টেক্সটাইল জব হোল্ডাররের পাব্লিকেশন কিভাবে করবেন - Textile Lab | Textile Learning Blog

আইডিয়া 

আমরা প্রায় ফেক্টরিতে অনেক নিজস্ব অনেক টেকনিক ইউজ করে থাকি যাতে আমাদের টাইম, ক্যামিকেল সেইভ হয় ! 

আমরা প্রায় ফেক্টরিতে অনেক নিজস্ব অনেক ডিজাইন করে থাকি যা অনেক ইউনিক আগে হয়নি ! 

আমরা প্রায় ফেক্টরিতে অনেক নিজস্ব লে আউট ডিজাইন করি যাতে টাইম সেইভ হবে শিপমেন্ট প্রপারলি হয়। 

কেও সাস্টেইনিবিলিটি ডেভেলপ করছে। 

কেও RFT ডেভেলপ করছে। 

আমাদের অনেক এমন নিজস্ব আইডিয়া থাকে যার কোন স্বকৃীতি থাকে না আমাদের নিজস্বতা বলে কিছু থাকে না কিন্ত এটার জন্য ক্রেডিট আমাদের প্রপ্য  অনেকেই প্রসেস গুলি হাইড করেন কিন্ত সেইম কাজ গুলি নিয়ে অনেকেই কাজ করে বিধায় টুডে না হয় টুমোরো অন্য রা এটা আয়ত্ব করে ফেলে । 

উদাহরণ হিসেবে দেয়া যায় আমাদের রেডিও বা বেতারের আবিস্কারক জগদ্বীস চন্দ্রবসুর কথা রেডিও আবিস্কার করেও এর স্বকৃীতি পাননি পেয়েছেন মার্কোনী । কারন সে এর পেটেন্ট করে নিয়েছেন। 

আমাদের গুলি পেটেন্টের মতো জটিল বিষয় নয় এটা একটা জার্নালের মতো প্রকাশ করে নিলেই আমরা এর স্বকৃীতি পেতে পারি ।  তবে নিজেকে জ্বগদীস ভাবার কারন নেই কোন না কোন মার্কোনি ঠিকি সেটার আবিস্কার করবে আমারা যদি ভাবি কেও পারবে না সেটা ভুল।  আর আপনার কাজ দিয়ে প্রসেস ফলো করে কেও যদি সময় বাচায় এটা আপনার ক্রেডিট হবে, সবাই জানবে এই আইডিয়া, কন্সসেপ্ট, প্লান কার দেয়া।  টেক্সটাইল সেক্টরে ১২-১৪ ঘন্টা কাজ করা চেলেঞ্জিং তবে নিজের এমন কাজ প্রকাশিত হলে এর তৃপ্তি অনেক হবে । 

আমাদের যা করনীয়ঃ

আমরা আমাদের কাজ গুলিকে থিউরিতে রুপ দিয়ে আমাদের ডোমেস্টিক টেক্সটাইল জার্নাল, রিজওনাল টেক্সটাইল জার্নাল, ইন্টারন্যাশনাল জার্নাল, পপুলার ব্লগে আমরা পাব্লিশ করতে পারি ।  আমাদের সময় না থাকলে তাদের হেল্প নিলে তারা এটা লিখে দেন।  তবে ইন্টারন্যাশনাল হলে ভালো হয়।  কম বেশি অনেক টেক্সটাইল ম্যানেজমেন্ট এই জার্নাল গুলি পড়েন তাদের অবশ্যই দৃষ্টি গোচর হবে আপনার লেখা।

মাজেদুল হাসান শিশির 
টেক্সটাইল ব্লগার 
mazadulhasan@yahoo.com 
www.textillab.blogapot.com



টেক্সটাইল জব হোল্ডাররের পাব্লিকেশন কিভাবে করবেন


আইডিয়া 

আমরা প্রায় ফেক্টরিতে অনেক নিজস্ব অনেক টেকনিক ইউজ করে থাকি যাতে আমাদের টাইম, ক্যামিকেল সেইভ হয় ! 

আমরা প্রায় ফেক্টরিতে অনেক নিজস্ব অনেক ডিজাইন করে থাকি যা অনেক ইউনিক আগে হয়নি ! 

আমরা প্রায় ফেক্টরিতে অনেক নিজস্ব লে আউট ডিজাইন করি যাতে টাইম সেইভ হবে শিপমেন্ট প্রপারলি হয়। 

কেও সাস্টেইনিবিলিটি ডেভেলপ করছে। 

কেও RFT ডেভেলপ করছে। 

আমাদের অনেক এমন নিজস্ব আইডিয়া থাকে যার কোন স্বকৃীতি থাকে না আমাদের নিজস্বতা বলে কিছু থাকে না কিন্ত এটার জন্য ক্রেডিট আমাদের প্রপ্য  অনেকেই প্রসেস গুলি হাইড করেন কিন্ত সেইম কাজ গুলি নিয়ে অনেকেই কাজ করে বিধায় টুডে না হয় টুমোরো অন্য রা এটা আয়ত্ব করে ফেলে । 

উদাহরণ হিসেবে দেয়া যায় আমাদের রেডিও বা বেতারের আবিস্কারক জগদ্বীস চন্দ্রবসুর কথা রেডিও আবিস্কার করেও এর স্বকৃীতি পাননি পেয়েছেন মার্কোনী । কারন সে এর পেটেন্ট করে নিয়েছেন। 

আমাদের গুলি পেটেন্টের মতো জটিল বিষয় নয় এটা একটা জার্নালের মতো প্রকাশ করে নিলেই আমরা এর স্বকৃীতি পেতে পারি ।  তবে নিজেকে জ্বগদীস ভাবার কারন নেই কোন না কোন মার্কোনি ঠিকি সেটার আবিস্কার করবে আমারা যদি ভাবি কেও পারবে না সেটা ভুল।  আর আপনার কাজ দিয়ে প্রসেস ফলো করে কেও যদি সময় বাচায় এটা আপনার ক্রেডিট হবে, সবাই জানবে এই আইডিয়া, কন্সসেপ্ট, প্লান কার দেয়া।  টেক্সটাইল সেক্টরে ১২-১৪ ঘন্টা কাজ করা চেলেঞ্জিং তবে নিজের এমন কাজ প্রকাশিত হলে এর তৃপ্তি অনেক হবে । 

আমাদের যা করনীয়ঃ

আমরা আমাদের কাজ গুলিকে থিউরিতে রুপ দিয়ে আমাদের ডোমেস্টিক টেক্সটাইল জার্নাল, রিজওনাল টেক্সটাইল জার্নাল, ইন্টারন্যাশনাল জার্নাল, পপুলার ব্লগে আমরা পাব্লিশ করতে পারি ।  আমাদের সময় না থাকলে তাদের হেল্প নিলে তারা এটা লিখে দেন।  তবে ইন্টারন্যাশনাল হলে ভালো হয়।  কম বেশি অনেক টেক্সটাইল ম্যানেজমেন্ট এই জার্নাল গুলি পড়েন তাদের অবশ্যই দৃষ্টি গোচর হবে আপনার লেখা।

মাজেদুল হাসান শিশির 
টেক্সটাইল ব্লগার 
mazadulhasan@yahoo.com 
www.textillab.blogapot.com



কোন মন্তব্য নেই: