Textile Fashion & Design (TFD) | টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন - Textile Lab | Textile Learning Blog
Subject Review: Textile Fashion & Design(TFD) 


প্রথমেই আমি তোমাদের বলে নিতে চাই-
Welcome to the world of "Made in Bangladesh"

হ্যাঁ, ব্যাচ ৪৫, তোমরা এখন এই ট্যাগলাইনকে বজায় রাখার জন্য আরো এগিয়ে যাচ্ছো।

ইতোমধ্যে অনেকেই বুটেক্সের সাবজেক্টগুলো সম্পর্কে ধারণা পেতে শুরু করেছো।তো যারা এই ডিপার্টমেন্ট নিয়ে কউফিউশনে ভুগছো তাদের আশা করি লিখাটা পড়ার পর কোনো কনফিউশন থাকবে না।

- তো Textile Fashion & Design(TFD) নিয়ে অনেকেই মনে করতে পারো  ইঞ্জিনিয়ারিং পড়তে এসে কেন ফ্যাশন নিয়ে পড়তে হবে, অনেকে তুচ্ছ-তাচ্ছিল্যও করতে পারে, বলতে পারে-সাধারণ ফ্যাশন ডিজাইনিং নিয়ে তো অনেক আর্ট ইনস্টিটিউশন কিংবা ভার্সিটিতেই ডিগ্রী দেয়ার ব্যবস্থা করেছে তাহলে এখানে এটা পড়ে কি হবে🙄?কিংবা এটাও মনে করতে পারো যে এখানে নামের সাথে ইঞ্জিনিয়ারিং শব্দটি নেই কিন্তু ইঞ্জিনিয়ারিং বলা হয় কেন!?

উত্তর: তোমাদের প্রথমেই বলে রাখি যে আমাদের টোটাল ক্রেডিট হলো ১৬৫ যার মধ্যে ১২০ ক্রেডিট সব ডিপার্টমেন্টেই সেইম।আর এখান থেকে যে ডিগ্রিটা দেওয়া হবে সেটা হলো,"B.Sc in Textile Engineering" সাথে ছোট করে লিখা থাকবে "specialized in Textile Fashion & Design".তো তোমরা অলরেডি বুঝে গেছো যে সাবজেক্টটি একটি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট।এখানে আছে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জন্য পরিপূর্ণ কোর্স। বরং এখানে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের পাশাপাশি তুমি অতিরিক্ত পাবে একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ । ইতোমধ্যেই বড় ভাইয়াদের কাছে নিশ্চয় শুনে ফেলেছ যে বুটেক্সের সব সাব্জেক্টের পড়া প্রায় সেম।কয়েকটা কোর্স সাব্জেক্টেই আছে ভিন্নতা। আসলেই তাই।

আচ্ছা মনে করো আমি একটা ডিজাইন করে দিলাম কিন্তু আমার কোনো টেকনিক্যাল নলেজই নেই!তাহলে সেক্ষেত্রে ফ্যাব্রিক থেকে কমপ্লেইন আসলো যে এটা আসলে বাস্তবে সম্ভবই না!আর এই কারনেই আমাদের ভার্সিটিতে "Textile Engineering" কে গুরুত্ব দিয়েই মূলত "Textile Fashion & Design" সাবজেক্টটি পড়ানো হয়।

এছাড়াও ফ্যাশন ডিজাইনার তো চাইলে অনেকেই হতে পারে কিন্তু কয়জন 'B.Sc in Textile Engineering' ডিগ্রিধারী?🤔 এখানেই সাবজেক্ট হিসেবে টিএফডি'র প্লাস পয়েন্ট কারণ তারাই পারবে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতে এবং একই সাথে long run production এর জন্য ড্রেস ডিজাইন করতে। বাকি ফ্যাশন ডিজাইনাররা ফ্যাশন হাউজ দিতে পারে ঠিকই কিন্তু কখনই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তাদের ডিজাইন শো করতে পারবে না।

যারা এখান থেকে ফ্যাশন ডিজাইনার হবে আমরা মনে করি তারা টেক্সটাইল সেক্টরের লিডার হবে। এর কারন হলো ডিজাইনের জন্যই ইয়ার্ন পরিবর্তন হবে,ডিজাইনের জন্যই ফ্যাব্রিক এর গঠন পরিবর্তন হবে,ডিজাইনের উপর ভিত্তি করেই কালার পরিবর্তন হবে।তো ডিজাইনারই তো লিডার হবে!আর সবচেয়ে মজার বিষয়টা কি জানো🤪? যতক্ষণ পর্যন্ত না তুমি প্রোডাশনের জন্য তোমার ড্রেস ডিজাইনটি সাবমিট  করছো, ততক্ষণ পর্যন্ত ইয়ার্ণ বলো, ফ্যাব্রিক বলো, ডাইস বলো- এসব অঙ্গনের মানুষেরা কেউই তাদের কাজ শুরু করতে পারছে না! এর কারণটা হলো ড্রেসটির ফ্যাব্রিকটা কেমন হবে, কোন ফাইবার থাকবে, কোন ধরনের রং ইউজ করা যাবে, কোন প্রিন্ট বেশি টেকশই হবে সেটা তোমাকেই নির্ধারণ করতে হবে। কাজ বেশি মনে হচ্ছে নাকি? অথচ দেখো, একটু আগেও জানতে না TFD এর সাথে সম্পৃক্ত হলে এত কিছু ঘটা সম্ভব!🤔

- তো ফ্যাশন ডিজাইনিং কি?
একজন ডিজাইনার যখন মনের মাধুরে মিশিয়ে তার ড্রেসের উপরে উপস্থাপন করতে পারে এক কথাই সেটিই হলো ফ্যাশন ডিজাইন।একচুয়ালি ফ্যাশন ডিজাইনিং এর কাজটা একটু ক্রিয়েটিভ।তুমি যা-ই কর, সেটাতে যদি আকর্ষণীয় স্টাইল যুক্ত করার প্রতিভা এবং ঝোঁক তোমার থাকে , তা হলে ফ্যাশন ডিজাইনকে পেশা হিসেবে নিতে পার। অন্যকে সুন্দর দেখানোর প্রতি তোমার ভালোবাসা থাকতে হবে এবং তা কার্যকর করার জন্য থাকতে হবে সৃজনশীলতা ও নিজস্বতা।😍

-তো ভাই এই সাবজেক্টের জব সেক্টরটা কেমন?🤑

উত্তর:বুটেক্সে Textile Fashion & Design(TFD) ডিপার্টমেন্টটা খুবই সাম্প্রতিক।এটি প্রথম আত্মপ্রকাশ করে ২০১১ সালে। এখন পর্যন্ত মাত্র ৪ টি ব্যাচ পাশ করে বের হয়েছে।অথচ সবাই খুব চমৎকারভাবে পুরো টেক্সটাইল দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে। গান ফ্রেন্ডসের তামিম মৃধা ভাইয়া কিন্তু আমাদের ডিপার্টমেন্টেরই ছাত্র ছিলেন!আমাদের এমন অনেক বড় ভাই-বোন আছেন যারা ২-৩ মাসের বেতন পকেটে ঢুকানোর পরে ভার্সিটির ফাইনাল রেজাল্ট দেখতে পেয়েছেন🤑!তো বুঝতেই তো পারছো!বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সুনাম রয়েছে প্রায় সারাবিশ্বজুড়ে।দেশে বর্তমানে প্রায় ১২০০ গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে।আছে অসংখ্য বায়িং হাউজ,বুটিক হাউজ,টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং ফ্যাশন ডিজাইন হাউজ।এসব প্রতিষ্ঠানে রয়েছে ফ্যাশন ডিজাইনারদের জন্য চাকরির সুযোগ।আরেকটি মজার বিষয় হলো অন্যান্য ফ্যাশন ইন্সটিটিউট থেকে পাশ করা ডিজাইনারদের থেকেও কিন্তু তুমি শত গুণ এগিয়ে। কারণ কী জানো? কারণ একজন টেক্সটাইল ফ্যাশন ডিজাইনার প্র্যাক্টিকালি জানেন কোন কাপড়ে কেমন ডিজাইন দেয়া উচিত,কোন ডিজাইন দেয়া সাশ্রয়ী হবে এটা তিনি জানেন। তাই একজন সাধারণ ফ্যাশন ডিজাইনার শুধুমাত্র তার প্র্যাক্টিকাল নলেজের অভাবে তোমার সাথে প্রতিযোগিতায় পারবে না।তো ফ্যাশন ডিজাইনার হিসেবে তোমার দর চাকরির বাজারে এক ধাপ বেড়ে গেল, তাই না?😜

-স্কলারশিপের সুযোগ আছে কিনা?🙁
উত্তর:যদি এক কথায় বলি তাহলে বলবো যে আমাদের ডিপার্টমেন্টে স্কলারশিপের সুযোগ সবচেয়ে বেশি🤫!এর কারন হলো আমরা যদি ইউরোপ-আমেরিকার কথা চিন্তা করি তাহলে দেখবো যে সেখানকার ৮০% ইউনিভার্সিটিতেই এই ডিপার্টমেন্টটা রয়েছে।আচ্ছা ধরো তুমি টিএফডি সাব্জেক্ট নিয়ে বিএসসি শেষ করলে আর বুটেক্স তোমাকে কোনো রকম এক্সট্রা রিকুয়ারমেন্ট, পরীক্ষা ছাড়াই চায়না বা জার্মানিতে এমএসসি করতে নিয়ে গেল?তাহলে কেমন হয়!হ্যা, স্বপ্ন না এটা সত্যি। ইতোমধ্যেই চায়নার একটি ইউনিভার্সিটি বুটেক্সের শুধুমাত্র টিএফডি থেকে বিএসসি পাশ করা ছাত্র-ছাত্রিদের চায়না থেকে এমএসসি করার জন্য দিচ্ছে অনন্য সুযোগ। তাছাড়া জার্মানি থেকেও এমএসসি করার সুযোগ নিয়ে কথা হচ্ছে!😇

-এই ডিপার্টমেন্টে কি কি কোর্স করানো হয়?
উত্তর:প্রথম বর্ষে তুমি HSC রিলেটেড সাবজেক্টই বেশি দেখতে পাবা।দুই-একটা ডিপার্টমেন্টাল সাবজেক্টও থাকবে।তো প্রধানত যে যে কোর্সগুলো করানো হবে সেগুলো হলো:
-Physics
-Chemistry
-Mathematics
-Polymer Science Engineering
-Computer Programming
-Basic Fashion Studies
-Natural Textile Fibers
-Fashion History
-Business & communicative English
-EEE
-Wet processing
-Yarn Manufacturing
-Fabric Structures d Design
-Creative Design Analysis
-Textile Physics
-CAD
-Product Development
-Fashion Brand Analysis
-Fashion Draping
etc......
-Last but not the least, আমাদের TFD ডিপার্টমেন্টটা অনেক রঙিন, অনেক ক্রিয়েটিভ।❤️ ছবি আঁকা না জানলেও দেখা যাবে শুধু ক্রিয়েটিভ আইডিয়া শো করেই তুমি এগিয়ে যাচ্ছো। এমন অনেকেই আঁকতে জানে না অথচ এই ডিপার্টমেন্টে আসার পর আঁকাআঁকির প্রতি একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে,আঁকছেও ভালো!এছাড়াও ডিপার্টমেন্টের টিচাররা,বড় ভাইয়া-আপুরা খুবই আন্তরিক।এখানে কিছুদিন পরপরই বড় ভাইয়া-আপুরা ফ্যাশনইনোভেশন,ড্রেসইনোভেশনের মতো বড় বড় ইভেন্টের আয়োজন করে যা অত্যন্ত আকর্ষনীয়!😍

-we design new dreams by designing new clothes.
There is a saying that "Allah makes man,we (Fashion Designers) make the gentlemen while designing their clothes!
This is textile which represents Bangladesh as a brand in worldwide and through it we can say proudly "MADE IN BANGLADESH".❤

-তো অনেক কথাই তো বলে ফেললাম!কিন্তু দিনশেষে সাবজেক্ট চয়েজ কিন্তু সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত কারণ জীবনটা তোমার। যা লিখলাম এটা শুধু তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়ক বস্তু মাত্র।
যেটাই সিদ্ধান্ত নেও, চলার পথে তা ধরে যাতে এগিয়ে যেতে পারো তার শুভকামনা রইলো।❤
                                  -Tasphia Authoi
                                  -Tanvir Ahamed Fahad
                                  -Textile Fashion & Design
                                   -Batch-44

Textile Fashion & Design (TFD) | টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন

Subject Review: Textile Fashion & Design(TFD) 


প্রথমেই আমি তোমাদের বলে নিতে চাই-
Welcome to the world of "Made in Bangladesh"

হ্যাঁ, ব্যাচ ৪৫, তোমরা এখন এই ট্যাগলাইনকে বজায় রাখার জন্য আরো এগিয়ে যাচ্ছো।

ইতোমধ্যে অনেকেই বুটেক্সের সাবজেক্টগুলো সম্পর্কে ধারণা পেতে শুরু করেছো।তো যারা এই ডিপার্টমেন্ট নিয়ে কউফিউশনে ভুগছো তাদের আশা করি লিখাটা পড়ার পর কোনো কনফিউশন থাকবে না।

- তো Textile Fashion & Design(TFD) নিয়ে অনেকেই মনে করতে পারো  ইঞ্জিনিয়ারিং পড়তে এসে কেন ফ্যাশন নিয়ে পড়তে হবে, অনেকে তুচ্ছ-তাচ্ছিল্যও করতে পারে, বলতে পারে-সাধারণ ফ্যাশন ডিজাইনিং নিয়ে তো অনেক আর্ট ইনস্টিটিউশন কিংবা ভার্সিটিতেই ডিগ্রী দেয়ার ব্যবস্থা করেছে তাহলে এখানে এটা পড়ে কি হবে🙄?কিংবা এটাও মনে করতে পারো যে এখানে নামের সাথে ইঞ্জিনিয়ারিং শব্দটি নেই কিন্তু ইঞ্জিনিয়ারিং বলা হয় কেন!?

উত্তর: তোমাদের প্রথমেই বলে রাখি যে আমাদের টোটাল ক্রেডিট হলো ১৬৫ যার মধ্যে ১২০ ক্রেডিট সব ডিপার্টমেন্টেই সেইম।আর এখান থেকে যে ডিগ্রিটা দেওয়া হবে সেটা হলো,"B.Sc in Textile Engineering" সাথে ছোট করে লিখা থাকবে "specialized in Textile Fashion & Design".তো তোমরা অলরেডি বুঝে গেছো যে সাবজেক্টটি একটি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট।এখানে আছে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জন্য পরিপূর্ণ কোর্স। বরং এখানে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের পাশাপাশি তুমি অতিরিক্ত পাবে একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ । ইতোমধ্যেই বড় ভাইয়াদের কাছে নিশ্চয় শুনে ফেলেছ যে বুটেক্সের সব সাব্জেক্টের পড়া প্রায় সেম।কয়েকটা কোর্স সাব্জেক্টেই আছে ভিন্নতা। আসলেই তাই।

আচ্ছা মনে করো আমি একটা ডিজাইন করে দিলাম কিন্তু আমার কোনো টেকনিক্যাল নলেজই নেই!তাহলে সেক্ষেত্রে ফ্যাব্রিক থেকে কমপ্লেইন আসলো যে এটা আসলে বাস্তবে সম্ভবই না!আর এই কারনেই আমাদের ভার্সিটিতে "Textile Engineering" কে গুরুত্ব দিয়েই মূলত "Textile Fashion & Design" সাবজেক্টটি পড়ানো হয়।

এছাড়াও ফ্যাশন ডিজাইনার তো চাইলে অনেকেই হতে পারে কিন্তু কয়জন 'B.Sc in Textile Engineering' ডিগ্রিধারী?🤔 এখানেই সাবজেক্ট হিসেবে টিএফডি'র প্লাস পয়েন্ট কারণ তারাই পারবে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতে এবং একই সাথে long run production এর জন্য ড্রেস ডিজাইন করতে। বাকি ফ্যাশন ডিজাইনাররা ফ্যাশন হাউজ দিতে পারে ঠিকই কিন্তু কখনই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তাদের ডিজাইন শো করতে পারবে না।

যারা এখান থেকে ফ্যাশন ডিজাইনার হবে আমরা মনে করি তারা টেক্সটাইল সেক্টরের লিডার হবে। এর কারন হলো ডিজাইনের জন্যই ইয়ার্ন পরিবর্তন হবে,ডিজাইনের জন্যই ফ্যাব্রিক এর গঠন পরিবর্তন হবে,ডিজাইনের উপর ভিত্তি করেই কালার পরিবর্তন হবে।তো ডিজাইনারই তো লিডার হবে!আর সবচেয়ে মজার বিষয়টা কি জানো🤪? যতক্ষণ পর্যন্ত না তুমি প্রোডাশনের জন্য তোমার ড্রেস ডিজাইনটি সাবমিট  করছো, ততক্ষণ পর্যন্ত ইয়ার্ণ বলো, ফ্যাব্রিক বলো, ডাইস বলো- এসব অঙ্গনের মানুষেরা কেউই তাদের কাজ শুরু করতে পারছে না! এর কারণটা হলো ড্রেসটির ফ্যাব্রিকটা কেমন হবে, কোন ফাইবার থাকবে, কোন ধরনের রং ইউজ করা যাবে, কোন প্রিন্ট বেশি টেকশই হবে সেটা তোমাকেই নির্ধারণ করতে হবে। কাজ বেশি মনে হচ্ছে নাকি? অথচ দেখো, একটু আগেও জানতে না TFD এর সাথে সম্পৃক্ত হলে এত কিছু ঘটা সম্ভব!🤔

- তো ফ্যাশন ডিজাইনিং কি?
একজন ডিজাইনার যখন মনের মাধুরে মিশিয়ে তার ড্রেসের উপরে উপস্থাপন করতে পারে এক কথাই সেটিই হলো ফ্যাশন ডিজাইন।একচুয়ালি ফ্যাশন ডিজাইনিং এর কাজটা একটু ক্রিয়েটিভ।তুমি যা-ই কর, সেটাতে যদি আকর্ষণীয় স্টাইল যুক্ত করার প্রতিভা এবং ঝোঁক তোমার থাকে , তা হলে ফ্যাশন ডিজাইনকে পেশা হিসেবে নিতে পার। অন্যকে সুন্দর দেখানোর প্রতি তোমার ভালোবাসা থাকতে হবে এবং তা কার্যকর করার জন্য থাকতে হবে সৃজনশীলতা ও নিজস্বতা।😍

-তো ভাই এই সাবজেক্টের জব সেক্টরটা কেমন?🤑

উত্তর:বুটেক্সে Textile Fashion & Design(TFD) ডিপার্টমেন্টটা খুবই সাম্প্রতিক।এটি প্রথম আত্মপ্রকাশ করে ২০১১ সালে। এখন পর্যন্ত মাত্র ৪ টি ব্যাচ পাশ করে বের হয়েছে।অথচ সবাই খুব চমৎকারভাবে পুরো টেক্সটাইল দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে। গান ফ্রেন্ডসের তামিম মৃধা ভাইয়া কিন্তু আমাদের ডিপার্টমেন্টেরই ছাত্র ছিলেন!আমাদের এমন অনেক বড় ভাই-বোন আছেন যারা ২-৩ মাসের বেতন পকেটে ঢুকানোর পরে ভার্সিটির ফাইনাল রেজাল্ট দেখতে পেয়েছেন🤑!তো বুঝতেই তো পারছো!বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সুনাম রয়েছে প্রায় সারাবিশ্বজুড়ে।দেশে বর্তমানে প্রায় ১২০০ গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে।আছে অসংখ্য বায়িং হাউজ,বুটিক হাউজ,টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং ফ্যাশন ডিজাইন হাউজ।এসব প্রতিষ্ঠানে রয়েছে ফ্যাশন ডিজাইনারদের জন্য চাকরির সুযোগ।আরেকটি মজার বিষয় হলো অন্যান্য ফ্যাশন ইন্সটিটিউট থেকে পাশ করা ডিজাইনারদের থেকেও কিন্তু তুমি শত গুণ এগিয়ে। কারণ কী জানো? কারণ একজন টেক্সটাইল ফ্যাশন ডিজাইনার প্র্যাক্টিকালি জানেন কোন কাপড়ে কেমন ডিজাইন দেয়া উচিত,কোন ডিজাইন দেয়া সাশ্রয়ী হবে এটা তিনি জানেন। তাই একজন সাধারণ ফ্যাশন ডিজাইনার শুধুমাত্র তার প্র্যাক্টিকাল নলেজের অভাবে তোমার সাথে প্রতিযোগিতায় পারবে না।তো ফ্যাশন ডিজাইনার হিসেবে তোমার দর চাকরির বাজারে এক ধাপ বেড়ে গেল, তাই না?😜

-স্কলারশিপের সুযোগ আছে কিনা?🙁
উত্তর:যদি এক কথায় বলি তাহলে বলবো যে আমাদের ডিপার্টমেন্টে স্কলারশিপের সুযোগ সবচেয়ে বেশি🤫!এর কারন হলো আমরা যদি ইউরোপ-আমেরিকার কথা চিন্তা করি তাহলে দেখবো যে সেখানকার ৮০% ইউনিভার্সিটিতেই এই ডিপার্টমেন্টটা রয়েছে।আচ্ছা ধরো তুমি টিএফডি সাব্জেক্ট নিয়ে বিএসসি শেষ করলে আর বুটেক্স তোমাকে কোনো রকম এক্সট্রা রিকুয়ারমেন্ট, পরীক্ষা ছাড়াই চায়না বা জার্মানিতে এমএসসি করতে নিয়ে গেল?তাহলে কেমন হয়!হ্যা, স্বপ্ন না এটা সত্যি। ইতোমধ্যেই চায়নার একটি ইউনিভার্সিটি বুটেক্সের শুধুমাত্র টিএফডি থেকে বিএসসি পাশ করা ছাত্র-ছাত্রিদের চায়না থেকে এমএসসি করার জন্য দিচ্ছে অনন্য সুযোগ। তাছাড়া জার্মানি থেকেও এমএসসি করার সুযোগ নিয়ে কথা হচ্ছে!😇

-এই ডিপার্টমেন্টে কি কি কোর্স করানো হয়?
উত্তর:প্রথম বর্ষে তুমি HSC রিলেটেড সাবজেক্টই বেশি দেখতে পাবা।দুই-একটা ডিপার্টমেন্টাল সাবজেক্টও থাকবে।তো প্রধানত যে যে কোর্সগুলো করানো হবে সেগুলো হলো:
-Physics
-Chemistry
-Mathematics
-Polymer Science Engineering
-Computer Programming
-Basic Fashion Studies
-Natural Textile Fibers
-Fashion History
-Business & communicative English
-EEE
-Wet processing
-Yarn Manufacturing
-Fabric Structures d Design
-Creative Design Analysis
-Textile Physics
-CAD
-Product Development
-Fashion Brand Analysis
-Fashion Draping
etc......
-Last but not the least, আমাদের TFD ডিপার্টমেন্টটা অনেক রঙিন, অনেক ক্রিয়েটিভ।❤️ ছবি আঁকা না জানলেও দেখা যাবে শুধু ক্রিয়েটিভ আইডিয়া শো করেই তুমি এগিয়ে যাচ্ছো। এমন অনেকেই আঁকতে জানে না অথচ এই ডিপার্টমেন্টে আসার পর আঁকাআঁকির প্রতি একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে,আঁকছেও ভালো!এছাড়াও ডিপার্টমেন্টের টিচাররা,বড় ভাইয়া-আপুরা খুবই আন্তরিক।এখানে কিছুদিন পরপরই বড় ভাইয়া-আপুরা ফ্যাশনইনোভেশন,ড্রেসইনোভেশনের মতো বড় বড় ইভেন্টের আয়োজন করে যা অত্যন্ত আকর্ষনীয়!😍

-we design new dreams by designing new clothes.
There is a saying that "Allah makes man,we (Fashion Designers) make the gentlemen while designing their clothes!
This is textile which represents Bangladesh as a brand in worldwide and through it we can say proudly "MADE IN BANGLADESH".❤

-তো অনেক কথাই তো বলে ফেললাম!কিন্তু দিনশেষে সাবজেক্ট চয়েজ কিন্তু সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত কারণ জীবনটা তোমার। যা লিখলাম এটা শুধু তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়ক বস্তু মাত্র।
যেটাই সিদ্ধান্ত নেও, চলার পথে তা ধরে যাতে এগিয়ে যেতে পারো তার শুভকামনা রইলো।❤
                                  -Tasphia Authoi
                                  -Tanvir Ahamed Fahad
                                  -Textile Fashion & Design
                                   -Batch-44

২টি মন্তব্য:

Unknown বলেছেন...

আমি HSC পাশ করেছি কিন্তু আমার চতুর্থ বিষয় কৃষি শিক্ষা আমি কি টেক্সটাইল ইন্জিনিয়ারিং পড়তে পারব।

Unknown বলেছেন...

আমি HSC পাশ করেছি কিন্তু আমার চতুর্থ বিষয় কৃষিশিক্ষা আমি কি টেক্সটাইল ইন্জিনিয়ারিংপড়তে পাড়ব।