টেক্সটাইল ভাইবা কন্টেস্ট আইডিয়া | Textile Viba - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল ভাইবা কন্টেস্টঃ

টেক্সটাইল স্টুডেন্ট দের জন্য একটা ইফেক্টিভ কন্টেস্ট হচ্ছে টেক্সটাইল ভাইবা কন্টেস্ট এটা টেক্সটাইল রানিং স্টুডেন্টদের জন্য

টেক্সটাইল স্টুডেন্ট দের ৪ ভাগে ভাগ করে এই প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে
প্রথম বর্ষ
দ্বিতীয় বর্ষ
তৃতীয় বর্ষ
চতুর্থ বর্ষ


প্রতিযোগিতার বিষয় হচ্ছে আপনাকে আপনার পড়ে আসা বিষয় গুলি থেকে প্রশ্ন করা হবে আপনাকে সেই প্রশ্ন গুলি মৌখিক উত্তর দিতে হবে ।


ভাইবা নিবেন আপনার ফেকাল্টি গন বা এক্স স্টুডেন্ট গন সেখানে ভাইবা ৫-৬ জনের একটা বোর্ড থাকবে তাদের কাছে সকল স্টাডি ম্যাটেরিয়াল থাকবে আপনাকে তাদের ভেতর থেকে প্রশ্ন করা হবে আপনি সর্বাধিক কি পরিমাণ উত্তর দিতে পারেন বা বা কতো সুন্দর উপস্থাপন করতে পারেন আপনার তা যাছাই করে দেখা হবে।  নুনতম ৫০-১০০ প্রশ্ন করা যেতে পারে । এবং ওই অনুযায়ী স্টুডেন্টকে গ্রেডিং করে দেয়া হবে  A,B,C,D ক্যাটাগরিতে  ।


উপকারীতাঃ
এই আয়োজন এর অংশগ্রহণ করলে আপনার 
আগের পড়া গুলি রিভাইস হবে এবং বোর্ড ভাইবার অভিজ্ঞতা হয়ে যাবে।  আপনার যদি কোন লেকিংস থেকে থাকে আপনি ওই ভাইবায় বুঝবেন তখন নিজেকে শুধরে নেয়ার সুযোগ পাবেন । আয়োজক অবশ্যই আপনাদের ডিপার্টমেন্ট হতে হবে  ।


টেক্সটাইল ভাইবা কন্টেস্ট আইডিয়া | Textile Viba

টেক্সটাইল ভাইবা কন্টেস্টঃ

টেক্সটাইল স্টুডেন্ট দের জন্য একটা ইফেক্টিভ কন্টেস্ট হচ্ছে টেক্সটাইল ভাইবা কন্টেস্ট এটা টেক্সটাইল রানিং স্টুডেন্টদের জন্য

টেক্সটাইল স্টুডেন্ট দের ৪ ভাগে ভাগ করে এই প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে
প্রথম বর্ষ
দ্বিতীয় বর্ষ
তৃতীয় বর্ষ
চতুর্থ বর্ষ


প্রতিযোগিতার বিষয় হচ্ছে আপনাকে আপনার পড়ে আসা বিষয় গুলি থেকে প্রশ্ন করা হবে আপনাকে সেই প্রশ্ন গুলি মৌখিক উত্তর দিতে হবে ।


ভাইবা নিবেন আপনার ফেকাল্টি গন বা এক্স স্টুডেন্ট গন সেখানে ভাইবা ৫-৬ জনের একটা বোর্ড থাকবে তাদের কাছে সকল স্টাডি ম্যাটেরিয়াল থাকবে আপনাকে তাদের ভেতর থেকে প্রশ্ন করা হবে আপনি সর্বাধিক কি পরিমাণ উত্তর দিতে পারেন বা বা কতো সুন্দর উপস্থাপন করতে পারেন আপনার তা যাছাই করে দেখা হবে।  নুনতম ৫০-১০০ প্রশ্ন করা যেতে পারে । এবং ওই অনুযায়ী স্টুডেন্টকে গ্রেডিং করে দেয়া হবে  A,B,C,D ক্যাটাগরিতে  ।


উপকারীতাঃ
এই আয়োজন এর অংশগ্রহণ করলে আপনার 
আগের পড়া গুলি রিভাইস হবে এবং বোর্ড ভাইবার অভিজ্ঞতা হয়ে যাবে।  আপনার যদি কোন লেকিংস থেকে থাকে আপনি ওই ভাইবায় বুঝবেন তখন নিজেকে শুধরে নেয়ার সুযোগ পাবেন । আয়োজক অবশ্যই আপনাদের ডিপার্টমেন্ট হতে হবে  ।


কোন মন্তব্য নেই: