টেক্সটাইলের জব সিকিউরিটি মালিকের বলয় | Textile Job Security - Textile Lab | Textile Learning Blog
জব সিকিউরিটি মালিকের বলয়

কিছু দিন আগের একটা অভিজ্ঞতা হয়েছিল তার আলোকে  কিছু কথা বলি, ফেক্টরিতে বিশেষ করে যারা টপ ম্যানেজমেন্ট এ থাকনে বারাবরি পার্চেস এবং প্রকিউরমেন্ট এর সাথে জড়িত থাকেন ।  আবার  প্রডাকশন ডিপার্টমেন্ট হেড যা জিএম তারা ক্যামিকেল   ডাইজ, ইয়ার্ন সোর্সিং করেন ।
আর এখানে টাকার একটার বিশাল স্কোপ থাকার কারনে সোর্সিং এর দিকে সবাই মনোযোগী হয় ।  কিছু সময়  মালিক এর সাথে ম্যানেজার দের সুসম্পর্ক গড়ে ওঠে যার সুযোগে তারা  হেড অফিসের কন্সার্ন  লোকজন কে বাই পাস করে নিজেরা সোর্সিং করেন ।

একটা সময়  এর ক্ষোভের প্রতিশোধ তোলার অপেক্ষায় থাকে হেড অফিসের লোকজন , আর যারা প্রডাকশন সংশ্লিষ্ট তারা প্রডাকশন এর সমস্যা নিয়ে অনেক সময় তাদের সমস্যা হয় ।
এই সমস্যার সুযোগের অপেক্ষায় থাকেন ওই লোকগুলি তারা এই সুযোগে মালিকের কান বিষিয়ে তোলেন কারন মালিকের কাছের দূরে থাকা লোকের চেয়ে তার কাছে থাকা লোকজনের প্রায়োরিটি অনেক বেশি দেয় ।

বেশিরভাগ প্রডাকশন PM, AGM দের জব যাবার ক্ষত্রে ডাইজ ক্যামিকেল সোর্সিং সংশ্লিষ্ট সমস্যার কারনে জব যায় আর বেশিরভাগ ক্ষত্রে এর পেছনে কল কাঠি নাড়েন এই লোক গুলি ।

টেক্সটাইল জবে একটা কথা বলা হয় আপনি শুধু ফেক্টরির  মালিকের মন খুশি করে জব করতে পারবেন না, জব সিকিউরিটির জন্য  মালিকের বলয়ের লোকজনের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক রাখতে হবে। মালিক আওব সময় তাদের আইডিয়া নেয় ।  সাইডের একটা সাপোর্ট আপনার অনেক বড় বিপদের হাত থেকে বাচাবে আপনাকে ।

আপনি যাই করেন না কেনো যে কোন সকয় তাদের নলেজে দিয়ে করবেন অনুমতির দরকার না হলেও তাদের জানিয়ে করবে সব  তবেই আর ঝামেলা হবে না।


job

টেক্সটাইলের জব সিকিউরিটি মালিকের বলয় | Textile Job Security

জব সিকিউরিটি মালিকের বলয়

কিছু দিন আগের একটা অভিজ্ঞতা হয়েছিল তার আলোকে  কিছু কথা বলি, ফেক্টরিতে বিশেষ করে যারা টপ ম্যানেজমেন্ট এ থাকনে বারাবরি পার্চেস এবং প্রকিউরমেন্ট এর সাথে জড়িত থাকেন ।  আবার  প্রডাকশন ডিপার্টমেন্ট হেড যা জিএম তারা ক্যামিকেল   ডাইজ, ইয়ার্ন সোর্সিং করেন ।
আর এখানে টাকার একটার বিশাল স্কোপ থাকার কারনে সোর্সিং এর দিকে সবাই মনোযোগী হয় ।  কিছু সময়  মালিক এর সাথে ম্যানেজার দের সুসম্পর্ক গড়ে ওঠে যার সুযোগে তারা  হেড অফিসের কন্সার্ন  লোকজন কে বাই পাস করে নিজেরা সোর্সিং করেন ।

একটা সময়  এর ক্ষোভের প্রতিশোধ তোলার অপেক্ষায় থাকে হেড অফিসের লোকজন , আর যারা প্রডাকশন সংশ্লিষ্ট তারা প্রডাকশন এর সমস্যা নিয়ে অনেক সময় তাদের সমস্যা হয় ।
এই সমস্যার সুযোগের অপেক্ষায় থাকেন ওই লোকগুলি তারা এই সুযোগে মালিকের কান বিষিয়ে তোলেন কারন মালিকের কাছের দূরে থাকা লোকের চেয়ে তার কাছে থাকা লোকজনের প্রায়োরিটি অনেক বেশি দেয় ।

বেশিরভাগ প্রডাকশন PM, AGM দের জব যাবার ক্ষত্রে ডাইজ ক্যামিকেল সোর্সিং সংশ্লিষ্ট সমস্যার কারনে জব যায় আর বেশিরভাগ ক্ষত্রে এর পেছনে কল কাঠি নাড়েন এই লোক গুলি ।

টেক্সটাইল জবে একটা কথা বলা হয় আপনি শুধু ফেক্টরির  মালিকের মন খুশি করে জব করতে পারবেন না, জব সিকিউরিটির জন্য  মালিকের বলয়ের লোকজনের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক রাখতে হবে। মালিক আওব সময় তাদের আইডিয়া নেয় ।  সাইডের একটা সাপোর্ট আপনার অনেক বড় বিপদের হাত থেকে বাচাবে আপনাকে ।

আপনি যাই করেন না কেনো যে কোন সকয় তাদের নলেজে দিয়ে করবেন অনুমতির দরকার না হলেও তাদের জানিয়ে করবে সব  তবেই আর ঝামেলা হবে না।


কোন মন্তব্য নেই: