টেক্সটাইল মেলায় যারা গিয়েছেন তারা অনেকেই এই প্রডাক্ট ক্যাটালগ বা টেকনিক্যাল ডাটা সিট গুলি অনেকেই এনেছেন , আপনারা কি এই ডকুমেন্টস গুলি কখনো স্টাডি করেছেন ?
টেক্সটাইল মেশিন ডাইজ ক্যামিকেল এর ক্যাটালগ গুলিতে প্রডাক্ট স্পেসিফিকেশন সহ অনেক তথ্য দেয়া থাকে । এই ডাটা গুলি টুমরো আপনাকে আপনার ফেক্টরিতে ইউজ করতে হবে ।
আপনারা একটি কাজ চাইলে করতে পারেন যার যা প্রডাক্ট ক্যাটালগ আছে সব নিয়ে আপনাদের ডিপার্টমেন্ট লাইব্রেরীতে রেখে দিতে পারেন , সব গুলি জমিয়ে আপনারা লাইব্রেরীতে বসে টিম আকারে সে গুলি স্টাডি করতে পারেন, এটা ভেতরে ৮০% বুঝবেন না আপনারা, এর জন্য একাডেমিক ফেকাল্টির হেল্প নিন ।
অনেক টেক্সটাইল স্টুডেন্টদের টেবিলে দেখেছি অযত্নে ফেলে রাখতে , এগুলি আপনাদের নিজস্ব একাডেমির বইয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ।
আপনারা চাইলে অনেক মেশিনের ক্যাটালগ অনলাইনে পেতে পারেন, যেমন ডাইং মেশিন Fongs এর ওয়েবসাইটে গেলেন এদের বিভিন্ন মেশিনের মডেল এর লিংকে যখন ঢুকবেন দেখবেন পিডিএফ আছে ডাউনলোড করার জন্য । আপনি চাইনেলে আপনার মেজর সাবজেক্ট অনুযায়ী যেমন ডাইং এর কি কি ব্রেন্ডের মেশিন আছে তা তা তাদের ওয়েবসাইটে গিয়ে ক্যাটালগ গুলি নামিয়ে । কম্পিউটারে ফোন্ডার করে রেখে দিতে পারেন ।
টেক্সটাইল মেশিন ডাইজ ক্যামিকেল এর ক্যাটালগ গুলিতে প্রডাক্ট স্পেসিফিকেশন সহ অনেক তথ্য দেয়া থাকে । এই ডাটা গুলি টুমরো আপনাকে আপনার ফেক্টরিতে ইউজ করতে হবে ।
আপনারা একটি কাজ চাইলে করতে পারেন যার যা প্রডাক্ট ক্যাটালগ আছে সব নিয়ে আপনাদের ডিপার্টমেন্ট লাইব্রেরীতে রেখে দিতে পারেন , সব গুলি জমিয়ে আপনারা লাইব্রেরীতে বসে টিম আকারে সে গুলি স্টাডি করতে পারেন, এটা ভেতরে ৮০% বুঝবেন না আপনারা, এর জন্য একাডেমিক ফেকাল্টির হেল্প নিন ।
অনেক টেক্সটাইল স্টুডেন্টদের টেবিলে দেখেছি অযত্নে ফেলে রাখতে , এগুলি আপনাদের নিজস্ব একাডেমির বইয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ।
আপনারা চাইলে অনেক মেশিনের ক্যাটালগ অনলাইনে পেতে পারেন, যেমন ডাইং মেশিন Fongs এর ওয়েবসাইটে গেলেন এদের বিভিন্ন মেশিনের মডেল এর লিংকে যখন ঢুকবেন দেখবেন পিডিএফ আছে ডাউনলোড করার জন্য । আপনি চাইনেলে আপনার মেজর সাবজেক্ট অনুযায়ী যেমন ডাইং এর কি কি ব্রেন্ডের মেশিন আছে তা তা তাদের ওয়েবসাইটে গিয়ে ক্যাটালগ গুলি নামিয়ে । কম্পিউটারে ফোন্ডার করে রেখে দিতে পারেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন