কাস্টিক সলিড ফ্লেক্স থেকে ৩৬ বুমের লিকুইড কাস্টিক বানানোর নিয়মঃ
৫০ কেজির বস্তা খুলে ড্রামে নিয়ে তাতে ৮০ লিটার পানির লেবেল করতে হবে , দেয়ার পর ভালো করে গলাতে হবে, পরিপুর্ন ঠান্ড ঠান্ডা হতে ২৪ ঘন্টা প্রায় সময় লাগে । নেড়ে বুম মিটার দিয়ে চেক করতে হবে। মিনিমাম ১১০ লিটার পানি লেবেল করলে ৩৬ বুম হয়। ১ঃ২ পানি দিতে হবে। প্রথম অবস্থায় এটা হোয়াইট সলিউশন এর মতো দেখা যায় পরে ঠান্ডা হলে ক্রিস্টাল পানির মতো দেখা যায়।
মুলত টেক্সটাইল পারপাসে ইউজের জন্য বিভিন্ন ঘনমাত্রার কাস্টিক ইউজ হয় যেমন ৩৬ /৩৮ Bume রিয়েক্টিভ ডাইং এর ক্ষত্রে ২৮ বুম মার্সারাইজিং এর ক্ষত্রে ৪৫ বুম ব্লিচ এর ক্ষত্রে।
পিউরিটি ৯৮%।
বুম বাড়াতে কাস্টিকের পরিমান বাড়াতে হবে পানির পরিমাণ কমাতে হবে।
বুম কমাতে পানি দিতে হবে অর্থাৎ ডায়ালুশন করতে হবে।
এড জাস্ট করতে বুম মিটার দিয়ে চেক করে
৫০ কেজির বস্তা খুলে ড্রামে নিয়ে তাতে ৮০ লিটার পানির লেবেল করতে হবে , দেয়ার পর ভালো করে গলাতে হবে, পরিপুর্ন ঠান্ড ঠান্ডা হতে ২৪ ঘন্টা প্রায় সময় লাগে । নেড়ে বুম মিটার দিয়ে চেক করতে হবে। মিনিমাম ১১০ লিটার পানি লেবেল করলে ৩৬ বুম হয়। ১ঃ২ পানি দিতে হবে। প্রথম অবস্থায় এটা হোয়াইট সলিউশন এর মতো দেখা যায় পরে ঠান্ডা হলে ক্রিস্টাল পানির মতো দেখা যায়।
মুলত টেক্সটাইল পারপাসে ইউজের জন্য বিভিন্ন ঘনমাত্রার কাস্টিক ইউজ হয় যেমন ৩৬ /৩৮ Bume রিয়েক্টিভ ডাইং এর ক্ষত্রে ২৮ বুম মার্সারাইজিং এর ক্ষত্রে ৪৫ বুম ব্লিচ এর ক্ষত্রে।
পিউরিটি ৯৮%।
বুম বাড়াতে কাস্টিকের পরিমান বাড়াতে হবে পানির পরিমাণ কমাতে হবে।
বুম কমাতে পানি দিতে হবে অর্থাৎ ডায়ালুশন করতে হবে।
এড জাস্ট করতে বুম মিটার দিয়ে চেক করে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন