আপনার এক্সপেক্টেড স্যালারি কত ?
ভাইভা বোর্ডে এটা শতভাগ কমন প্রশ্ন । ইন্টারভিউর শেষের দিকে এই প্রশ্নটা করে থাকেন বোর্ডে
উপস্থিত ব্যাক্তিবর্গ । ভাইভা ভাল হবার পর ও আপনার জব টা নির্ভর করে এক্সপেক্টেড স্যালারি
এর উপর ।সেই ক্ষেত্রে আপনার করনীয় কি হতে পারে জেনে নিন….
১) ইন্টারভিউ এর কল পাবার সাথে সাথে যার রেফারেন্স এ আপনি সি.ভি ড্রপ করেছেন তার
সাথে যোগাযোগ করে আপনার কাঙ্খিত পোষ্ট এর Salary Range টা জেনে নিন । কারণ আপনার Expected salary range যদি ঐ কোম্পানীর Salary structure এর অত্যাধিক বেশি হয় তবে জব না হবার সম্ভাবনাই বেশি । আবার কম হলেও তারা ভাববে আপনার মধ্যে অভিজ্ঞতা এবং মনোবল এর কমতি আছে , তাই এ ক্ষেত্রেও আপনি বাদ পড়তে পারেন ।
২) সি.ভি যদি বিডি জবস এর মাধ্যমে ড্রপ করে থাকেন তবে ইন্টারভিউ এর কল পাবার সাথে সাথে
সেই লিংক এ ভিজিট করে তাদের Salary Range দেখে নিন । অনেক সময় দেখা যায়, যে কোম্পানী
তে সি.ভি ড্রপ করেছেন আর সেখানে Salary Range কত ছিল তা ভুলে যান । তাই প্রয়োজন হলে সি.ভি
ড্রপ করার সময় ঐ পেইজ টা স্ক্রিণশট দিয়ে রাখতে পারেন যেনো কল পাবার পর তা মিলিয়ে দেখতে
পারেন ।
৩) Expected salary বলার সময় এক সেকেন্ড হলেও ভেবে নিবেন আপনার ভাইভা আপনার মতে কেমন
হলো । যদি আপনি কনফিডেন্ট থাকেন যে আপনার ভাইভাতে আপনি সন্তুষ্ট তবে স্যালারী রেন্জ এর
সর্বোচ্চ টা ডিমান্ড করতে পারেন । তবে কখনোই স্যালারী রেন্জ এর সর্বনিম্ন টা ডিমান্ড করার
চিন্তাও করবেন না ।
৪) আপনার ডিমান্ড এর পর তারা অবশ্যই কিছু মিনিমাইজ কতে চাইবেন । সেখানেও আপনার
কনফিডেন্স ধরে রাখতে হবে । যদি আমতা আমতা করেন তবে তারা সেই সুযোগ টা নিবে এবং
আপনাকে স্যালারী রেন্জ এর কম ও অফার করতে পারে ।
৫) হ্যা , আপনাকেও কিছুটা কন্সিডার করতে হতে পারে । যেমন আপনি ডিমান্ড করলেন ৩৫ হাজার ,
কিন্তু তারা আপনাকে ৩২ হাজার এ রাখতে চাচ্ছেন ,সেক্ষেত্রে আপনার কন্সিডার করা উচিৎ ।
ধন্যবাদান্তে
মোঃ ফরিদুল ইসলাম রুম্মান
এক্সিকিউটিভ
ইন্ডাষ্ট্রিয়াল ইন্জিনিয়ার
তুরাগ গার্মেন্টস এন্ড হুসিয়ারী মিলস লিঃ
গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক যুগ্ন সম্পাদক
সাউথইষ্ট ইউনিভার্সিটি টেক্সটাইল এ্যালামনাই এসোসিয়েশন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন