টি শার্টের কনজামশন এবং কস্টিং বের করার নিয়ম - Textile Lab | Textile Learning Blog

গার্মেন্টস-টেক্সটাইলে কস্টিং (মূল্য নির্ধারণ) অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । ইন্টারভিউ বোর্ডেও কস্টিং বিষয়ক প্রশ্ন থাকতে পারে (মার্চেন্ডাইজিং জবের ক্ষেত্রে) । একটি টি-শার্ট এর কস্টিং জেনে নিন, গার্মেন্টস-টেক্সটাইল এর সব ধরনের কস্টিং সম্পর্কে চমৎকার ধারণা পাওয়া যাবে-



কষ্টিং এর শুরুতেই নিচের দুইটি বিষয় নির্ণয় করতে হয়-

১ম ধাপ:
প্রতি কেজি কাপড়ের দাম এবং ১ টি শার্টের জন্য কতটুকু কাপড়ের প্রয়োজন 
নিট কাপড় (সাধারণের নিকট গেঞ্জির কাপড় নামে পরিচিত) দিয়ে টি-শার্ট তৈরি করতে প্রয়োজনীয় কাপড়ের পরিমান হিসেব করার ফরমুলা:

[{(হাফ চেষ্ট+এলাউন্স) ×(সিবি লেংথ+স্লিভ লেংথ+ এলাউন্স)}×জি.এস.এম×২]/১০০০০০০০  +ওয়েষ্টেজ%

উদাহরণঃ
হাফ চেষ্ট লেংথ (বুকের মাপ, শুধু সামনের অংশ)= ৬০ cm,
সিবি (CB-সেন্টার ব্যাক) লেংথ ( কলারের পেছনে মাঝমাঝি পয়েন্ট হতে লম্বালম্বি গেঞ্জি বা টি-শার্ট এর নিচ পর্যন্ত  দৈর্ঘ) = ৭৮ cm,

স্লিভ লেংথ (হাতার দৈর্ঘ) = ২৬ cm    

ফেব্রিক কন্জামশন=

[{(৬০+৪)×(৭৮+২৬+৫+৫)}×১৬০×২]/১০০০০০০০  +   ১০%

= .২৩৩  + ১০%

= .২৫৬ kg (per pc)

=.২৫৬×১২ kg (per dzn)

=৩.০৭ kg

মূল ফেব্রিকের সাথে নেক রিব, ব্যাক নেক টেপ এর ক্যালকুলেশনও করতে হয়। সচরাচর রিব কন্জামশন = ১৫০ গ্রাম/ডজন এবং ব্যাক নেক টেপ = ৫০ গ্রাম/ডজন হয়ে থাকে।








২য় ধাপ: 

এক্সেসরিজ, প্রিন্টিং, টেস্টিং, মেকিং, কমার্শিয়াল খরচ
বিস্তারিত:

১) প্রতি কেজি কাপড়ের দাম (সিংগেল জার্সি ১৬০ জিএসএম) নির্ণয় :

সূতার দাম/কেজি                           : $3.80

নিটিং খরচ/কেজি                          : $0.15

ডাইং  এবং ফিনিশং খরচ/কেজি    : $1.80
-----------------------------------------------------------
প্রতি কেজি কাপড়ের দাম                =  $5.75

প্রসেস লস                                        + 12%
------------------------------------------------------------
প্রতি কেজি কাপড়ের মোট মূল্য       = $6.44/kg

২) একটি টি-শার্ট এর দাম নির্ণয়:

১ টি-শার্ট এর জন্য প্রয়োজনীয় কাপড় : 0.255 kg/pc

♦ ১ টি শার্টে ব্যয়কৃত কাপড়ের দাম =   $1.64 (.255×$6.44)

♦এক্সেসরিজ এর দাম/পিস        =$.24

♦চেস্ট প্রিন্ট এর খরচ/পিস         =$.30

♦মেকিং খরচ/পিস                  =$.60

♦টেস্টিং খরচ/পিস                   =$.04

♦কমার্শিয়াল খরচ/পিস।            =$.03

♦লাভ/পিস                              =$.05
--------------------------------------------------------------
মোট বিক্রয় মূল্য/পিস              = $2.90/pc


এটি প্রাপ্ত বয়স্ক মানুষের টি-শার্ট এর কস্টিং । তবে জামার মাপ, কাপড়ের কনজাম্পশন, কাপড়ের মূল্য ভেদে দাম ভিন্ন হতে পারে।

এছাড়াও প্রতি কেজি কাপড়ের নিটিং চার্জ, ডাইং চার্জ এর  হিসেব প্রতিষ্ঠানটির স্ট্যান্ডার্ড এর উপর নির্ভর করে। প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভেরি করে।








Visit : kaporjama.com 

টি শার্টের কনজামশন এবং কস্টিং বের করার নিয়ম


গার্মেন্টস-টেক্সটাইলে কস্টিং (মূল্য নির্ধারণ) অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । ইন্টারভিউ বোর্ডেও কস্টিং বিষয়ক প্রশ্ন থাকতে পারে (মার্চেন্ডাইজিং জবের ক্ষেত্রে) । একটি টি-শার্ট এর কস্টিং জেনে নিন, গার্মেন্টস-টেক্সটাইল এর সব ধরনের কস্টিং সম্পর্কে চমৎকার ধারণা পাওয়া যাবে-



কষ্টিং এর শুরুতেই নিচের দুইটি বিষয় নির্ণয় করতে হয়-

১ম ধাপ:
প্রতি কেজি কাপড়ের দাম এবং ১ টি শার্টের জন্য কতটুকু কাপড়ের প্রয়োজন 
নিট কাপড় (সাধারণের নিকট গেঞ্জির কাপড় নামে পরিচিত) দিয়ে টি-শার্ট তৈরি করতে প্রয়োজনীয় কাপড়ের পরিমান হিসেব করার ফরমুলা:

[{(হাফ চেষ্ট+এলাউন্স) ×(সিবি লেংথ+স্লিভ লেংথ+ এলাউন্স)}×জি.এস.এম×২]/১০০০০০০০  +ওয়েষ্টেজ%

উদাহরণঃ
হাফ চেষ্ট লেংথ (বুকের মাপ, শুধু সামনের অংশ)= ৬০ cm,
সিবি (CB-সেন্টার ব্যাক) লেংথ ( কলারের পেছনে মাঝমাঝি পয়েন্ট হতে লম্বালম্বি গেঞ্জি বা টি-শার্ট এর নিচ পর্যন্ত  দৈর্ঘ) = ৭৮ cm,

স্লিভ লেংথ (হাতার দৈর্ঘ) = ২৬ cm    

ফেব্রিক কন্জামশন=

[{(৬০+৪)×(৭৮+২৬+৫+৫)}×১৬০×২]/১০০০০০০০  +   ১০%

= .২৩৩  + ১০%

= .২৫৬ kg (per pc)

=.২৫৬×১২ kg (per dzn)

=৩.০৭ kg

মূল ফেব্রিকের সাথে নেক রিব, ব্যাক নেক টেপ এর ক্যালকুলেশনও করতে হয়। সচরাচর রিব কন্জামশন = ১৫০ গ্রাম/ডজন এবং ব্যাক নেক টেপ = ৫০ গ্রাম/ডজন হয়ে থাকে।








২য় ধাপ: 

এক্সেসরিজ, প্রিন্টিং, টেস্টিং, মেকিং, কমার্শিয়াল খরচ
বিস্তারিত:

১) প্রতি কেজি কাপড়ের দাম (সিংগেল জার্সি ১৬০ জিএসএম) নির্ণয় :

সূতার দাম/কেজি                           : $3.80

নিটিং খরচ/কেজি                          : $0.15

ডাইং  এবং ফিনিশং খরচ/কেজি    : $1.80
-----------------------------------------------------------
প্রতি কেজি কাপড়ের দাম                =  $5.75

প্রসেস লস                                        + 12%
------------------------------------------------------------
প্রতি কেজি কাপড়ের মোট মূল্য       = $6.44/kg

২) একটি টি-শার্ট এর দাম নির্ণয়:

১ টি-শার্ট এর জন্য প্রয়োজনীয় কাপড় : 0.255 kg/pc

♦ ১ টি শার্টে ব্যয়কৃত কাপড়ের দাম =   $1.64 (.255×$6.44)

♦এক্সেসরিজ এর দাম/পিস        =$.24

♦চেস্ট প্রিন্ট এর খরচ/পিস         =$.30

♦মেকিং খরচ/পিস                  =$.60

♦টেস্টিং খরচ/পিস                   =$.04

♦কমার্শিয়াল খরচ/পিস।            =$.03

♦লাভ/পিস                              =$.05
--------------------------------------------------------------
মোট বিক্রয় মূল্য/পিস              = $2.90/pc


এটি প্রাপ্ত বয়স্ক মানুষের টি-শার্ট এর কস্টিং । তবে জামার মাপ, কাপড়ের কনজাম্পশন, কাপড়ের মূল্য ভেদে দাম ভিন্ন হতে পারে।

এছাড়াও প্রতি কেজি কাপড়ের নিটিং চার্জ, ডাইং চার্জ এর  হিসেব প্রতিষ্ঠানটির স্ট্যান্ডার্ড এর উপর নির্ভর করে। প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভেরি করে।








Visit : kaporjama.com 

কোন মন্তব্য নেই: