ওভার লক এবং লক ষ্টিচ মেশিন - Textile Lab | Textile Learning Blog

ওভার লক এবং লক ষ্টিচ মেশিন


ওভার লক ষ্টিচ মেশিন  :

ওভার এডজ মেশিনকেই মূলত ওভার লক মেশিন বলে। এরূপ সেলাই মেশিনে ১টি অথবা ২টি নিডেল থাকে এবং নিডেলের মুখেই অটোমেটিক্যালি কাপড়ের প্রান্ত কাটার নাইফ থাকে। ওভার লক ষ্টিচ তৈরির জন্য ২ থেকে ৫ টি পর্যন্ত সুতা ব্যবহার করা হয়। সাধারণত ৬৫০০ থেকে ৮৫০০ SPM    বিশিষ্ট ওভার লক মেশিন দেখতে পাওয়া যায়। এরূপ মেশিনে কাপড় ফিটিং করার সময় সম্প্রসারিত এবং কুঁচি বা সংকোচিত করার ব্যবস্থাও আছে। স্টিচ লেন্থ সর্বোচ্চ ৪ মি.মি. পর্যন্ত করা যায়। পুশ বাটন এর সাহায্যেও ষ্টিচ লেন্থ পরিবর্তন করা যায়। নিটেড কাপড় ও ওভেন কাপড় অর্থাৎ উভয় প্রকার কাপড় সেলাই করার জন্যই এ শ্রেনীর মেশিন ব্যবহার করা হয়ে থাকে। তবে নিটেড কাপড়ের পোশাক তৈরীর কারখানায় ওভার লক মেশিনের সংখ্যা বেশি লাগে।

লক ষ্টিচ মেশিন :  

এই মেশিনকে প্লেইন সেলাই তথা সিঙ্গেল নিডেল লক ষ্টিচ মেশিনও বলে। গার্মেন্টস শিল্পে ব্যবহৃত লক ষ্টিচ সেলাই মেশিন সাধারণত ১টি নিডেল বিশিষ্ট হয়ে থাকে। তবে ২টি নিডেল বিশিষ্ট লক ষ্টিচ মেশিনও ব্যবহার করা হয়। লক ষ্টিচ সেলাই মেশিনের সাথে বিভিন্ন রকম ফিড মেকানিজম পাওয়া যায়। বিভিন্ন ধরনের ও বিভিন্ন কোম্পানীর লক ষ্টিচ মেশিনের সেলাই এর গতি বিভিন্ন রকম হয়ে থাকে। সেলাই এর গতি বলতে প্রতি মিনিটে কতটি ষ্টিচ উৎপন্ন করতে পারে অর্থাৎ ঝচগ বুঝায়। লক ষ্টিচ মেশিনের গতি সাধারণত ১৫০০ থেকে ৫৫০০) পর্যন্ত দেখা যায়। ষ্টিচ ডেনসিটি অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে কতটি ষ্টিচ আছে তা বুঝায়। মেশিন ও কোম্পানী থেকে স্টিচ ডেনসিটি বিভিন্ন রকম হতে পারে। জুঁকি কোম্পানী উচ২-৫৫০০ মডেলে সর্বোচ্চ ৫মি.মি দৈর্ঘ্য বিশিষ্ট ষ্টিচ তৈরী করা যেতে পারে। কোন কোন লক ষ্টিচ মেশিনের সাথে মেশিনেই সেলাই সুতা কাটার ব্যবস্থা ও ববিন ওয়াইন্ডিং এর ব্যবস্থা থাকে। কিছু কিছু লক ষ্টিচ মেশিনে সেলাই এর পূর্বে কাপড়ের প্রান্ত কাটার ব্যবস্থা ও আছে। ওভেন কাপড় দিয়ে পোশাক তৈরী করার ক্ষেত্রে লক ষ্টিচ সেলাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।

কোন মন্তব্য নেই: