প্লাস্টিক PET বোতল রিসাইকেলের কিছু তথ্যঃ
✅ 10 প্লাস্টিক বোতল = 1পাউন্ড পলিয়েস্টার ফাইবার
✅ 1 টন (2000) প্লাস্টিক বোতল পুনর্ব্যবহার করলে তা 3.8 ব্যারেল পরিমান তেল কে সেইভ করে
✅ পুনর্ব্যবহৃত 1 মিলিয়ন প্লাস্টিক বোতল 250 ব্যারেল তেল সংরক্ষণ করে
✅ পুনর্ব্যবহৃত 1 মিলিয়ন প্লাস্টিক বোতল বায়ুমন্ডলে মুক্তি থেকে 180 মিলিয়ন টন CO2 নির্গমন পরিহার করে।
✅ মার্কিনরা তাদের তেলের প্রায় 10% (প্রতিদিন 2 মিলিয়ন ব্যারেল) ব্যবহার করে এই বোতল উৎপাদনের পেছনে।
✅ রিসাইকেল প্লাস্টিকের বোতল নতুন তুলনায় 8 গুণ কম শক্তি উৎপন্ন করে
✅ পুনর্ব্যবহৃত প্লাস্টিকের বোতল থেকে তৈরি 150 টি ফ্লিচ ফেব্রিক তৈরি করা হলে 1 ব্যারেল তেল সংরক্ষণ করে।
✅ পুনর্ব্যবহৃত প্লাস্টিকের বোতল থেকে তৈরি 500 টি-শার্ট তেলের 1 ব্যারেল সংরক্ষণ করে
✅ রিসাইকেল করা প্লাস্টিকের বোতল থেকে তৈরি 50 ব্যাক প্যাকগুলি প্রায় 1 ব্যারেল তেল সেইভ করে ।
✅ প্রতি বছর আমেরিকানরা যে পপরিমান প্লাস্টিকের বোতল ব্যাবহার করে 47 মিলিয়ন ব্যারেল তেল লাগে এবং ম্যানুফেকচার করতে 1.0 বিলিয়ন পাউন্ডের CO2 বায়ুমন্ডলে চলে যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন