ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) জরিপ অনুযায়ী, বিশ্বের সেরা দশটি গ্রিন ফ্যাক্টরির মধ্যে বাংলাদেশের সাতটি কারখানা স্থান পেয়েছে। সেরা দশের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া বাংলাদেশের সাত তৈরি পোশাক কারখানা হচ্ছে-
১. এনভয় টেক্সটাইল,
২. রেমি হোল্ডিংস,
৩. প্লামি ফ্যাশনস,
৪. ভিনটেজ ডেনিম স্টুডিও,
৫. এসকিউ সেলসিয়াস,
৬. জেনেসিস ফ্যাশনস
৭. জেনেসিস ওয়াশিং,
৮. এসকিউ কোলবেন্স
৯. এসকিউ বিরিকিনা
বিজিএমইএ থেকে পাওয়া সবুজ কারখানার তালিকায় রয়েছে-
১. কলাম্বিয়া ওয়াশিং প্ল্যান্ট
২. সুতি টেক্সটাইল বিডি
৩.ব্যাবিলন প্রোডাকশন
৪. দীপ্ত অ্যাপারেলস
৫. ওসমান ইন্টারলিংস
৬. ভিন্টেজ ডেনিম অ্যাপারেলস
৭. ইকো ফ্যাব
৮. গ্রিন টেক্সটাইল
৯. তসরিফা ইন্ডাস্ট্রিজ
১০. রিজেন্সি গার্মেন্টস
১১. একেএইচ ইকো অ্যাপারেলস
১২. এসকিউ চেলসিয়াস
১৩. ইপিলিয়ন স্টাইল,
১৪. ভালটেক্স ইন্টারন্যাশনাল বিডি
১৫. ইকো কৌসার,
১৬. অনন্ত অ্যাপারেলস,
১৭. কেনপার্ক-২,
১৮.কেনপার্ক-৩,
১৯.কেনপার্ক-৪,
২০.কেনপার্ক-৫,
২১. হেলা ক্লথিং বাংলাদেশ,
২২. ভারটেক্স ওয়্যার,
২৩. এনভয় টেক্সটাইল স্পিনিং,
২৪. মেঘনা ইন্টিম্যাটস
২৫. সামস স্টাইলিং ওয়্যার,
২৬. অবনি নিটওয়্যার,
২৭. ব্যাবিলন শার্ট ফ্যাক্টরি,
২৮. ক্যাজুয়াল ওয়্যার প্রোডাকশন,
২৯.সিভিল ইঞ্জিনিয়ার ওভেন,
৩০. অবনি ফ্যাশন,
৩১. ভিজুয়াল ইকো স্টাইলওয়্যার,
৩২.এম অ্যান্ড ইউ ফ্যাশন,
৩৩. জিওবানা ডেনিম,
৩৪.বার্ডস এ অ্যান্ড জেড,
৩৫. অ্যালফাবেট ফ্যাশন,
৩৬.আগামী অ্যাপারেলস,
৩৭. ফকির গার্মেন্টস,
৩৮. আরএস কম্পোজিট,
৩৯.পানউইন ডিজাইনস,
৪০. টোপাজ ড্রেজ,
৪১. রিজেন্সি গার্মেন্টস,
৪২. ইপিআইসি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি,
৪৩. পিয়ার্স গার্মেন্টস কোম্পানি,
৪৪. কসমোপলিটান ইন্ডাস্ট্রিজ,
৪৫. ইউনিভোগ গার্মেন্টস কোম্পানি,
৪৬.সায়হাম নিট কম্পোজিট,
৪৭. মিউচুয়াল অ্যাপারেলস,
৪৮. প্রোগ্রেস অ্যাপারেলস বাংলাদেশ,
৪৯. নাওমি সোয়েটারস,
৫০.তানিমা নিট কম্পোজিট,
৫১. প্রাইম প্লাটিনাম ফ্যাশন,
৫২.গ্রিন টেক্সটাইল,
৫৩. ইএসকেই ক্লথিং,
৫৪. হামজা ক্লথিং,
৫৫. সাউথ স্কয়ার,
৫৬.ইকোটেক্স,
৫৭.ভায়োলেট ফ্যাশন,
৫৮.ভিবগোয়ার নিট কম্পোজিট,
৫৯.কনসেপ্ট নিটিং,
৬০. ব্র্যান্ড অ্যাপারেলস,
৬১. কমফিট রেইনবো ডাইন অ্যান্ড ফ্যাশন,
৬২কমফিট গোল্ডেন,
৬৩কমফিট গ্রিন সেন্টার,
৬৪.ফিল অ্যাপারেলস,
৬৫. অ্যাপারেলস প্লাস,
৬৬. ইউনিটেক্স কম্পোজিট মিলস,
৬৭. আর্কাই নিট ডাইং মিলস,
৬৮.আলিজা ফ্যাশন
৬৯.ফ্যাশন ট্রাউজারস,
৭০. রুমানা ফ্যাশন,
৭১. গ্ল্যামার ড্রেস,
৭২.সান্টা নিট ফ্যাশন,
৭৩.মাস ফেব্রিক্স,
৭৪. জিন্নাত নিটওয়্যার,
৭৫এজি ড্রেস,
৭৬. বারসন ফ্যাশন,
৭৭. এস-সিক্স ফ্যাশন,
৭৮. ইপিলিয়ন ফ্যাশন,
৭৯. ইন্টারন্যাশনাল ক্ল্যাসিক,
৮০. নিউলাইন সোয়েটারস,
৮১. মেনহাজ স্টাইল,
৮২. উইরো ডেনিম অ্যান্ড ওয়াশিং,
৮৩.জেনারেশন নেক্সট ফ্যাশন,
৮৪. রাইজিং ফ্যাশন এক্সেসরিস,
৮৫. এনডিএইচ ডাইং ফ্যাক্টরি,
৮৬.মেগা সোয়েটার কম্পোজিট,
৮৭. পুরুডেন্ট ফ্যাশন,
৮৮. আম্বার ওয়াশ,
৮৯. উইনটেক্স গার্মেন্টস,
৯০.রিফাত ফ্যাশন,
৯১. আমান গ্রাফিকস ইকো স্টুডিও,
৯২. হামিম ডেনিম,
৯৩.এমএইচ নিট,
৯৪.এমএইচ স্পোর্টস ওয়্যার,
৯৫. কেডিএস ফ্যাশন,
৯৬.আজমাট অ্যাপারেল,
৯৭.রাসেল গার্মেন্টস,
৯৮.টেক্সপ্রো ইকো অ্যাপারেল,
৯৯. ডেকো গার্মেন্ট,
১০০. ইক্সিকিউটিভ গ্রিনটেক্স,
১০১. সিএ নিটওয়্যার,
১০২. ওয়াকফি নিট ফেব্রিক্স,
১০৩. ইসলাম ইকো গার্মেন্ট,
১০৪. নিও জিপার কোম্পানি,
১০৫. পিমকি অ্যাপারেল,
১০৬.ইস্ট-ওয়েস্ট ইন্ডাস্ট্রিজ,
১০৭. সাইনেস্ট এক্সপোর্ট ভিলেজ,
১০৮. পিনাকি ইকো অ্যাপারেল,
১০৯. মাহিন এক্সেসরিস,
১১০. সিমবা ফ্যাশন,
১১১.নাসা হাইটেক স্টাইল,
১১২. নাবা নিট কম্পোজিট,
১১৩. ট্রাস্ট নিটওয়্যার,
১১৪. সান ফ্যাশন ওয়্যার,
১১৫. আলয়না ফ্যাশন,
১১৬.অ্যাপারেল মেকারস,
১১৭. ডেভা,
১১৮. ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং,
১১৯. কিউট ড্রেস,
১২০. অ্যাপারেল ২১,
১২১. বারাকা অ্যাপারেল,
১২২. তাহের অ্যাপারেল,
১২৩. বারিধি গার্মেন্টস,
১২৪. মেঘনা ডেনিমস,
১২৫. ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ,
১২৬. কাজীপুর ফ্যাশন,
১২৭. অ্যাডামস স্টাইল,
১২৮. মাহমুদ ফ্যাশন,
১২৯.রিয়ালাইন্স ড্রেস,
১৩০. রহমত ফ্যাশন,
১৩১. অরুনিমা নিটওয়্যার,
১৩২. ইব্রাহিম টেক্সটাইল,
১৩৩. নিট হেভেন,
১৩৪. টিমটেক্স ইকো অ্যাপারেল,
১৩৫. এবিসি নিটওয়্যার,
১৩৬.নিট জোন মুড,
১৩৭.এবিসি ফ্যাশন,
১৩৮. ফাতুল্লা অ্যাপারেল,
১৩৯. ব্লু প্লানেট ফ্যাশন ওয়্যার,
১৪০. কানিজ ফ্যাশন,
১৪১. সাবলিন গ্রিনটেক্স,
১৪২. অল ওয়েদার ফ্যাশন,
১৪৩. সাউদার্ন গার্মেন্টস,
১৪৪. পিএন কম্পোজিট
১৪৫. লাইলা স্টাইল,
১৪৬. কেআরসি কম্পোজিট টেক্সটাইল,
১৪৭. জেএফকে ফ্যাশন,
১৪৮. মিথিলা ডাইং,
১৪৯. কোর্নি অ্যাপারেল,
১৫০. আমির শার্ট,
১৫১. ম্যাক্সকোন ইন্টারন্যাশনাল বিডি.
১৫৩. ফ্রেন্ডস নিটিংস,
১৫৪. লিরিক্সস ইন্ডাস্ট্রিজ,
১৫৫. নিট এশিয়া,
১৫৬. বিসমিল্লাহ আরএমজি প্রোজেক্ট,
১৫৭. এনএইচটি ফ্যাশন,
১৫৮. অ্যাসপেয়ার গার্মেন্টস,
১৫৯. ডিভাইন গার্মেন্টস,
১৬০. রেনেসাস বেরিন্ড,
১৬১. আয়েশা ক্লথিং,
১৬২. প্রেটি সোয়েটারস,
১৬৩. আরগন জিন্স,
১৬৪. কুন টং অ্যাপারেলস,
১৬৫. প্রাইড ক্লথিং,
১৬৬. ব্র্যান্ডডিক্স বাংলাদেশ গ্রিন প্রজেক্ট,
১৬৭. যাই যাই মিলস বিডি,
১৬৮. সি ব্লু টেক্সটাইল
১৬৯. সি টেক্স লিমিটেড
। এসবের মাঝে কোনো কোনো গ্রুপের ৪-৫টি কারখানা সবুজ হওয়ার অপেক্ষায় রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন