ভিসকোস ফেব্রিক ডাইং প্রসেস | Viscose Dyeing - Textile Lab | Textile Learning Blog
ভিসকোস ফেব্রিক ডাইং প্রসেস এবং এর SOP



ভিসকোস একটি রিজেনারেটেড সেলুলোজিক ফাইবার  ফাইবার , এবং পানিতে এর স্ট্রেংথ কমে যায় অনেক। ১০০% ভিসকোস রিজেনারেটেড ফাইবার হবার কারনে এর ভেতরে ন্যাচারাল ইমপিউরিটিজ থাকে না যার জন্য এর স্কাওয়ারিং ব্লিচিং করা লাগে না ।  আর লং স্টেপল ফাইবার দিয়ে স্পিনিং করা থাকে বিধায় এতে এনজাইম ওয়াস করার দরকার তেমন হয় না ।


ভিসকোস কাপড় ডাইং এর সমস্যাঃ

১. প্রথমত ভিসকোস কাপড় পানিতে এর স্ট্রেন্থ কমে যায়।

২. এর টিয়ারিং স্ট্রেন্থ অনেক কম। নীট ডাইং মেশিনে সার্কুলেশনে এর লেন্থ বরাবর অনেক স্ট্রেচ পড়ে।

৩. এতে ডাইজ স্পট হলে একে ওয়াস দেয়া  অনেক কঠিন।

৪. ভিসকোস ফেব্রিক রিপ্রসেস করা অনেক রিক্স। ফেব্রিক ডেমেজের চান্স থেকে যায় এতে।

ভিসকোস  ফেব্রিক ডাইং প্রসেস এবং এর SOP জেনে রাখিঃ 

1. আপনাদের রেসিপি অনুযায়ী M:L1:6,1:8 অনুযায়ী মেশিনে ওয়াটার ফিলিং + ওয়াটার লেবেল করা  ৫ মিনিট  (লিকার রেশিও অনুযায়ী)

2. লিকুইড ডিটারজেন্ট + ফেব্রিক লোডিং+ এজ সুইং টাইম - ৩০ মিনিট।

3. সোডা ডোজিং ১০ মিনিট।  ( এখানে ভিসকোস কাস্টিকে ডিগ্রেট করার চান্স থাকে তাই এলকালি হিসেবে সোডা ইউজ করতে হবে )

4. টেম্পারেচার রেইজিং  ৩ ডিগ্রি হারে  / মিনিট হারে ৮ মিনিটে ৮৫ ডিগ্রি তুলতে হবে ।

5. ফেব্রিক রান টাইম ২০ মিনিট।

6. বাথ ড্রেইন+ মেশিন  ফিল - ৬ মিনিট

7. নরমাল হট ওয়াস দিতে হবে  ৮০ ডিগ্রি /১০ মিনিট ।

8. কোল্ড  রিনজ ওয়াস ৮ মিনিট।

9.বাথ  ড্রেইন+ মেশিন ফিল - ৬ মিনিট

10. এসিটিক এসিড ইঞ্জেক্ট ২ মিনিট  ( এসিড ওয়াস নিউট্রালাইজ করার জন্য )

11. বাথ ড্রেইন+ মেশিন ফিল ৬ মিনিট

12. ফেব্রিক রান টাইম ২০ মিনিট ( এসিডে)

13. টেম্পারেচার কন্ট্রোল অর্থাৎ টেম্পারেচার  ১ মিনিট ৬০ ডিগ্রি।  ( হেবিটেবল ডাইং টেম্পারেচার - আইসো থার্মাল প্রসেস)

14. লেবেলিং এজেন্ট   ইঞ্জেক্ট যার  pH 6  রাখতে হবে -  ইঞ্জেকশন টাইম  ৫ মিনিট

15. মেশিন রান টাইম ৬ মিনিট

16.বাথ ড্রেইন + মেশিন ফিল ৬ মিনিট

17. গ্লুবার সল্ট ডোজিং ১০ মিনিট

18. মেশিন রান টাইম ৬ মিনিট  ( সল্টে)

19. কালার ডোজিং ৩০ মিনিট ( লিনিয়ার ডোজিং)

20. রান টাইম ৩০ মিনিট

21. ফাস্ট সোডা ডোজিং (১০%) ২০ মিনিট ডোজিং টাইম।

22. রান টাইম ২০ মিনিট

23. বাকি অংশের  সোডা ডোজিং ৩০ মিনিট

24. কালার স্টিম ৬০ মিনিট  pH 10-11 ( সেড চেক করতে হবে )

25. ড্রেইন+ ফিল ৬ মিনিট

26. রিঞ্জ টাইম ৮ মিনিট pH 8-9

27. ড্রেইন+ ফিল ৬ মিনিট

28. এসিটিক এসিড ওয়াস ৫৫ ডিগ্রি  ১০ মিনিট

29. ড্রেইন+ ফিল ৬ মিনিট

30. সোপিং ৯০ ডিগ্রি তে ৬০ মিনিট

31. ড্রেইন+ ফিল ৬ মিনিট

32. নরমাল ওয়াস ১০ মিনিট

33. বাথ  ড্রেইন+ মেশিন ফিল ৬ মিনিট

34. ফিক্সিং ডোজিং ৪০ ডিগ্রিতে ১০ মিনিট

35. ফেব্রিক রানটাইম ১০ মিনিট

36. ফেব্রিক আনলোডিং টাইম  ৩০ মিনিট

টোটাল প্রসেস টাইম  ৮ ঘন্টা ৩০ মিনিট


ভিসকোস ফেব্রিক ডাইং প্রসেস | Viscose Dyeing

ভিসকোস ফেব্রিক ডাইং প্রসেস এবং এর SOP



ভিসকোস একটি রিজেনারেটেড সেলুলোজিক ফাইবার  ফাইবার , এবং পানিতে এর স্ট্রেংথ কমে যায় অনেক। ১০০% ভিসকোস রিজেনারেটেড ফাইবার হবার কারনে এর ভেতরে ন্যাচারাল ইমপিউরিটিজ থাকে না যার জন্য এর স্কাওয়ারিং ব্লিচিং করা লাগে না ।  আর লং স্টেপল ফাইবার দিয়ে স্পিনিং করা থাকে বিধায় এতে এনজাইম ওয়াস করার দরকার তেমন হয় না ।


ভিসকোস কাপড় ডাইং এর সমস্যাঃ

১. প্রথমত ভিসকোস কাপড় পানিতে এর স্ট্রেন্থ কমে যায়।

২. এর টিয়ারিং স্ট্রেন্থ অনেক কম। নীট ডাইং মেশিনে সার্কুলেশনে এর লেন্থ বরাবর অনেক স্ট্রেচ পড়ে।

৩. এতে ডাইজ স্পট হলে একে ওয়াস দেয়া  অনেক কঠিন।

৪. ভিসকোস ফেব্রিক রিপ্রসেস করা অনেক রিক্স। ফেব্রিক ডেমেজের চান্স থেকে যায় এতে।

ভিসকোস  ফেব্রিক ডাইং প্রসেস এবং এর SOP জেনে রাখিঃ 

1. আপনাদের রেসিপি অনুযায়ী M:L1:6,1:8 অনুযায়ী মেশিনে ওয়াটার ফিলিং + ওয়াটার লেবেল করা  ৫ মিনিট  (লিকার রেশিও অনুযায়ী)

2. লিকুইড ডিটারজেন্ট + ফেব্রিক লোডিং+ এজ সুইং টাইম - ৩০ মিনিট।

3. সোডা ডোজিং ১০ মিনিট।  ( এখানে ভিসকোস কাস্টিকে ডিগ্রেট করার চান্স থাকে তাই এলকালি হিসেবে সোডা ইউজ করতে হবে )

4. টেম্পারেচার রেইজিং  ৩ ডিগ্রি হারে  / মিনিট হারে ৮ মিনিটে ৮৫ ডিগ্রি তুলতে হবে ।

5. ফেব্রিক রান টাইম ২০ মিনিট।

6. বাথ ড্রেইন+ মেশিন  ফিল - ৬ মিনিট

7. নরমাল হট ওয়াস দিতে হবে  ৮০ ডিগ্রি /১০ মিনিট ।

8. কোল্ড  রিনজ ওয়াস ৮ মিনিট।

9.বাথ  ড্রেইন+ মেশিন ফিল - ৬ মিনিট

10. এসিটিক এসিড ইঞ্জেক্ট ২ মিনিট  ( এসিড ওয়াস নিউট্রালাইজ করার জন্য )

11. বাথ ড্রেইন+ মেশিন ফিল ৬ মিনিট

12. ফেব্রিক রান টাইম ২০ মিনিট ( এসিডে)

13. টেম্পারেচার কন্ট্রোল অর্থাৎ টেম্পারেচার  ১ মিনিট ৬০ ডিগ্রি।  ( হেবিটেবল ডাইং টেম্পারেচার - আইসো থার্মাল প্রসেস)

14. লেবেলিং এজেন্ট   ইঞ্জেক্ট যার  pH 6  রাখতে হবে -  ইঞ্জেকশন টাইম  ৫ মিনিট

15. মেশিন রান টাইম ৬ মিনিট

16.বাথ ড্রেইন + মেশিন ফিল ৬ মিনিট

17. গ্লুবার সল্ট ডোজিং ১০ মিনিট

18. মেশিন রান টাইম ৬ মিনিট  ( সল্টে)

19. কালার ডোজিং ৩০ মিনিট ( লিনিয়ার ডোজিং)

20. রান টাইম ৩০ মিনিট

21. ফাস্ট সোডা ডোজিং (১০%) ২০ মিনিট ডোজিং টাইম।

22. রান টাইম ২০ মিনিট

23. বাকি অংশের  সোডা ডোজিং ৩০ মিনিট

24. কালার স্টিম ৬০ মিনিট  pH 10-11 ( সেড চেক করতে হবে )

25. ড্রেইন+ ফিল ৬ মিনিট

26. রিঞ্জ টাইম ৮ মিনিট pH 8-9

27. ড্রেইন+ ফিল ৬ মিনিট

28. এসিটিক এসিড ওয়াস ৫৫ ডিগ্রি  ১০ মিনিট

29. ড্রেইন+ ফিল ৬ মিনিট

30. সোপিং ৯০ ডিগ্রি তে ৬০ মিনিট

31. ড্রেইন+ ফিল ৬ মিনিট

32. নরমাল ওয়াস ১০ মিনিট

33. বাথ  ড্রেইন+ মেশিন ফিল ৬ মিনিট

34. ফিক্সিং ডোজিং ৪০ ডিগ্রিতে ১০ মিনিট

35. ফেব্রিক রানটাইম ১০ মিনিট

36. ফেব্রিক আনলোডিং টাইম  ৩০ মিনিট

টোটাল প্রসেস টাইম  ৮ ঘন্টা ৩০ মিনিট


কোন মন্তব্য নেই: