লুই পাস্তর ও রেশম (silk) - Textile Lab | Textile Learning Blog
লুই পাস্তর ও রেশম(silk)



লুই পাস্তর ইনি হলেন একজন ফরাসি রসায়নবিদ ও অনুজীবনবিজ্ঞানী।


যার কারনে সিল্ক নামক ফাইবার এখনো পৃথিবীরর বুকে বিদ্যমান। উনি না থাকলে হয়তো সিল্ক ফাইবার আজ পৃথিবীর বুকে থাকতো না।সিল্ক নিয়ে সামান্য কিছু কথা আগে বলে নিই।

খ্রিষ্ট জন্মের প্রায় ২০০০ বছর আগে চীন দেশে সর্বপ্রথম রেশম সুতা আবিস্কৃত হয়। এরপর প্রায় দুই থেকে আড়াই হাজার বছর পর্যন্ত চীনারা একচেটিয়াভাবে অত্যন্ত গোপনীয়নতার সাথে রেশমী সুতা ও রেশমী কাপড় তৈরি করত। খ্রিষ্টের জন্মের প্রায় সাড়ে পাঁচশত বছর পর দুজন ইউরোপীয় পাদ্রী চুরি করে রেশম উৎপাদনের কৌশল শিখে নেন। এবং ইউরোপে কিছু রেশম পোকার ডিম ও তুঁত গাছের বীজ নিয়ে এসে রেশম চাষ শুরু করেন।বর্তমানে বিশ্বের অনেক দেশ উন্নতমানের রেশম সুতা ও রেশম পোকার চাষ করে।(১)
সেই সময়ে এক মহামারীতে রেশম চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়।

১৮৬৫ সালে ফ্রান্স সরকার পাস্তুরকে ফ্রান্স রেশম শিল্পের সমস্যা সমাধানে আহ্বান জানায়। এক মহামারীতে রেশম পোকার উৎপাদন হ্রাস পেয়েছিল। পাস্তুর দেখেন রেশম পোকার এই সমস্যা বংশগত এবং মায়ের থেকে পরবর্তী প্রজন্মে সংক্রামিত হতে পারে। তিনি প্রস্তাব করেন কেবলমাত্র রোগ মুক্ত গুটি বাছাই করার মাধ্যমেই রেশম শিল্পকে বাঁচানো সম্ভব।(২)

এভাবেই আবারো বাড়তে শুরু করে রেশম চাষ।সব কিছুর মুলেই ছিলেন লুই পাস্তর

তথ্যসুত্রঃ
(১) উইকিপিডিয়া সিল্ক এর ইতিহাস
(২) লুই পাস্তর এর জিবনী
ছবি সংগ্রহঃ গুগল

লুই পাস্তর ও রেশম (silk)

লুই পাস্তর ও রেশম(silk)



লুই পাস্তর ইনি হলেন একজন ফরাসি রসায়নবিদ ও অনুজীবনবিজ্ঞানী।


যার কারনে সিল্ক নামক ফাইবার এখনো পৃথিবীরর বুকে বিদ্যমান। উনি না থাকলে হয়তো সিল্ক ফাইবার আজ পৃথিবীর বুকে থাকতো না।সিল্ক নিয়ে সামান্য কিছু কথা আগে বলে নিই।

খ্রিষ্ট জন্মের প্রায় ২০০০ বছর আগে চীন দেশে সর্বপ্রথম রেশম সুতা আবিস্কৃত হয়। এরপর প্রায় দুই থেকে আড়াই হাজার বছর পর্যন্ত চীনারা একচেটিয়াভাবে অত্যন্ত গোপনীয়নতার সাথে রেশমী সুতা ও রেশমী কাপড় তৈরি করত। খ্রিষ্টের জন্মের প্রায় সাড়ে পাঁচশত বছর পর দুজন ইউরোপীয় পাদ্রী চুরি করে রেশম উৎপাদনের কৌশল শিখে নেন। এবং ইউরোপে কিছু রেশম পোকার ডিম ও তুঁত গাছের বীজ নিয়ে এসে রেশম চাষ শুরু করেন।বর্তমানে বিশ্বের অনেক দেশ উন্নতমানের রেশম সুতা ও রেশম পোকার চাষ করে।(১)
সেই সময়ে এক মহামারীতে রেশম চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়।

১৮৬৫ সালে ফ্রান্স সরকার পাস্তুরকে ফ্রান্স রেশম শিল্পের সমস্যা সমাধানে আহ্বান জানায়। এক মহামারীতে রেশম পোকার উৎপাদন হ্রাস পেয়েছিল। পাস্তুর দেখেন রেশম পোকার এই সমস্যা বংশগত এবং মায়ের থেকে পরবর্তী প্রজন্মে সংক্রামিত হতে পারে। তিনি প্রস্তাব করেন কেবলমাত্র রোগ মুক্ত গুটি বাছাই করার মাধ্যমেই রেশম শিল্পকে বাঁচানো সম্ভব।(২)

এভাবেই আবারো বাড়তে শুরু করে রেশম চাষ।সব কিছুর মুলেই ছিলেন লুই পাস্তর

তথ্যসুত্রঃ
(১) উইকিপিডিয়া সিল্ক এর ইতিহাস
(২) লুই পাস্তর এর জিবনী
ছবি সংগ্রহঃ গুগল

কোন মন্তব্য নেই: