ডাইং প্রসেস ফ্লোচার্ট পলিস্টার পার্ট ডাইং | Polyster Dyeing Process - Textile Lab | Textile Learning Blog




প্রিট্রিটমেন্ট প্রসেসঃ স্কাওয়ারিং ব্লিচিং এঞ্জাইম

অক্সোলারি ইন্জেকশন 
ফেব্রিক লোডিং 
কাস্টিক (50°C X 5 min)
Per Oxide (70°C X 5 min)
স্কাওয়ারিং ( 105°C X 50 min)
  ওয়াস  25 min
নরমাল হট ওয়াস ( 90°C X 10 min)
ওয়াস  10 min
Acid + PC+Enzyme ( 55°C X 60 min)
এঞ্জাইম কিলিং (  70°C X 10 min)
ওয়াস  10 min

প্যারামিটারঃ
pH - 4.5
Check Hariness

Temperature Gradients
হিটিং  1.5°C /min
কুলিং 1°C /min


পলিস্টার ( TC, CVC,PC ) পার্ট ডাইংঃ

অক্সোলারি ইঞ্জেক্ট 
pH Check 4.5
টেম্পারেচার বাড়াতে হবে  110°C  [1.5°C/min Gradient ]
Run Time 15 min
টেম্পারেচার বাড়াতে হবে  130°C  [1°C/min Gradient ]
Run Time 30 min
Cooling to 110°C  [1°C/min Gradient ]
Run Time 15 min
Cooling to 75°C  [1.5°C/min Gradient ]
BD Wash 20 min
Normal Hot 80°CX15min
reduction (90°CX20min)
Wash 15 min
Normal Hot (70°CX15min)
Wash 10min
Acid  20min






নির্দেশনাঃ
১. ডাইং এর আগে pH চেক করে নিতে হবে

২. কালার মিক্সিং এর সময় এসিড, ডিস্পার্সেন্ট ব্যাবহার করতে হবে।

৩. লাইট কালারের রিডাকশন টেম্পারেচার ৮০ এর কম হোয়া যাবে না।

৪. ডিপ কালারের রিডাকশন টেম্পারেচার ৯০ এর কম হওয়া যাবে না।

৫. টেম্পারেচার Gradient   100% স্ট্রিক্টলি ফলো করতে হবে।

প্রসেসের বর্ননাঃ

পলিস্টার ডাইং এর শুরুতে ডাইং এসিস্টেন্ট বা অক্সোলারি ইঞ্জেক্ট করে দিতে এর কারন হচ্ছে ইঞ্জেকশন এর টাইম সেইভ হয় আর অক্সোলারির দরুন কোন ক্ষতিকারক সমস্যা হয়,  তবে পলিস্টার ডাইং pH অনেক বড় ফেক্ট এই কারনে ১০০%  pH মেইন টেইন করতে হয়। যেহেতু পলিস্টার থার্মোপ্লাস্টিক ফাইবার তাই এর জন্য টেম্পারেচার বড় ফেক্টর এর টেম্পারেচার ধীরে ধীরে উঠাতে হবে এখানে প্রথমে ১১০ পর্যন্ত রেইট 1.5°C/min এর পর ১৩০ এ তুলতে 1°C/মিন হারে তুলতে হবে।  কুলিং এর ক্ষত্রে এর পুরাই উল্টো করতে হবে ১১০ পর্যন্ত 1.5°C/min 75° পর্যন্ত  1.5°C/মিন হারে নামাতে হবে। রিডাকশন ক্লিন বাধ্যতামূলক পলিস্টারের ক্ষত্রে।

ডাইং প্রসেস ফ্লোচার্ট পলিস্টার পার্ট ডাইং | Polyster Dyeing Process





প্রিট্রিটমেন্ট প্রসেসঃ স্কাওয়ারিং ব্লিচিং এঞ্জাইম

অক্সোলারি ইন্জেকশন 
ফেব্রিক লোডিং 
কাস্টিক (50°C X 5 min)
Per Oxide (70°C X 5 min)
স্কাওয়ারিং ( 105°C X 50 min)
  ওয়াস  25 min
নরমাল হট ওয়াস ( 90°C X 10 min)
ওয়াস  10 min
Acid + PC+Enzyme ( 55°C X 60 min)
এঞ্জাইম কিলিং (  70°C X 10 min)
ওয়াস  10 min

প্যারামিটারঃ
pH - 4.5
Check Hariness

Temperature Gradients
হিটিং  1.5°C /min
কুলিং 1°C /min


পলিস্টার ( TC, CVC,PC ) পার্ট ডাইংঃ

অক্সোলারি ইঞ্জেক্ট 
pH Check 4.5
টেম্পারেচার বাড়াতে হবে  110°C  [1.5°C/min Gradient ]
Run Time 15 min
টেম্পারেচার বাড়াতে হবে  130°C  [1°C/min Gradient ]
Run Time 30 min
Cooling to 110°C  [1°C/min Gradient ]
Run Time 15 min
Cooling to 75°C  [1.5°C/min Gradient ]
BD Wash 20 min
Normal Hot 80°CX15min
reduction (90°CX20min)
Wash 15 min
Normal Hot (70°CX15min)
Wash 10min
Acid  20min






নির্দেশনাঃ
১. ডাইং এর আগে pH চেক করে নিতে হবে

২. কালার মিক্সিং এর সময় এসিড, ডিস্পার্সেন্ট ব্যাবহার করতে হবে।

৩. লাইট কালারের রিডাকশন টেম্পারেচার ৮০ এর কম হোয়া যাবে না।

৪. ডিপ কালারের রিডাকশন টেম্পারেচার ৯০ এর কম হওয়া যাবে না।

৫. টেম্পারেচার Gradient   100% স্ট্রিক্টলি ফলো করতে হবে।

প্রসেসের বর্ননাঃ

পলিস্টার ডাইং এর শুরুতে ডাইং এসিস্টেন্ট বা অক্সোলারি ইঞ্জেক্ট করে দিতে এর কারন হচ্ছে ইঞ্জেকশন এর টাইম সেইভ হয় আর অক্সোলারির দরুন কোন ক্ষতিকারক সমস্যা হয়,  তবে পলিস্টার ডাইং pH অনেক বড় ফেক্ট এই কারনে ১০০%  pH মেইন টেইন করতে হয়। যেহেতু পলিস্টার থার্মোপ্লাস্টিক ফাইবার তাই এর জন্য টেম্পারেচার বড় ফেক্টর এর টেম্পারেচার ধীরে ধীরে উঠাতে হবে এখানে প্রথমে ১১০ পর্যন্ত রেইট 1.5°C/min এর পর ১৩০ এ তুলতে 1°C/মিন হারে তুলতে হবে।  কুলিং এর ক্ষত্রে এর পুরাই উল্টো করতে হবে ১১০ পর্যন্ত 1.5°C/min 75° পর্যন্ত  1.5°C/মিন হারে নামাতে হবে। রিডাকশন ক্লিন বাধ্যতামূলক পলিস্টারের ক্ষত্রে।

কোন মন্তব্য নেই: