বায়ারের কম্পলেইন পার্ট বাই পার্ট সেডিং লিস্টিং সমস্যা | Fabric Listing Problem - Textile Lab | Textile Learning Blog
আমাদের বায়ারের একটা ক্লেইম ছিলো পার্ট বাই পার্ট লিস্টিং


কেইস স্টাডিঃ

১. প্রথমে তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনার স্যাম্পল কয়টা করে ছিলাম আর কয়টায় পেয়েছিলেন  লিস্টিং  তারা বললেন ৪ টা করিয়েছিলাম একটা তেই এই সমস্যা হয়েছে বাকি গুলিতে হয়নি
আলহামদুলিল্লাহ লিস্টিং গেলে সাধারণত আপনার ৩-৪ টা স্যাম্পল যাই করেন  কালার ডেপথ অনুযায়ী সব গুলিতে যাবার কথা, যেহেতু যায়নি তাই বলা যায় এতে অন্য কোন সমস্যা ছিলো ।

তাদের সাইড বা সাইড কেটে আনা কাপড়ে লিস্টিং টেস্ট করা হলো কিন্ত তাতে কোন প্রকার লিস্টিং ছিলো না ।

এখন যেটা সমস্যা আমরা ডাইং এর লোকজন প্রথমে খেয়াল করি পার্ট বাই পার্ট সেডিং এর ক্ষত্রে সেটা হচ্ছে ফেব্রিকে পিচ বা সুইডিং ইফেক্ট আছে কিনা কিংবা টুইল ইফেক্ট এর কোন ব্যাপার আছে কিনা  ।  যেহেতু কাপড়ের পিচ ইফেক্ট আছে আমাদের প্রথমে ধরে নিতে হবে এই পিচ ডিরেকশন কোনদিকে ।  এখানে দুটার হেন্ডফিলের যথেষ্ট ভেরিয়েশন ছিলো এক । এখন যখন দুটা পার্ট একটা আরেকটার দিকে একটু উলটো করে ধরা হলো দেখা গেলো সেডের ডেপথ সেইম টু সেইম।




এখানে সমস্যা করেছিলো যে কাটিং করেছিলো সে ডিফারেন্ট এলাইনমেন্টের পার্ট এনে সুইং করে দেয় যার হলে লাইটিং এ সেডের ভেরিয়েশন দেখা যায় ।  যার ফলে পার্ট বাই পার্ট সেডিং হয় ।

বায়ারের কম্পলেইন পার্ট বাই পার্ট সেডিং লিস্টিং সমস্যা | Fabric Listing Problem

আমাদের বায়ারের একটা ক্লেইম ছিলো পার্ট বাই পার্ট লিস্টিং


কেইস স্টাডিঃ

১. প্রথমে তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনার স্যাম্পল কয়টা করে ছিলাম আর কয়টায় পেয়েছিলেন  লিস্টিং  তারা বললেন ৪ টা করিয়েছিলাম একটা তেই এই সমস্যা হয়েছে বাকি গুলিতে হয়নি
আলহামদুলিল্লাহ লিস্টিং গেলে সাধারণত আপনার ৩-৪ টা স্যাম্পল যাই করেন  কালার ডেপথ অনুযায়ী সব গুলিতে যাবার কথা, যেহেতু যায়নি তাই বলা যায় এতে অন্য কোন সমস্যা ছিলো ।

তাদের সাইড বা সাইড কেটে আনা কাপড়ে লিস্টিং টেস্ট করা হলো কিন্ত তাতে কোন প্রকার লিস্টিং ছিলো না ।

এখন যেটা সমস্যা আমরা ডাইং এর লোকজন প্রথমে খেয়াল করি পার্ট বাই পার্ট সেডিং এর ক্ষত্রে সেটা হচ্ছে ফেব্রিকে পিচ বা সুইডিং ইফেক্ট আছে কিনা কিংবা টুইল ইফেক্ট এর কোন ব্যাপার আছে কিনা  ।  যেহেতু কাপড়ের পিচ ইফেক্ট আছে আমাদের প্রথমে ধরে নিতে হবে এই পিচ ডিরেকশন কোনদিকে ।  এখানে দুটার হেন্ডফিলের যথেষ্ট ভেরিয়েশন ছিলো এক । এখন যখন দুটা পার্ট একটা আরেকটার দিকে একটু উলটো করে ধরা হলো দেখা গেলো সেডের ডেপথ সেইম টু সেইম।




এখানে সমস্যা করেছিলো যে কাটিং করেছিলো সে ডিফারেন্ট এলাইনমেন্টের পার্ট এনে সুইং করে দেয় যার হলে লাইটিং এ সেডের ভেরিয়েশন দেখা যায় ।  যার ফলে পার্ট বাই পার্ট সেডিং হয় ।

কোন মন্তব্য নেই: