আগের ফেক্টরির যে আপনার কাজের অভিজ্ঞতা পারফরম্যান্স যাচাই
আপনি যখন নতুন ফেক্টরিতে জয়েন করবেন আমাদের দেশী ফেক্টরি গুলিতে আপনাকে সবাই ভালো ভাবে রিসিভ করবে না । এখানে ৫০% কোন মন্তব্য করবে না ৫০% উৎসুক আপনার ব্যাক গ্রাউন্ড যাচাই শুরু করবে । আপনিতো স্যালারি পোস্ট এক্সফেক্টরি নিয়ে যা যা বলেছেন তা সবার কাছে নিউজ চলে আসবে। কিছু লোক এতো সিরিয়াস যে এডমিন থেকে আপনার তথ্য বের করে ফেলবে ।
আপনারা যানেন যে টেক্সটাইল সেক্টর টা খুব ছোট এখানে ঘুরে ফিরে কিছু ফেক্টরিতে সবাই জব করেন , তাই সবার এক্স কলিগ কোন না কোন ফেক্টরিতে থাকবেই । আপনি একটু সিনিয়র কাওকে ফেক্টরির নাম বলবেন তারা আপনাকে বলে দেবে কোন মেশিনে কে আছে, দেশের বাড়ি কই, অফিসার কে, জিএম কে, পিএম কে ।
তাই আপনি যদি আগের ফেক্টরির খারাপ অভিজ্ঞতা থাকে আপনার সেটা নতুন ফেক্টরির লোক জানতে ১ দিন ও লাগবে না জানতে ।
কিছু লোক এমনো থাকে যে তারা আপনার ফেক্টরির নাম শুনে আগের ফেক্টরির কলিগদের জানাবে যে তোদের অমুক লোক আসছে চিনিস নাকি ? লোক কেমন ? কাজ জানে ?
এখানে কথা হচ্ছে ,
আপনার একটিভিটি যদি আগের ফেক্টরিতে খারাপ হয় তবে তা আপনার কাল হবে । আপনি ঘুরে বেড়ান, ফোনে কথা বলেন, ভাষা খারাপ , কাজ বুঝেন না । এসব এমনি চলে আসবে ।
তাই যখন যে ফেক্টরিতে জব করেন চলে আসার আগে সবার সাথে সু সম্পর্ক রাখবেন , চলে আসার আগে সবার কে বলে দোয়া চেয়ে আসবেন । এতে আপনার ক্যারিয়ার এর ইম্প্রেশন খারাপ হবে না ।
অনেক জুনিয়র শুনি কাজ না থাকলে ঘুরে বেড়ায় ভাবে তারা জুনিয়র পোস্টেরো কিন্ত হিসেব করা হয় ফেক্টরি গুলিতে । তাই যে কোয়ালিটির ফেক্টরি হোক আমরা যাতে ভালো করে মনোযোগ দিয়ে কাজ করি ।
পিকঃ কালেক্টেড
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন