ওভেন ফেব্রিকে চেক বা স্ট্রাইপ ( ইয়ার্ন ডাইড + প্রিন্টেড) ঠিক করে চালানোর নিয়ম - Textile Lab | Textile Learning Blog
ওভেন ফেব্রিকে চেক বা স্ট্রাইপ ( ইয়ার্ন ডাইড + প্রিন্টেড)  ঠিক করে চালানোর নিয়মঃ

আমরা যখন ওভেন বা ইয়ার্ন ডাইড চেক বা স্ট্রাইপ চালাই তখন দেখা যায় ওভেন কন্টিনিউয়াস ডিসাইজিং, ওয়াসের পর ফেব্রিকের লেন্থ বা ওয়ার্প বরাবর টেনশনে চেক বা স্ট্রাইপ বো এর পেট [ ←(←]যাকে আমরা ফেক্টরির ভাষায় বলে থাকি তা পেছনের দিক বরাবর থাকে ।  কিন্ত আমরা যখন ৫৮ ইঞ্চ + করে টানবো ফেব্রিকের ধর্ম অনুযায়ী তার Width + করে সে আরো পেছনে যেতে থাকে [←(←] ।

এখন যদি আমাদের ওয়াসের যে ভাবে বে কয়েছে সে ভাবে ডিরেক্ট চাইলাই তবে এটা প্রেক্টিক্যাল হিসেব অনুযায়ী এটা আরো পেছনে চলে যাবে এতে বরং  ঠিক না হয়ে বেড়ে যাবে । 

এর মাঝে একটা থিউরি আছে যে আপনার ফেইসের দিনে যদি পেছে থাকে হবে ফেব্রিক কে যদি উলটে দেই তখন বো এর ডিরেকশন চেইঞ্জ হয়ে তখন বো ডিরেকশন  তখন ফ্রন্ট ডিরেকশন এ থাকবে  ! 
বো ফ্রন্টের দিকে থাকলে স্ট্রেস করলে  ডিরেকশন পেছনে চলে যাবে তখন  এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে ।
আপনি বোইং ঠিক না হলে   আপারেটের কে উলটে চালাতে বলেন বা সহজ করে আগে ফেইস আপ করে চালাতো এখন ফেইস ডাউন করে চালাবে ।

মাঝেমাঝে  ওয়েফট স্ট্রেইটটেনার ঠিক মতো কাজ না করলে বোইং থাকে গেলে এমন ডিরেকশন এর কাপড় চালাবে যাতে বো এর পেট সামনের দিকে থাকে [ →)→]




ওভেন ফেব্রিকে চেক বা স্ট্রাইপ ( ইয়ার্ন ডাইড + প্রিন্টেড) ঠিক করে চালানোর নিয়ম

ওভেন ফেব্রিকে চেক বা স্ট্রাইপ ( ইয়ার্ন ডাইড + প্রিন্টেড)  ঠিক করে চালানোর নিয়মঃ

আমরা যখন ওভেন বা ইয়ার্ন ডাইড চেক বা স্ট্রাইপ চালাই তখন দেখা যায় ওভেন কন্টিনিউয়াস ডিসাইজিং, ওয়াসের পর ফেব্রিকের লেন্থ বা ওয়ার্প বরাবর টেনশনে চেক বা স্ট্রাইপ বো এর পেট [ ←(←]যাকে আমরা ফেক্টরির ভাষায় বলে থাকি তা পেছনের দিক বরাবর থাকে ।  কিন্ত আমরা যখন ৫৮ ইঞ্চ + করে টানবো ফেব্রিকের ধর্ম অনুযায়ী তার Width + করে সে আরো পেছনে যেতে থাকে [←(←] ।

এখন যদি আমাদের ওয়াসের যে ভাবে বে কয়েছে সে ভাবে ডিরেক্ট চাইলাই তবে এটা প্রেক্টিক্যাল হিসেব অনুযায়ী এটা আরো পেছনে চলে যাবে এতে বরং  ঠিক না হয়ে বেড়ে যাবে । 

এর মাঝে একটা থিউরি আছে যে আপনার ফেইসের দিনে যদি পেছে থাকে হবে ফেব্রিক কে যদি উলটে দেই তখন বো এর ডিরেকশন চেইঞ্জ হয়ে তখন বো ডিরেকশন  তখন ফ্রন্ট ডিরেকশন এ থাকবে  ! 
বো ফ্রন্টের দিকে থাকলে স্ট্রেস করলে  ডিরেকশন পেছনে চলে যাবে তখন  এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে ।
আপনি বোইং ঠিক না হলে   আপারেটের কে উলটে চালাতে বলেন বা সহজ করে আগে ফেইস আপ করে চালাতো এখন ফেইস ডাউন করে চালাবে ।

মাঝেমাঝে  ওয়েফট স্ট্রেইটটেনার ঠিক মতো কাজ না করলে বোইং থাকে গেলে এমন ডিরেকশন এর কাপড় চালাবে যাতে বো এর পেট সামনের দিকে থাকে [ →)→]




কোন মন্তব্য নেই: