চাইনিজদের মার্কেটিং পলিসি - Textile Marketing Policy - Textile Lab | Textile Learning Blog

চাইনিজদের মার্কেটিং পলিসি - Textile Marketing Policy

আমার মামার কাছ থেকে আজ একটা অভিজ্ঞতা লাভ করলাম সেটা হচ্ছে  উনি মুলত মার্কেটিং ম্যানাজার এখন ফেব্রিক মার্কেটিং, একসোররিস মার্কেটিং করছেন ।  তারা সাথে কথার বিষয় ছিলো চাইনিজদের মার্কেটিং পলিসি নিয়ে  উনি আমাকে বললেন যে চাইনিজদের একটা পলিসি জানিস সেটা হচ্ছে এরা যখন এদেশে আসে তারা প্রাইস এতো কম বলে যে মনে হবে যে লোকাল সাপ্লাইয়ার দের প্রাইস গলাকাটা মনে হবে ।  এদের যখন ওর্ডার দিয়ে দিবি তখন এরা বিভিন্ন উছিলায় এর প্রাইস রিভাস করবো আর তখন দেখা যায় আমাদের লোকাল ম্যানুফেকচারারের চেয়ে এদের মুল্য অনেক বেশি হবে । 

তার একটা অর্ডার নিয়ে তিনি বললেন আমি এলসির টাইম নিলায়  ১২০ দিন মানে চার  মাস কিন্ত যখন তাদের প্রাইসের ভেলিডিটি চাইলাম এরা বলে একমাস , মামা বললেন আপনি LC Time আমাকে ১২০ দিন দিতে পারছেন সেখানে প্রাইস ভ্যালিডিটি কেনো ৩০ দিন, তিনি কন্ডিশন দিলে আমাকে প্রাইস ভ্যালিডিটি ৯০ দিন দিতে হবে ।   আপনার কোটেশন প্রাইস ৯০ এর ভেতরে চেইঞ্জ করতে পারবেন না,  উনি তাদের প্যাডে প্রাইস  ডিটেলস লিখে সিগনেচার নিলেন ।  প্রথমে না করতে চাইলেও পরে স্বাক্ষর দিলেন।  মামা পিক তুলে তাদের whats appe দিয়ে দিলেন রেফারেন্স হিসেবে ।  পরে ভদ্রলোক থামজ আফ দিলেন, বিজনেস  পলিসি বোঝার জন্য

মোরাল অফ দ্যা স্টোরি :-
আমাদের অভ্যাস সাদা চামড়া দেখলে বিশ্বাস করে ফেলা কিন্ত বিজনেসের ক্ষত্রে পলিসি আর ডকুমেন্টস ফেক্ট , ম্যান অরিজিন  অন্য কিন্তু ফেক্ট না।

এটা সম্পুর্ন একটা পার্সোনাল ভিউ এর জন্য সামগ্রিকভাবে সবাইকে দোষারোপ করা যাবে না, একজনের অভিজ্ঞতা অন্যজনের জন্য শিক্ষা তাই এ থেকে একটা  থিম শিখে রাখতে পারেন ।



কোন মন্তব্য নেই: