Minimum Requirements (MR) of H&M for Supplier
Minimum Requirement MR হচ্ছে একটি অর্ডার কোন ফেক্টরি তে প্লেইস এ প্লেইস করার পুর্বশর্ত ও কাস্টোমারের চাহিদা মিট করে নির্দিষ্ট সময়ে শিপমেন্ট করা প্রক্রিয়া বিশেষ । এটি H&M. বায়ারের এর ক্ষত্রে Requirement For Quality System
MR কে তিন ভাগে ভাগ করা যায়
MR-1 MR-1 হচ্ছে কোন অর্ডার ফাস্ট কোন ফেক্টরিতে প্লেইস করার পুর্বে উক্ত ফেক্টরিকে কি কি শর্তগুলি অত্যাবশকীয় পালন করতে হবে।
MR-২ MR-২ হচ্ছে কোন অর্ডার প্রডাকশন স্টেইজ থেকে শুরু করার পুর্বে যে সমস্ত শর্তাবলি ফেক্টরি গুলি পুরন করবে তার বিবরন
MR-3 MR-3 হচ্ছে কোন কিছু সাধারন রিকয়ারমেন্ট সব H&M গ্রুপের জন্য যা সাধারণ অন্তর্ভুক্ত হবে
MR-1
১. লাইট বক্সে সকল সেড টেস্ট করা হয় কিনা এবং লাইট বক্স পর্যাপ্ত অন্ধকার ছিলো কিনা তা চেক করে দেখা?
২. বায়ারের দেয়া স্টেন্ডার্ড / নমুনার সাথে প্রডাকশনের সাথে সেড ঠি আছে কিনা এবং তিনটি লাইট সোর্স দ্বারা তা নিশ্চিত হয় কিনা?
৩. লাইট বএক্সে লাইট সোর্স TL 83, D65,ALight UV Light আছে কিনা?
৪. TL 83, D65 লাইট সোর্স 100-1300 A Light 800-1000 ঘন্টা কর পরিবর্তন করা হয় কিনা?
৫. 4 Point সিস্টেমে ২ জনের দ্বারা প্রতি ২ ঘন্টা পর পর কন্টিনিউয়াস পরিবর্তন করে কন্টিনিউয়াস ইন্সপেকশন করা হয় কিনা এবং কন্টিনিউয়াস রেকর্ড রাখা হয় কিনা?
৬. গ্রহনযোগ্য কাপড় হতে শতকরা ১০ ভাগ / ১০০০ মিটার হলে সম্পুর্ন কাপড় পর্যবেক্ষণ করা হয় কিনা?
৭. মালামাল ইন্সপেকশন করা হয়কিনা এবং রেকর্ড রাখা হয়কিনা?
৮. ফেব্রিক / র ম্যাটেরিয়াল আদ্রতা নিরোধক, পর্যাপ্ত বাতাস চলাচল করে দেয়াল থেকে দূরে কিনা প্যালেটের উপর ঢাকা অবস্থায় রাখা হয় কিনা জেনে নিন?
৯. শিশুদের পোশাক তৈরী কারী প্রতিষ্ঠান BTN Mc এবং টুলস আছে কিনা?
১০. প্রতিদিন ৪ ঘন্টা অন্তত অন্তত ৯০ নিউটনে বাটন রিভেট টেস্ট করা হয় কিনা।
১১. তারিখ, সময় দস্তখত মেশিন নং পরিক্ষিত পোষাকে দেখা হয় কিনা এবং তা ৬ মাস আলাদা স্থানে লক করে রাখা হয় কিনা?
১২. কারখানার সুইং এবং ধারালো যন্ত্র H&M এর বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা?
১৩. বাটন লক স্টিচ লক মেশিন দ্বারা লাগানো হয় কিনা?
১৪. কারখানার সুইং এবং ধারালো সমগ্রী H&M এর বিধি অনুযায়ী চেক করা হয় কিনা ?
১৫. এক্ষত্রে ৯ পয়েন্ট সিস্টেম দ্বারা Needle Detection Machine দিনে তিনবার চেক দেয়া হয় কিনা?
১৬. পরীক্ষার পর মেটাল ফ্রি জোনে কার্টুন করা হয় কিনা ?
১৭. রিজেক্ট আইটেম লক বক্সে রাখা হয় কিনা ?
১৮. পরিপূর্ণ কার্টুন আদ্রতা নিরোধক স্থানে দেয়াল থেকে দূরে কিনা প্যালেটের উপর ঢাকা অবস্থায় রাখা হয় কিনা জেনে নিন ?
MR-2
১.QC Team ইনডিপেন্ডেন্টলি উচ্চ পর্যায়ের কর্মকর্তা কর্তিক পরিচালিত হয় কিনা ?
২. প্রতি লাইনের ডুপ্লিকেট CS আছে কিনা?
৩. কাপড়ের সেড চেক করা হয় কিনা এবং তা H&M এর বিধি অনুযায়ী করা হয় কিনা?
৪. সকল দায়িত্বশীল কর্মকর্তা দ্বারা পিপি মিটিং করা হয় কিনা?
৫. কাপড়ের স্রিংকেজ টেস্ট করা হয় কিনা স্রিংকেজ রিপোর্ট রাখা হয় কিনা?
৬. স্রিংকেজ রিপোর্ট অনুযায়ী প্যাটার্ন ঠিক করা হয় কিনা?
৭. অভ্যান্তরিন QC সিস্টেম RQS এর সাথে সমঞ্জাসাপুর্ন কিনা?
৮. H&M এর বিধি অনুযায়ী নিকেল টেস্ট করা হয় কিনা?
৯. পোষাক পরিস্কার এবং শুস্ক কিনা?
১০. মালামাল রাখার স্থান আদ্রতা নিরোধক এবং শুস্ক কিনা?
১১. পোকামাকড় যাহাতে প্রবেশ না করতে পারে সে দরজায় এবং জানালার আলাদা নেট আছে কিনা?
১২. সরাসরি ফ্লোরে পোষাক রাখা হয় কিনা?
১৩. আলাদা স্থানে খাবার রাখা হয় কিনা খাবার জন্য নির্ধারিত স্থান আছে কিনা ?
১৪. শিপমেন্টের আগে AQL এর নিয়ম মতো পরীক্ষা করা হয় কিনা?
MR- 3
১. স্যাম্পল রেস্পন্সিবল?
২. স্যাম্পল প্রসিডিওর একচুয়াল টু স্যাম্পল গাইডলাইন (অটাম সিজন 2013)?
৩. প্রডাকশন স্যাম্পল?
৪. কিভাবে পরিমাপ করা হয়?
৫. H&M এর গ্রুপ দ্বারা সাপ্লাইয়ারদের র ম্যাটেরিয়াল এর রিকয়ারমেন্ট কোয়ালিটি ফলোআপ করা কিনা ?
৬. কোয়ালিটি এসউরেন্স?
৭. H&M এর সব আইটেমের জন্য এপ্লিকেবল মিনিমাম ম্যানুফেকচারিং রিকয়ারমেন্ট?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন