Some problem solver chemicals of Dyeing:
১. Acid Reduction Cleaning Powder (K200) :
এটা ইউজ করা হয় পালিস্টার ফাইবারের বা সিভিসির এর পলিস্টার পার্ট রিডাকশন ক্লিনিং এর জন্য রেগুলার রিডাকশনের জন্য,আমাদের দুই বাথ লাগে একটা রিডাকশন অপর টা নিউট্রালাইজ করার জন্য, এটা যদি এশিড রিডাকশন করা হয় তবে ওক বাথেই কাজ হয়ে যাবে , এতে ফেব্রিকে ব্লাস্টিং স্ট্রেন্থ ভালো থাকবে ওয়েট লস কম হয়,এই ক্যামিকেলে GSM কমে না । এটা একটা টাইম সেইভিং ক্যামিকেল ডাবল পার্ট ডাইং এর ক্ষত্রে ।
এটা ইউজ করা হয় পালিস্টার ফাইবারের বা সিভিসির এর পলিস্টার পার্ট রিডাকশন ক্লিনিং এর জন্য রেগুলার রিডাকশনের জন্য,আমাদের দুই বাথ লাগে একটা রিডাকশন অপর টা নিউট্রালাইজ করার জন্য, এটা যদি এশিড রিডাকশন করা হয় তবে ওক বাথেই কাজ হয়ে যাবে , এতে ফেব্রিকে ব্লাস্টিং স্ট্রেন্থ ভালো থাকবে ওয়েট লস কম হয়,এই ক্যামিকেলে GSM কমে না । এটা একটা টাইম সেইভিং ক্যামিকেল ডাবল পার্ট ডাইং এর ক্ষত্রে ।
২. Shade deepening agent (silicon oil HT 200):
যদি সেড লাইট হয় তবে এর সেডের ডেপথ ২০%-৩০% ডিপ করা লাগে কোন প্রকার রিডাইং টপিং ছাড়াই , এতে কোনপ্রকার ডাই ছাড়াই ডিপ করা সম্ভব । এটা সিলিকন ওয়েল টাইপের ক্যামিকেল। সেডের টোন ঠিক থাকলে লাইট হলে এটা টপিং করে নস্ট না করে এই সিলিকন ওয়েল দিয়ে ডিপ করে দিন । ওভেন এর ক্ষত্রে সেড লাইট হলে আমরা টপিং করি এতে স্পট আসার চান্স থাকে ওটা না করে সেড ডিপেনিং এজেন্ট ইউজ করা যায় ।
৩. Fluoride free Water repellent or Water proofing agent ( HT 9001):
ফ্লোরাইড ফ্রি ওয়াটার রেপিলেন্ট এজেন্ট এটা যে কোন ন্যাচারাল সিনঠেটিক ফাইবারের ক্ষত্রে ইউজ করা যায় যেমন কটন, পলিস্টার, নাইলন, ব্লেন্ড ইয়ার্ন এবং ফেব্রিক এটা যদি হোয়াইট ইয়ার্নে ইউজ করা হয় তবে পরবর্তিতে এনজাইম ওয়াস ইয়ার্ন ডাইং গার্মেন্টস ওয়াসের পর কালার হোয়াইট পার্টে স্টেইন করবে না। প্রায় প্রায় এই সমস্যা শোনা যায় ইয়ার্ন ডাইং কালার ব্লিড করে হোয়াইট পার্টে স্টেইন করে । এই কমন সমস্যার এটা সলিউশন হতে পারে।
৪. Oligomer Inhibitor ( HT-DF815):
অলিগোমার ইনিহেবিটর - পলিস্টার ইয়ার্নে এক প্রকার ওয়েল থাকে যেটা ফাইবার সারফেসে অলিগোমার তৈরী করে যেটা শেড আনইভেন ডাইং পিকয়াপে সমস্যা তৈরী করে । অলিগোমার ইনহেবিটর পলিস্টারে অলিগোমার তৈরীতে বাধা দেয়। ডাইজ পিক আপ অলিগোমার এর কারনে কমে যায় । অলিগোমার ইনহেবিটর ইউজ করলে ভালো করে মেশিন ক্লিন করে নিতে হয় অয়েল ফ্রি করার জন্য এতে ফেব্রিকে ওয়েল স্পট আর ডাইজ পিকয়াপে প্রবলেম হবে না ।
অলিগোমার ইনিহেবিটর - পলিস্টার ইয়ার্নে এক প্রকার ওয়েল থাকে যেটা ফাইবার সারফেসে অলিগোমার তৈরী করে যেটা শেড আনইভেন ডাইং পিকয়াপে সমস্যা তৈরী করে । অলিগোমার ইনহেবিটর পলিস্টারে অলিগোমার তৈরীতে বাধা দেয়। ডাইজ পিক আপ অলিগোমার এর কারনে কমে যায় । অলিগোমার ইনহেবিটর ইউজ করলে ভালো করে মেশিন ক্লিন করে নিতে হয় অয়েল ফ্রি করার জন্য এতে ফেব্রিকে ওয়েল স্পট আর ডাইজ পিকয়াপে প্রবলেম হবে না ।
অনেক তেল অলিগোমেরিক, যেমন তরল প্যারাফিন । প্লাস্টিকাইজারগুলি হল পিভিসির মতো থার্মোপ্লাস্টিকগুলিকে নরম করতে ব্যাপকভাবে ব্যবহৃত অলিগোমেরিক এস্টার । এগুলি একত্রে সংযুক্ত করে বা অপরিশোধিত তেলের উচ্চতর ভগ্নাংশ থেকে পৃথক করে মনোমার থেকে তৈরি করা যেতে পারে।
৫. Polyester Dye Fixing agent HT-KZ:
এটা পলিস্টারের কালার ফাস্টনেস বাড়ায় এটা অনেকটা রিয়েক্টিভ ফিক্সিং এজেন্টের মতো । এটা কালার চেইঞ্জ হয়ে ইয়ো হওয়া রোধ করে টা সাবলিমিশন ফাস্টনেস বাড়ায় । পলিস্টারের এ নন সুইটেবল সফেনার ইউজ না করাতে এই সকস্যা দেখা দিতে পারে এই কারনে উচিৎ পলিস্টারের জন্য সুইটেবল সফেনার ইউজ করা ।
৬. Stiffen Increasing agent ( HT-8204):
Stiffen এর কথা শুনে বুঝতে পেরেছেন যেন এই এজেন্টের কাজ হবে হার্ড করা, ফেব্রিক স্টিফ হলেকিছু সুবিধা পাওয়া যাবে তা হলো ডাইমেনশনাল স্টেবিলি টি কন্ট্রোল লুজ ফেব্রিকের জন্য, কলার রিভের জন্য । ফেব্রিকের জিএসএম স্রিংকেজ কন্ট্রোল করে ।
৭. জিএসএম ইনক্রিজিং এজেন্ট কটনঃ (8114B)
এই এজেন্ট ফেব্রিকের জিএসএম ব্লাস্টিং স্ট্রেন্থ স্রিংকেজ কোন্ট্রোল করে। এটাস্ট্রেন্থ আর ডাইমেনশনাল স্টেবিলিটি ( স্রিংকেজ কন্ট্রোল ) বাড়ায়।
৮. জিএসএম ইনক্রিজিং এজেন্ট ম্যান মেইড ফাইবারঃ(8114 powder)
এই এজেন্ট ফেব্রিকের জিএসএম ব্লাস্টিং স্ট্রেন্থ স্রিংকেজ কোন্ট্রোল করে পলিস্টার নাইলন ভিসকোস এবং অন্য আরো যতো ম্যান মেইড ফাইবার আছে তাদের ক্ষ্যলত্রে সামান ভাবে এপ্লিকেবল। এটা তে স্ট্রেন্থ আর ডাইমেনশনাল স্টেবিলিটি ( স্রিংকেজ কন্ট্রোল ) বাড়ায়।
৯. Light Fastness increasing agent ( HT-RL):
এটা এন্টি আল্ট্রাভায়োলেট ফিনিশিং এজেন্ট ডাইং এবং প্রিন্ট ফেব্রিকের জন্য এটা লাইট ফাস্টনেস বাড়ায় সলিড এবং প্রিন্ট সাথে প্রাসপিরিশন ফাস্টনেস বাড়ায় । এটা ডিরেক্ট, ডিস্পার্স, রিয়েক্টিভ, এসিড । এটা কটন পলিস্টার নাইলন উলে ইউজ করা যায় । এটা অন্য ফাস্টনেস প্রোপার্টি গুলিও ইমপ্রুভ করে। লাইট ফাস্টনেস এর জন্য বায়ার ক্লেইম হলে এই ক্যামিকেল ইউজ করতে পারেন ।
১০. Uvioresistant Agent ( HT-100):
এটা কটন পলিস্টার নাইলন উলে ইউজ করা যায় এটা অন্য ফাস্টনেস ও বাড়ায় । এটা লং লাস্টিং UV প্রোটেকশন দেয় । বায়ার রিকমেন্ডেশন থাকলে এই ক্যামিকেল ইউজ করতে পারেন।
১১. Turquoise Blue Fastness increasing Fixing agent ( HT-016):
নরমালি টার্কিশ ব্লু এর ফাস্টনেস অন্য ডাইজ গুলি থেকে আলাদা এবং এটা খারাপ এটা ফিক্সিং করে বাড়ানো যায় । এবং এতে অন্য ফাস্টনেস ও বারে । এটা অন্য সেডের জন্য ইউজ করা যায় । তবে এটা রাবিং সোপিং প্রাসপইরেশন ফাস্টনেস বাড়ায় । টার্কিশ ডাইজের মলিকিউল বড় তাই এর জন্য আলাদা ফিক্সিং এজেন্ট ইউজ করা লাগে।
১২. Hydrophilic Fixing agent for Reactive Dyesing ( QG):
হাইড্রো ফিলিক ফিক্সিং এজেন্ট মুলত ক্লোরিন ফাস্টনেস বাড়ায় যাতে পানির ক্লোরিনের কারনে ডি কালারাইজেশন হতে না পারে। এটা দিয়ে প্রিন্ট ফেব্রিক ও ফিক্সিং করা যায় । আর এটা দিয়ে ফিক্স করে প্রিন্ট করা যাবে এবজরবেন্সি চেইঞ্জ হবে না বা নস্ট হবে না । এটা ওয়াস, রাবিং, সোয়েট ফাস্টনেস বাড়ায় ।
১৩. Lycra oil removing oil ( HT 251):
লাইক্রা অয়েল এক প্রকার সিলিকন ওয়েল এটা নরমাল ওয়েল রিমুভার দিয়ে রিমুভ করা সম্ভব না। যার কারনে লাইক্রা ওয়ে ডাইং এর সময় সমস্যা তৈরী করে । সেড আন ইভেনের পাশাপাশি ডাইজের পিকয়াপে সমস্যা হয়। এই কারনে স্পেশাল লাইক্রা ওয়েল রিমুভার ইউজ করা হয়, নরমাল ডিটারজেন্ট কাস্টিকের রিয়েকশনে এই ওয়েল দূর হয় না । বিশেষ করে ফুল ফিডার লাইক্রা হাফ ফিডার লাইক্রা গুলিতে লাইক্রার পরিমান বেশি এতে ওয়েলের পরিমাণ বেশি হয় তাই ডাইং এর পুর্বে এই ওয়েল রিমুভার দিয়ে ওয়েল রিমুভ করা হয় ।
লাইক্রা অয়েল এক প্রকার সিলিকন ওয়েল এটা নরমাল ওয়েল রিমুভার দিয়ে রিমুভ করা সম্ভব না। যার কারনে লাইক্রা ওয়ে ডাইং এর সময় সমস্যা তৈরী করে । সেড আন ইভেনের পাশাপাশি ডাইজের পিকয়াপে সমস্যা হয়। এই কারনে স্পেশাল লাইক্রা ওয়েল রিমুভার ইউজ করা হয়, নরমাল ডিটারজেন্ট কাস্টিকের রিয়েকশনে এই ওয়েল দূর হয় না । বিশেষ করে ফুল ফিডার লাইক্রা হাফ ফিডার লাইক্রা গুলিতে লাইক্রার পরিমান বেশি এতে ওয়েলের পরিমাণ বেশি হয় তাই ডাইং এর পুর্বে এই ওয়েল রিমুভার দিয়ে ওয়েল রিমুভ করা হয় ।
১৪. Brusting strength increasing agent A.B ( Fiber protection Agent HT-21A):
এই এজেন্ট ফেব্রিকের ব্লাস্টিং স্ট্রেন্থ বাড়ায়, এটা ফেব্রিক ইয়ার্নে ইউজ করা যায়। ব্লাস্টিং ফেইল করলে আমরা কম্পেক্টিং করি এটা করে তেমন সুবিধা হয় না অনেক সমিয় হার্ড করি এতে হেন্ডফিল এর সমস্যা হয় তাই হেন্ড ফিল চেইঞ্জ না করে ব্লাস্ট স্ট্রেন্থ বাড়ায়।
এই এজেন্ট ফেব্রিকের ব্লাস্টিং স্ট্রেন্থ বাড়ায়, এটা ফেব্রিক ইয়ার্নে ইউজ করা যায়। ব্লাস্টিং ফেইল করলে আমরা কম্পেক্টিং করি এটা করে তেমন সুবিধা হয় না অনেক সমিয় হার্ড করি এতে হেন্ডফিল এর সমস্যা হয় তাই হেন্ড ফিল চেইঞ্জ না করে ব্লাস্ট স্ট্রেন্থ বাড়ায়।
১৫. Silicon Spot Stripping agent ( E or BG50):
ফেব্রিক ফিনিশিং এর পর সিলিকন স্পট পড়লে তাকে রিমুভ করা অনেক কস্ট সাধ্য এর জন্য ফেব্রিক স্ট্রিপ করা লাগে । সিলিকন স্ট্রিপ এজেন্ট দিয়ে এটা সহজে রিমুভ করা যায় । এতে প্রসেস এবং টাইম দুটাই বাচে।
১৬৷ Redyeing Agent ( HT-819):
রিডাইং এজেন্ট এর কাজ হচ্ছে মুলত ফেব্রি ইয়ার্নকে ফিক্সিং এজেন্ট, সফেনার, সিলিকন সফেনার, ওয়াটার প্রুফিং এজেন্ট এজেন্ট দূর না করে ডাইং করা যাবে। সফেনার ফিক্সার থাকলে তাকে আবার এসিড ওয়াস করা লাগে ফিক্সিং রিমুভ করা লাগে এতে অনেক টাইম অপচয় হয় যার সলিউশন রিডাইং এজেন্ট ।
রিডাইং এজেন্ট এর কাজ হচ্ছে মুলত ফেব্রি ইয়ার্নকে ফিক্সিং এজেন্ট, সফেনার, সিলিকন সফেনার, ওয়াটার প্রুফিং এজেন্ট এজেন্ট দূর না করে ডাইং করা যাবে। সফেনার ফিক্সার থাকলে তাকে আবার এসিড ওয়াস করা লাগে ফিক্সিং রিমুভ করা লাগে এতে অনেক টাইম অপচয় হয় যার সলিউশন রিডাইং এজেন্ট ।
১৭. Scouring Enzyme HT-DJ:
বর্তমানে কনভেনশনাল স্কাওয়ারিং এর পরিবর্তে এখন প্রিট্রিটমেন্টের জন্য কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস এটা ফেব্রিক এর ওয়েট লস কমায় ৩% এর মতো আর ফেব্রিক ইয়ার্নের স্ট্রেন্থ থাকে অনেক ভালো থাকে। নীট ফেব্রিকের জন্য এটা ভালো অপশন হতে পারে।
বর্তমানে কনভেনশনাল স্কাওয়ারিং এর পরিবর্তে এখন প্রিট্রিটমেন্টের জন্য কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস এটা ফেব্রিক এর ওয়েট লস কমায় ৩% এর মতো আর ফেব্রিক ইয়ার্নের স্ট্রেন্থ থাকে অনেক ভালো থাকে। নীট ফেব্রিকের জন্য এটা ভালো অপশন হতে পারে।
১৮. Low Temperature soaping agent powder( DZ-208 ):
লো টেম্পারেচার সোপিং এজেন্ট দিয়ে ৬০-৭০ ডিগ্রী টেম্পারেচারে ওয়াস করা যায় আর এটা টাইম এনার্জি ফাইবার ডেমেজ কমায়, স্ট্রেন্থ সেইভ করে।
লো টেম্পারেচার সোপিং এজেন্ট দিয়ে ৬০-৭০ ডিগ্রী টেম্পারেচারে ওয়াস করা যায় আর এটা টাইম এনার্জি ফাইবার ডেমেজ কমায়, স্ট্রেন্থ সেইভ করে।
১৯. Acid Releasing agent (HT-2143 ):
এসিড রিলিজিং এজেন্ট বাথের pH স্টেবল রাখে যখন বাথের টেম্পারেচার বাড়ার সাথে বাথের pH বাড়তে থাকে যা ডাইং এর জন্য ক্ষতিকর কর যেমন পলিস্টার নাইলন যা এসিড মিডিয়ায় ডাইং করা হয় । টেম্পারেচার যখন বাড়তে থাকে তখন আস্তে আস্তে pH আস্তে আস্তে কমাতে থাকে ।
২০. Environmental Reduction Cleaning Agent ( HT-WH ):
এই ক্যামিকেলের সুবিধা হচ্ছে এতে রিডাকশন ক্লিনিং এর জন্য হাইড্রোজ আর কাস্টিক লাগবে না শুধু মাত্র এই এজেন্ট + 1.5 gpl Soda Ash যথেষ্ট . এতে সালফার, নো অডর, বেটার ফাস্টনেস, বেটার স্ট্রেন্থ, ইকো ফ্রেন্ডলি।
২১. Wet Rubbing Increasing Agent:
ওয়েট রাবিং 3-4 করা পসিবল রেড এবং ব্লাক সেড সান কালার ফাস্টনেস, ক্লোরিনেটেড ফাস্টনেস, প্রাসপিরেশন ফাস্টনেস লাইট ফাস্টনেস।
২২. HK-2088: প্রিট্রিটমেন্ট এজেন্ট
প্রিট্রিটমেন্ট এজেন্ট এটা একটা ক্যামিকেল দিয়ে প্রিট্রিটমেন্ট করা সম্ভব বিনা কাস্টিক আর পার অক্সাইড দিয়ে। এতে সব সেড ডাইং করা সম্ভব। যখন হোয়াইট সেড ডাইং করা হবে তখন একটু পার অক্সাইড লাগবে। এন্টি ক্রিজ আর এই ক্যামিকেল দিয়ে প্রিট্রিটমেন্ট করা সম্ভব ফেব্রি ইয়ার্ন এর স্ট্রেন্থ অনেক হাই থাকে প্রসেস লস ২-৩%
২৩. Lycra Elasticity protective agent ( HK-299):
লাইক্রা প্রটেক্টিভ এজেন্ট যখন স্কাওয়ারিং, ডাইং হিট সেটিং ডিসাইজিং করা হয় লাইক্রা ডেনিম।
২৪. Antiback staining agent for Cotton & Polyester (HK-302):
এন্টি ব্যাক স্টেইনিং এজেন্ট ইউজ করলে ইয়ার্ন ডাইড চেক বা স্ট্রাইপ ফেব্রিকের এনজাইম ওয়াস করলে হাই টেম্পারেচার কালার ব্লিড করে হোয়াইট পার্টে স্টেইন করে না । প্রিন্ট ফেব্রিকের ক্ষত্রেও এটার হয়াইট পার্টে কালার ব্লিড করে না । । । যদি ব্লিড করে তবে এই ক্যামিক্রল দিয়ে তা দূর করা যায় ।
২৫. Environment protection Organic Green Acid HK-3011):
গ্রীন এসিড সাল্ফিউরিক এসিডের মতো ইনঅরগানিক এসিড না, এর বাফার একশন আছে এটা এসিটিক এসিডের মতো ভোলাটাইল না যে উড়ে যায় । এটা সোডিয়াম এসিটেট এর মতো কোন সলট তৈরী করে না যেটা ওয়াটার ইনসলিউবল । তাই ডিপ সেডে কোন প্রকার ওয়াটার মার্ক হয় না, এটা ফাইবারর ইন সাইড আউট সাইডে ইভেনলি নিউট্রাল করে । এটা হাই টেম্পারেচার এ স্টেবল।
২৬. Blue Magic ( Blue Bleach HK-190):
ব্লু ম্যাজিক এজেন্ট ইউজ করলে Caustic only 0.3 to 0.5 gm/ল হারে ইউজ করলে হয়, এটা দিয়ে স্কাওয়ারিং করলে এর পর হট ওয়াস নিউটরালাইজ করা লাগে না যার ফলে দুটা বাথ সেইভ হয় । যার ফকে টাইম ওয়াটার দুটাই সেইভ হয় । ফেব্রিকের ইউল্যার্নের স্ট্রেন্থ অনেক হাই থাকে এটা কন্টিউয়াস ( ওভেন) নীট উভয়ের জন্য ইউজ করা যায়।
২৭. Low Temperature soaping powder ( HK-2057):
নরমালি সোপিং এজেন্ট হাইটেম্পারেচরে কাজ করে কিন্ত কিছু টাইপের এজেন্ট ৬০-৬৫ ডিগ্রীতে কাজ করে, এর জন্য একটা বা দুটা ওয়াস দিতে হয়। এটার ফাইবার ফেব্রিকের প্রতি কোন এফিনিটি নাই । লাইট সেড এবং প্রিন্ট ফেব্রিকের প্রতি কোন এফিনিটি নাই ।
২৮. High Concentrated Detergent: Dosing 0.3 gm/l,40% Cost saving, storage saving, custome limit saving. Liquid.
২৯. 100% active content Peroxide Stabilizer: Strength 1:8.Dosing 0.05 to 0.1 gm/l.40% Cost saving, storage saving, custom limit saving.Powder.
৩০. 100% active content Sequistering agent: Strength 1:8. Dosing 0.05 to 0.1 gm/l. 40% cost saving,Storage saving, Custom limit saving.Powder.
৩১. 100% Active content Anticreasing Agent: Strength 1:130. 75% cost saving, storage saving, Custom limit saving. Powder.
৩২. 100% Active content Peroxide Killer: Strength 1:8.Dosing 0.05 to 0.1 gm/l. 40% costing save, storage space save, custom limit save. Powder.
৩৩. 100% Active content Reactive Leveling agent: Strength 1:10. Dosing 0.1 gm/l in normal color.0.15 gm/l in critical colors. 40% cost save, Storage space save, custom limit save. Powder.
৩৪. 100% Active content Soaping agent: Strength 1:10.Dosing 0.1 gm/l in normal shade.0.2 gm/l in Deep shade. Powder.
৩৫. High concentrated Reactive Fixing agent: Strength 1:3.Dosing 0.1 to 0.2 gm/l. Liquid.
৩৭. Cationic softener:
Huntsman Sepamine CSN counter softener & other Cationic softener.
Weakly cationic softener for White & Colors. Non Ionic Softener for White.
Weakly cationic softener for White & Colors. Non Ionic Softener for White.
৩৮. High concentrated Hydrophilic Silicon Softener: Strength 1:5. Dosing 5 to 8 gm/l in stenter. এটা ওয়াটার এব্জরবেন্সি এটা ফ্লোর স্পেস বাচায়
৩৯. High concentrated Hydrophobic Silicon softener:
Strength 1:8.Dosing 4 to 6 gm/l in stenter. এটা ওয়াটার রেপিলেন্ট এটা প্রায় ৪০% পর্যন্ত কস্ট সেইভ করে
Strength 1:8.Dosing 4 to 6 gm/l in stenter. এটা ওয়াটার রেপিলেন্ট এটা প্রায় ৪০% পর্যন্ত কস্ট সেইভ করে
৪০. Soda Ash Light Substitute:
1kg Soda substitute= 6 kg soda. Save factory space, Custom limit save,costing save,TDS in drain water will be less. Usable for all colors.
1kg Soda substitute= 6 kg soda. Save factory space, Custom limit save,costing save,TDS in drain water will be less. Usable for all colors.
৪১. Soda Ash Light Substitute:
1 kg Soda substitute= 4kg soda. Save factory space, Custom limit save,costing save,TDS in drain water will be less. Usable for all colors.
1 kg Soda substitute= 4kg soda. Save factory space, Custom limit save,costing save,TDS in drain water will be less. Usable for all colors.
এই টাইপের ক্যামিকেল নিয়ে কারো কোন কোয়েরি থাকলে যোগাযোগ করতে পারেন নিচের ঠিকানায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন