জনগণকে ভালো রাখা রাষ্ট্রের কাজ। সামর্থ্যবান নাগরিক হিসেবে আয়ের একটা অংশ সরকারকে দেওয়া উচিত। কেননা, সেই অর্থ জনগণের উন্নয়নে ব্যয় করে সরকার। ২০১২-১৩ অর্থবছরে ব্যক্তি শ্রেণিতে সেরা করদাতা নির্বাচিত হন গ্রুপটির প্রতিষ্ঠাতা। ২০১৩-১৪ অর্থবছরে ঢাকা সিটি করপোরেশনের মধ্যে সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছিলেন। পরের অর্থবছরেও (২০১৪-১৫) ঢাকা সিটি করপোরেশনের মধ্যে সর্বোচ্চ করদাতা নির্বাচিত হন। সিআইপি নির্বাচিত হন ২০১২ সালে। একই ধারা বজায় রাখেন ২০১৩ সালেও। সেই বছরও সিআইপির মর্যাদা পান।
একজন শিক্ষানুরাগী হিসেবেও তার সুনাম রয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তার শিল্পগোষ্ঠী শিক্ষা খাতের প্রসারে কাজ করছে। এজন্য তিনি প্রতিষ্ঠা করেছেন মজিদ মোল্লা ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের অধীনে রয়েছে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, এনকেএম হাইস্কুল অ্যান্ড হোমস, আবদুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুল ও পাঁচ কান্দি ডিগ্রি কলেজ। নরসিংদীর এই কাদির মোল্লা সিটি কলেজটি দেশের অন্যতম ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এছাড়া নিজ উদ্যোগে ৪৭টি কলেজ ও ৩৬৬টি স্কুলে অনুদান দিয়েছেন। অনুদানের অর্থে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নির্মাণ, চেয়ার টেবিল তৈরিসহ নানা খাতে ব্যয় হয়েছে। পাশাপাশি কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের নামে এফডিআর করে দিয়েছেন, যাতে করে এসব প্রতিষ্ঠান বিভিন্ন আর্থিক চাহিদা মেটাতে পারে।
অঙ্গপ্রতিষ্ঠান
থার্মেক্স টেক্সটাইল মিলস লি.
থার্মেক্স স্পিনিং লি.
থার্মেক্স মেলাঞ্জ স্পিনিং মিলস লি.
থার্মেক্স নিট ইয়ার্ন লি.
থার্মেক্স ইয়ার্ন ডায়িং লি.
থার্মেক্স ইয়ার্ন ডায়েড ফেব্রিকস লি.
থার্মেক্স ওভেন ডায়িং লি.
থার্মেক্স ব্লেন্ডেড ইয়ার্ন লি.
থার্মেক্স চেক ফেব্রিকস লি.
থার্মেক্স হোম ফেব্রিকস লি.
সিসটার ডেনিম কম্পোজিট লি.
ইন্ডিগো স্পিনিং লি.
আদুরী অ্যাপারেলস লি.
আদুরী নিট কম্পোজিট লি.
আদুরী ওয়াশিং অ্যান্ড প্রিন্টিং
থার্মেক্স কালার কটন লি.
প্রকাশক ও সম্পাদক
মীর মনিরুজ্জামান
একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়
বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ +৮৮-০২-৫৫০১১৮৪১
sharebiz2016@gmail.com desh.sharebiz@gmail.com
২টি মন্তব্য:
উনি মহান মানুষ, ওনার মতো মানুষ এদেশে আরো দরকার,,দেশটার উন্নয়নের জন্য,জনাব আঃ কাদের সাহেবকে অন্তর থেকে সেলুট জানাই,,আল্লাহ ওনাকে দীর্ঘায়ু দান করুক, আমিন,,,।আমি একজন ইলেক্টিশিয়ান
১০ বছরের অভিজ্ঞতা,,ssc পাশ আমাকে জবটা দিলে আন্তরিকতার সাথে কাজ করে,,,থার্মেক্স গ্রুপের উন্নয়নে নিজেকে সামান্য শরীক রাখতাম,,,
উনি মহান মানুষ, ওনার মতো মানুষ এদেশে আরো দরকার,,দেশটার উন্নয়নের জন্য,জনাব আঃ কাদের মোল্লা সাহেবকে অন্তর থেকে সেলুট জানাই,,আল্লাহ ওনাকে দীর্ঘায়ু দান করুক, আমিন,,,।আমার নাম আনোয়ার হুসেন আমি একজন ইলেক্টিশিয়ান
১০ বছরের অভিজ্ঞতা,,ssc পাশ আমাকে জবটা দিলে আন্তরিকতার সাথে কাজ করে,,,থার্মেক্স গ্রুপের উন্নয়নে নিজেকে সামান্য শরীক রাখতাম,,,
একটি মন্তব্য পোস্ট করুন