ডুয়েটে এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি সমাচার.
গত এক বছর যাবত ডুয়েটে এমএসসি ইনটেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হওয়ার সুবাদে আমার তথা অনেকের প্রিয় ভাত্রিপ্রতিম বন্ধু ও পরোপকারী ব্যক্তি “জনাব আহসান হাবিব” আমাকে অনুরোধ করছে যেন ভবিষ্যৎ ভর্তিইচ্ছুক ভাইদের কিছু দরকারি ও উপকারী তথ্য সরবরাহ করি। আমি অতি নগণ্য ব্যক্তি এই কাজের জন্য।তার পরেও আমার বন্ধুর অনুরোধ রক্ষার্থে কিছু তথ্য দান করার চেষ্টা করছি। আশা করি উপকৃত হবেন। আসলে ডুয়েট নিয়ে তথ্য দিতে গেলে একটা রচনা লেখা যাবে মনে হয়। তবুও প্রয়োজনীয় তথ্য দিচ্ছি এখানে।
১. প্রথমেই বলে রাখি, আমি হচ্ছি ডুয়েট এর এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ৩য় ব্যাচের,২০১৬-২০১৭ পার্টটাইম ছাত্র। ডুয়েটে এই প্রোগ্রাম এ আমার জানামতে সবাই পার্টটাইম ছাত্র। সপ্তাহে ১-২ দিন ক্লাশ। ছাত্র পছন্দমতদিনে ক্লাস নিতে পারবে। ০২ দিনই নেয়ার বাধ্যবাধকতা নেই।
২. এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ১৮(থিউরি)+১৮(থিসিস)=৩৬ ক্রেডিট। ১৮ ক্রেডিট শেষ করতে কমপক্ষে০৬ মাসের ০২ সেমিস্টার লাগবে। বাকি ১৮ ক্রেডিট রিসার্চ কাজ। ০৫ বছরের জন্যছাত্রত্ত প্রদান করা হয় উক্ত প্রোগ্রামের জন্য।এখানে থিউরি কোর্স খুব একটা কঠিন নয়। নিয়মিত ক্লাস হচ্ছে শিক্ষকদের প্রথম চাহিদা।
বাকিটা এমনেই দেখবেন হয়ে যাচ্ছে। তাই বলে ০৫ বছর!!! অনেক সময় মনে হচ্ছে? ভর্তি হন। আর মনে হবেনা।
৩. ডুয়েট এর ছাত্রদের পুরোপুরি ভাবে স্বীয় যোগ্যতায় কারো উপর নির্ভর না করে ডিগ্রি অর্জন করতে হবে। এখানের শিক্ষকবৃন্দের ছাত্রদের প্রতি একটাই শ্লোগান “এমএসসি ডিগ্রি প্রদানের কিছুই নেই। এটা আপনাদের অর্জন করে নিতে হবে।সুতরাং প্রথমে কাজ/চাকুরী, দ্বিতীয় হচ্ছে এমএসসি ডিগ্রি, এমন মনোভাবের ছাত্রদের জন্য ডুয়েট ভালো চয়েস নয়”। বলাবাহুল্য, ডুয়েট এ ০৪ বছর পূর্বে এই এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী চালু হলেও এখন পর্যন্ত একজন শিক্ষার্থীও “এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হোল্ডার ফ্রম ডুয়েট”টাইটেল নিজের নামের পাশে লাগাতেপারে নাই।আশা করি আপনারা বুঝে গেছেন বাকিটা।
৪. এখন আসি ভর্তির কথায়।ডুয়েট এ ভর্তি হতে কয়েক ধাপ পরীক্ষা দিতে হবে। প্রথমে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করা ছাত্রদের ইকুইভ্যালেন্স+ডুয়েট এ ভর্তির আবেদন করার যোগ্যতায় পাশ করতেহবে। পাশ করলে তারপর ভর্তি পরীক্ষা দানের সুযোগ দানের আবেদন করতে হবে। এরপর হবে ভর্তি পরীক্ষা। লিখিত ও মৌখিক। এই চার ধাপে পাশ করলেই কেবলডুয়েট এর উক্ত প্রোগ্রামের ছাত্র হওয়ার যোগ্যতা পাওয়া যাবে। ডুয়েটে এমএসসি ইন টেক্সটাইল প্রোগ্রামের এর কোন মেজর সাবজেক্ট নেই।
যেকোনো মেজর সাবজেক্টধারী যেকোনো বিষয় নিয়ে থিসিস করতে পারবে।লিখিত পরীক্ষাও তাই হয় একক ফরমেটে।সময় ১.৫-২ঘন্টা।খুবই সহজ ও টেক্সটাইলের সাধারণ বিষয়ের আলোকে সর্ট প্রশ্ন থাকে। ডাইয়িং/নিটিং/স্পিনিং থেকে ২-৩টা সহজ সূত্রের ম্যাথ থাকে।গার্মেন্টস থেকে ছোট প্রশ্ন থাকে।যেমনঃ সুইং পার্টস এর নাম, কাজ,বিভিন্ন টেস্ট এর নাম/কাজ, ইত্যাদি ও শেষে একটা বড় প্রশ্ন,কোন বিষয়ে আমরা থিসিস করতে আগ্রহী এবং কারন।যা প্রশ্ন আসে,০১ঘণ্টায় পরীক্ষা শেষ করা সম্ভব।
আর একইদিনে ভাইভা হয়। নরমাল হাই/ হ্যালো। “কেন”,“কি” প্রশ্নের উত্তর।
ছাত্রের বেসিক ধারনা ও লিখিত পরীক্ষা নিয়ে আলোচনা হয় বোর্ড এ।
ব্যাস শেষ!!!!!! একদম সহজ।
শেষ কথাঃ
ডুয়েট এ ভর্তি পরীক্ষার পর্যায়বেশি হলেও সহজ। কিন্তু আসল যুদ্ধ শুরু হয় পরে। প্রায় ৩০০ এপ্লিকেশনের মধ্যে আমরা ৪০ জন চান্স পেয়েছি যার মধ্যে ০১ সেমিস্টার পর ৩০জন আছি। এখন ০২ সেমিস্টার পর কয়জন থাকবো জানিনা। আল্লাহ্ ভরসা।
এই হল ডুয়েটে এমএসসি ইন টেক্সটাইল প্রোগ্রামের সংক্ষিপ্ত বর্ণনা। ভালো লেগেছে কিনা জানিনা। আর কিছু জানা
বিঃদ্রঃ
একটি বর্ষের ৪০জন চান্সপ্রাপ্তদের মধ্যে এই পর্যালোচনা মাত্র একটি ছাত্রের।অন্যান্য ছাত্রদের মতামত ভিন্ন হতে পারে।
ধন্যবাদ।
ওয়েবসাইট লিংকে ভিজিট করুনঃ
http://www.duet.ac.bd/department/department-of-textile-engineering/
ভর্তির বিস্তারিত তথ্য জানতেঃ
http://www.duet.ac.bd/admission/postgraduate-admission/
For more Information
Head
Department of Textile Engineering (TE)
Dhaka University of Engineering & Technology, Gazipur, Gazipur-1700
Phone : +88-02-49274012, +88-02-49274034-53, Ext. 4221 (Off.)
Fax : +88-02-49274001, +88-02-49274002
E-mail: shahid@duet.ac.bd
লিখেছেনঃ
Konock Anowar
Primeasia Univeesity
গত এক বছর যাবত ডুয়েটে এমএসসি ইনটেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হওয়ার সুবাদে আমার তথা অনেকের প্রিয় ভাত্রিপ্রতিম বন্ধু ও পরোপকারী ব্যক্তি “জনাব আহসান হাবিব” আমাকে অনুরোধ করছে যেন ভবিষ্যৎ ভর্তিইচ্ছুক ভাইদের কিছু দরকারি ও উপকারী তথ্য সরবরাহ করি। আমি অতি নগণ্য ব্যক্তি এই কাজের জন্য।তার পরেও আমার বন্ধুর অনুরোধ রক্ষার্থে কিছু তথ্য দান করার চেষ্টা করছি। আশা করি উপকৃত হবেন। আসলে ডুয়েট নিয়ে তথ্য দিতে গেলে একটা রচনা লেখা যাবে মনে হয়। তবুও প্রয়োজনীয় তথ্য দিচ্ছি এখানে।
১. প্রথমেই বলে রাখি, আমি হচ্ছি ডুয়েট এর এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ৩য় ব্যাচের,২০১৬-২০১৭ পার্টটাইম ছাত্র। ডুয়েটে এই প্রোগ্রাম এ আমার জানামতে সবাই পার্টটাইম ছাত্র। সপ্তাহে ১-২ দিন ক্লাশ। ছাত্র পছন্দমতদিনে ক্লাস নিতে পারবে। ০২ দিনই নেয়ার বাধ্যবাধকতা নেই।
২. এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ১৮(থিউরি)+১৮(থিসিস)=৩৬ ক্রেডিট। ১৮ ক্রেডিট শেষ করতে কমপক্ষে০৬ মাসের ০২ সেমিস্টার লাগবে। বাকি ১৮ ক্রেডিট রিসার্চ কাজ। ০৫ বছরের জন্যছাত্রত্ত প্রদান করা হয় উক্ত প্রোগ্রামের জন্য।এখানে থিউরি কোর্স খুব একটা কঠিন নয়। নিয়মিত ক্লাস হচ্ছে শিক্ষকদের প্রথম চাহিদা।
বাকিটা এমনেই দেখবেন হয়ে যাচ্ছে। তাই বলে ০৫ বছর!!! অনেক সময় মনে হচ্ছে? ভর্তি হন। আর মনে হবেনা।
৩. ডুয়েট এর ছাত্রদের পুরোপুরি ভাবে স্বীয় যোগ্যতায় কারো উপর নির্ভর না করে ডিগ্রি অর্জন করতে হবে। এখানের শিক্ষকবৃন্দের ছাত্রদের প্রতি একটাই শ্লোগান “এমএসসি ডিগ্রি প্রদানের কিছুই নেই। এটা আপনাদের অর্জন করে নিতে হবে।সুতরাং প্রথমে কাজ/চাকুরী, দ্বিতীয় হচ্ছে এমএসসি ডিগ্রি, এমন মনোভাবের ছাত্রদের জন্য ডুয়েট ভালো চয়েস নয়”। বলাবাহুল্য, ডুয়েট এ ০৪ বছর পূর্বে এই এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী চালু হলেও এখন পর্যন্ত একজন শিক্ষার্থীও “এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হোল্ডার ফ্রম ডুয়েট”টাইটেল নিজের নামের পাশে লাগাতেপারে নাই।আশা করি আপনারা বুঝে গেছেন বাকিটা।
৪. এখন আসি ভর্তির কথায়।ডুয়েট এ ভর্তি হতে কয়েক ধাপ পরীক্ষা দিতে হবে। প্রথমে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করা ছাত্রদের ইকুইভ্যালেন্স+ডুয়েট এ ভর্তির আবেদন করার যোগ্যতায় পাশ করতেহবে। পাশ করলে তারপর ভর্তি পরীক্ষা দানের সুযোগ দানের আবেদন করতে হবে। এরপর হবে ভর্তি পরীক্ষা। লিখিত ও মৌখিক। এই চার ধাপে পাশ করলেই কেবলডুয়েট এর উক্ত প্রোগ্রামের ছাত্র হওয়ার যোগ্যতা পাওয়া যাবে। ডুয়েটে এমএসসি ইন টেক্সটাইল প্রোগ্রামের এর কোন মেজর সাবজেক্ট নেই।
যেকোনো মেজর সাবজেক্টধারী যেকোনো বিষয় নিয়ে থিসিস করতে পারবে।লিখিত পরীক্ষাও তাই হয় একক ফরমেটে।সময় ১.৫-২ঘন্টা।খুবই সহজ ও টেক্সটাইলের সাধারণ বিষয়ের আলোকে সর্ট প্রশ্ন থাকে। ডাইয়িং/নিটিং/স্পিনিং থেকে ২-৩টা সহজ সূত্রের ম্যাথ থাকে।গার্মেন্টস থেকে ছোট প্রশ্ন থাকে।যেমনঃ সুইং পার্টস এর নাম, কাজ,বিভিন্ন টেস্ট এর নাম/কাজ, ইত্যাদি ও শেষে একটা বড় প্রশ্ন,কোন বিষয়ে আমরা থিসিস করতে আগ্রহী এবং কারন।যা প্রশ্ন আসে,০১ঘণ্টায় পরীক্ষা শেষ করা সম্ভব।
আর একইদিনে ভাইভা হয়। নরমাল হাই/ হ্যালো। “কেন”,“কি” প্রশ্নের উত্তর।
ছাত্রের বেসিক ধারনা ও লিখিত পরীক্ষা নিয়ে আলোচনা হয় বোর্ড এ।
ব্যাস শেষ!!!!!! একদম সহজ।
শেষ কথাঃ
ডুয়েট এ ভর্তি পরীক্ষার পর্যায়বেশি হলেও সহজ। কিন্তু আসল যুদ্ধ শুরু হয় পরে। প্রায় ৩০০ এপ্লিকেশনের মধ্যে আমরা ৪০ জন চান্স পেয়েছি যার মধ্যে ০১ সেমিস্টার পর ৩০জন আছি। এখন ০২ সেমিস্টার পর কয়জন থাকবো জানিনা। আল্লাহ্ ভরসা।
এই হল ডুয়েটে এমএসসি ইন টেক্সটাইল প্রোগ্রামের সংক্ষিপ্ত বর্ণনা। ভালো লেগেছে কিনা জানিনা। আর কিছু জানা
বিঃদ্রঃ
একটি বর্ষের ৪০জন চান্সপ্রাপ্তদের মধ্যে এই পর্যালোচনা মাত্র একটি ছাত্রের।অন্যান্য ছাত্রদের মতামত ভিন্ন হতে পারে।
ধন্যবাদ।
ওয়েবসাইট লিংকে ভিজিট করুনঃ
http://www.duet.ac.bd/department/department-of-textile-engineering/
ভর্তির বিস্তারিত তথ্য জানতেঃ
http://www.duet.ac.bd/admission/postgraduate-admission/
For more Information
Head
Department of Textile Engineering (TE)
Dhaka University of Engineering & Technology, Gazipur, Gazipur-1700
Phone : +88-02-49274012, +88-02-49274034-53, Ext. 4221 (Off.)
Fax : +88-02-49274001, +88-02-49274002
E-mail: shahid@duet.ac.bd
লিখেছেনঃ
Konock Anowar
Primeasia Univeesity
1 টি মন্তব্য:
MSc ভর্তি গাইড কোথায় পাওয়া যাবে?
একটি মন্তব্য পোস্ট করুন