নীট ফেব্রিক থেকে Silicone Softener দূর করার উপায় - Textile Lab | Textile Learning Blog
কিভাবে Silicone Softener দূর করবেন নীট ফেব্রিক থেকে ?

আমরা সাধারণত ফিনিশিংয়ে সিলিকন সফেনার ইউজ করি  অনেক সময় ফিনিশিং এর পরো আমাদের ফেব্রিকের সেড কারেকশন করা লাগতে পারে, কিন্ত সিলিকন দেয়া ফেব্রিক ওয়াটার রেপিলেন্ট হয় এবজরবেন্সি কমে যায় যার ফলে একে প্রসেস করা দুরহ হয়ে যায় তা সিলিকন ফিনিশিং এর ফেব্রিক প্রেসেসে আসলে আগে তাকে সিলিকন রিমুভ এর জন্য ক্যামিকেল দিয়ে ওয়াস করা লাগে ।

ম্যাকানিজমঃ
ফেব্রিকের সিলিকন লেয়ার দূর করার ম্যানিজম হচ্ছে সারফেকটেন্টের উপস্থিতিতে  সিলিকন কে এলকালি বয়েলিংয়ের  সাহায্যে সিলিকনকে দ্রবনীয় সোডিয়াম  লবনে পরিনত করা ( সোডিয়াম সিলিকেট )।  সাধারণত সিনিকন আদ্রবনীয় একটা নেচার আছে যা পানিকে বিকর্যন করে ।  কিন্ত এলকালি বয়েলিং এর সাহায্যে একে দ্রবীভূত করা হয় ।

নিয়মঃ

১. মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী M:L মেইনটেইন করে পানি লোড করে নিন

২. রেসিপি অনুযায়ী ক্যামিকেল নিন

Recipe:
1. 15 to 20g/l Wetting agent (non-ionic).
2. 5 to 10g/l Soda Ash.
3. 2 to 3g/l Sequestering Agent.
4. 2 to 3g/l Soap (non-ionic).
ফেব্রিককে 80ºC-90ºC for 45 to 75 Minute অবধি ওয়াস করুন , এবজরবেন্সি আসা পর্যন্ত

৩. এর পর বাথ ড্রেইন করে 1 to 2g/l sequestering agent. দিয়ে একটি হট ওয়াস করে ফেলুন।

৪. ফাইনালি কোল্ড ওয়াস করে নিউট্রাল করে নিন । 

নীট ফেব্রিক থেকে Silicone Softener দূর করার উপায়

কিভাবে Silicone Softener দূর করবেন নীট ফেব্রিক থেকে ?

আমরা সাধারণত ফিনিশিংয়ে সিলিকন সফেনার ইউজ করি  অনেক সময় ফিনিশিং এর পরো আমাদের ফেব্রিকের সেড কারেকশন করা লাগতে পারে, কিন্ত সিলিকন দেয়া ফেব্রিক ওয়াটার রেপিলেন্ট হয় এবজরবেন্সি কমে যায় যার ফলে একে প্রসেস করা দুরহ হয়ে যায় তা সিলিকন ফিনিশিং এর ফেব্রিক প্রেসেসে আসলে আগে তাকে সিলিকন রিমুভ এর জন্য ক্যামিকেল দিয়ে ওয়াস করা লাগে ।

ম্যাকানিজমঃ
ফেব্রিকের সিলিকন লেয়ার দূর করার ম্যানিজম হচ্ছে সারফেকটেন্টের উপস্থিতিতে  সিলিকন কে এলকালি বয়েলিংয়ের  সাহায্যে সিলিকনকে দ্রবনীয় সোডিয়াম  লবনে পরিনত করা ( সোডিয়াম সিলিকেট )।  সাধারণত সিনিকন আদ্রবনীয় একটা নেচার আছে যা পানিকে বিকর্যন করে ।  কিন্ত এলকালি বয়েলিং এর সাহায্যে একে দ্রবীভূত করা হয় ।

নিয়মঃ

১. মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী M:L মেইনটেইন করে পানি লোড করে নিন

২. রেসিপি অনুযায়ী ক্যামিকেল নিন

Recipe:
1. 15 to 20g/l Wetting agent (non-ionic).
2. 5 to 10g/l Soda Ash.
3. 2 to 3g/l Sequestering Agent.
4. 2 to 3g/l Soap (non-ionic).
ফেব্রিককে 80ºC-90ºC for 45 to 75 Minute অবধি ওয়াস করুন , এবজরবেন্সি আসা পর্যন্ত

৩. এর পর বাথ ড্রেইন করে 1 to 2g/l sequestering agent. দিয়ে একটি হট ওয়াস করে ফেলুন।

৪. ফাইনালি কোল্ড ওয়াস করে নিউট্রাল করে নিন । 

কোন মন্তব্য নেই: