টেক্সটাইল এডুকেশন সিস্টেম গ্যাপ - Textile Lab | Textile Learning Blog
কথার প্রশংগে আমাদের সদ্য বের হবার অপেক্ষারত একটি ব্যাচ এর স্টুডেন্ট রর সাথে কথা হচ্ছিলো তারা সাথ কথার ভেতরে তার পড়াশোনা এবং ৪ বছর এর খোজ নিচ্ছিলাম। তার মেজর সাব্জেক্ট ছিলো ফ্রেব্রিক, সে কথায় কথায় নীট এর কথা বলছিল এবং ওভেন কে এড়িয়ে যাচ্ছিলো। অবশেষে সে অকপটে স্বীকার করে যে তাদের ওভেন শেখানো হয় নি উইভিং ল্যাব এবং উইভিং মাত্র ১ দিন পড়ানো হয়েছে আর নীট এর সম্পর্কে আরেকটু ডিপে যাচ্ছিলাম দেখলাম অনেক কিছু তাদের অজানা।

এখন ফেকাল্টি সম্পর্কে জিজ্ঞেস করে যা বুঝতে পারলাম তিনি BSc ইঞ্জিনিয়ার একজন BSc ইঞ্জিনিয়ার কি ভাবে একজন BSc ইঞ্জিনিয়ার এর মেজর সাব্জেক্ট এর ক্লাস নেয় এটা আমাদের বোধগম্যের বাইরে আমাদের আশে পাশেই অনেক ইউনিভার্সিটি আছে যারা এসোসিয়েট প্রফেসার প্রফেসার সিনিয়র লেকচারার গন তাদের মেজর সাব্জেক্ট গুলি নেন, টিচার এর ব্যাকগ্রাউন্ড উইভিং ছিলো না বলে যে আমাদের জুনিয়ার রা উইভিং ডেনিম শিখবে না তা হতে পারে না।

আমাদের দেশে বর্তমানে প্রেক্ষিতে উইভিং +ডেনিম মিলিয়ে প্রায় নীটিং এর কাছা কাছি হয়ে গেছে বলা চলে ৫০%-৫০%, এমন দায়সারাভাবেমমেজর আসাব্জেক্ট শিখানোর যুক্তি আমরা  বুঝি না,  সাবার ৮০% স্টুডেন্ট এর মুখেই  শুনি কিছুই শিখি নাই ভাই । প্রতিযোগিতার বাজারে কথা গুলি অর্থহীন।

ফেকাল্টি পছন্দ না হলে তাদের ক্লাস ধরে রেখে লাভ নেই প্রয়োজনে অভিযোগ করে বা ইভালিউশন এর ক্ষত্রে সংশ্লিষ্ট  টিচার বিরুদ্ধে অভিযোগ করতে হবে এখানে টাকা দিয়ে তাদের সার্ভিস আমরা কিনে নিচ্ছি তাদের মনে কস্ট লাগা,  বদ দোয়া লাগা এমন ভাবার সুযোগ নেই, CGPA কম দেয়ার ভয় করে লাভ নেই। কারন এখন তোমরা যা  শিখবা বা তোমাদের যা বেইজ হবে তা পুঁজি করে সারা জীবন চলা লাগবে। ভুল করেও বিষয় গুলি মেনে নেয়া যাবে না। আমরা হয়তো আমাদের ফেকাল্টি দের ফাঁকির সুযোগ দিচ্ছি কিন্তু আমাদের ছাই দয়ে ধরার জন্য বসে আছে কোম্পানি গুলি ইন্টার্ভিউ বোর্ডে বিন্দু মাত্র সিমপ্যাথি দেখাবে না কেও।

আমাদের ৪ মাসের মেজর সাব্জেক্ট পড়ায় তার ভেতরে ১ মাস ছুটি এবং পরীক্ষা যায়  হাতে থাকে ৩ মাস এর মধ্যে একজন ফেকাল্টি ক্লাস পান সর্বোচ্ছ ১৫-২০ টা এটি ১৫-২০ ক্লাস দিয়ে নীট, ওভেন, ওয়ার্প নীট, নন ওভেন, ডেনিম ইত্যাদি শেষ করা সম্ভব নয়, শুধু যদি নীটের কথাই ধরি তা পুরো শেষ করতে ১ বছর লাগবে বুটেক্সের যাদের মেজর ফেব্রিক তারা ১ম-৪র্থ বর্ষ তে তারা ফেব্রিক নিয়ে পড়ে তাও তারা পরিপুর্ন ভাবে  শেষ করতে পারেন না ।

এই ভাবে আমাদের ল্যাব ফ্যাসিলিটি, ফেকাল্টি কোয়ালিটির কারনে দুর্বল  মেধাশক্তি  স্টুডেন্টস রা বের হতে পারে । যেহেতু টাকার বিনিময়ে আমরা সার্ভিস নিচ্ছি তাই এখানে  কম্প্রোমাইজ এর প্রশ্নই ওঠে না।

টেক্সটাইল এডুকেশন সিস্টেম গ্যাপ

কথার প্রশংগে আমাদের সদ্য বের হবার অপেক্ষারত একটি ব্যাচ এর স্টুডেন্ট রর সাথে কথা হচ্ছিলো তারা সাথ কথার ভেতরে তার পড়াশোনা এবং ৪ বছর এর খোজ নিচ্ছিলাম। তার মেজর সাব্জেক্ট ছিলো ফ্রেব্রিক, সে কথায় কথায় নীট এর কথা বলছিল এবং ওভেন কে এড়িয়ে যাচ্ছিলো। অবশেষে সে অকপটে স্বীকার করে যে তাদের ওভেন শেখানো হয় নি উইভিং ল্যাব এবং উইভিং মাত্র ১ দিন পড়ানো হয়েছে আর নীট এর সম্পর্কে আরেকটু ডিপে যাচ্ছিলাম দেখলাম অনেক কিছু তাদের অজানা।

এখন ফেকাল্টি সম্পর্কে জিজ্ঞেস করে যা বুঝতে পারলাম তিনি BSc ইঞ্জিনিয়ার একজন BSc ইঞ্জিনিয়ার কি ভাবে একজন BSc ইঞ্জিনিয়ার এর মেজর সাব্জেক্ট এর ক্লাস নেয় এটা আমাদের বোধগম্যের বাইরে আমাদের আশে পাশেই অনেক ইউনিভার্সিটি আছে যারা এসোসিয়েট প্রফেসার প্রফেসার সিনিয়র লেকচারার গন তাদের মেজর সাব্জেক্ট গুলি নেন, টিচার এর ব্যাকগ্রাউন্ড উইভিং ছিলো না বলে যে আমাদের জুনিয়ার রা উইভিং ডেনিম শিখবে না তা হতে পারে না।

আমাদের দেশে বর্তমানে প্রেক্ষিতে উইভিং +ডেনিম মিলিয়ে প্রায় নীটিং এর কাছা কাছি হয়ে গেছে বলা চলে ৫০%-৫০%, এমন দায়সারাভাবেমমেজর আসাব্জেক্ট শিখানোর যুক্তি আমরা  বুঝি না,  সাবার ৮০% স্টুডেন্ট এর মুখেই  শুনি কিছুই শিখি নাই ভাই । প্রতিযোগিতার বাজারে কথা গুলি অর্থহীন।

ফেকাল্টি পছন্দ না হলে তাদের ক্লাস ধরে রেখে লাভ নেই প্রয়োজনে অভিযোগ করে বা ইভালিউশন এর ক্ষত্রে সংশ্লিষ্ট  টিচার বিরুদ্ধে অভিযোগ করতে হবে এখানে টাকা দিয়ে তাদের সার্ভিস আমরা কিনে নিচ্ছি তাদের মনে কস্ট লাগা,  বদ দোয়া লাগা এমন ভাবার সুযোগ নেই, CGPA কম দেয়ার ভয় করে লাভ নেই। কারন এখন তোমরা যা  শিখবা বা তোমাদের যা বেইজ হবে তা পুঁজি করে সারা জীবন চলা লাগবে। ভুল করেও বিষয় গুলি মেনে নেয়া যাবে না। আমরা হয়তো আমাদের ফেকাল্টি দের ফাঁকির সুযোগ দিচ্ছি কিন্তু আমাদের ছাই দয়ে ধরার জন্য বসে আছে কোম্পানি গুলি ইন্টার্ভিউ বোর্ডে বিন্দু মাত্র সিমপ্যাথি দেখাবে না কেও।

আমাদের ৪ মাসের মেজর সাব্জেক্ট পড়ায় তার ভেতরে ১ মাস ছুটি এবং পরীক্ষা যায়  হাতে থাকে ৩ মাস এর মধ্যে একজন ফেকাল্টি ক্লাস পান সর্বোচ্ছ ১৫-২০ টা এটি ১৫-২০ ক্লাস দিয়ে নীট, ওভেন, ওয়ার্প নীট, নন ওভেন, ডেনিম ইত্যাদি শেষ করা সম্ভব নয়, শুধু যদি নীটের কথাই ধরি তা পুরো শেষ করতে ১ বছর লাগবে বুটেক্সের যাদের মেজর ফেব্রিক তারা ১ম-৪র্থ বর্ষ তে তারা ফেব্রিক নিয়ে পড়ে তাও তারা পরিপুর্ন ভাবে  শেষ করতে পারেন না ।

এই ভাবে আমাদের ল্যাব ফ্যাসিলিটি, ফেকাল্টি কোয়ালিটির কারনে দুর্বল  মেধাশক্তি  স্টুডেন্টস রা বের হতে পারে । যেহেতু টাকার বিনিময়ে আমরা সার্ভিস নিচ্ছি তাই এখানে  কম্প্রোমাইজ এর প্রশ্নই ওঠে না।

1 টি মন্তব্য:

নামহীন বলেছেন...

A lot of teachers do not have any job experience.