Textile Institute গুলির জব সোর্স বের করা উপায় - Textile Lab | Textile Learning Blog

Textile Institute গুলির জব সোর্স বের করা উপায়

টেক্সটাইল সিনিয়রদের দৃষ্টি আকর্ষন করছিঃ

কিছু স্টাডি থেকে দেখেছি ইউনিভার্সিটি যেমন ধরে নিলাম  সাউথইস্ট ইউনিভার্সিটির টেক্সটাইল শুধু মাত্র টেক্সটাইলে গার্মেন্টস শিল্পে জব করে না এর বাইরে আমাদের বিবিএ ডিপার্টমেন্ট অনেকে টেক্সটাইল জবের সাথে জড়িত ।

আমাদের বিবিএ ডিপার্টমেন্ট এর অনেকেই এডমিন, HR, এর সাথে জড়িত যেমন আমি পলমল গ্রুপের হাসান মাসুদ সাহেবের কথা বলি উনি HR AGM সাউথইস্ট এর আর পলমল অনেকটাই HR প্রাধান্য কেন্দ্রিক গ্রুপ, তেমনটা অনন্ত গ্রুপের ক্ষত্রে দেখেছি ।

এখন আমাদের সেইম ভার্সিটির  ক্ষত্রে আমরা সুযোগ গুলি কিভাবে কাজে লাগাতে পরি !!!

আমাদের বিবিএর শক্তিশালী একটা এল্যামনাই এসোসিয়েশন আছে যার সুত্র ধরে টেক্সটাইল গার্মেন্টস কেন্দ্রিক জব যারা  করেন তাদের একটা সুনির্দিষ্ট এড্রেস পাওয়া যেতে পারে পরে তাদের সাথে আমাদের ফেকাল্টি মরফত বা আমাদের আমাদের এল্যামনাই মরফত যোগাযোগ এর মাধ্যেমে বিশাল একটা জব কমিউনিকেশন নেটওয়ার্ক প্রস্তুত করা যেতে পারে ।

বাকিটা হতে পারে  এলএলবির ল ডিপার্টমেন্ট এর ক্ষত্রে যারা টেক্সটাইল গার্মেন্টস কোম্পানির লিগ্যাল এডভাইজার হিসেবে আছেন তাদের ক্ষত্রে ।


কোন মন্তব্য নেই: