টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ M. Sc. করুন
জার্মানিতে গবেষণা এবং ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাসট্রি এবং টেক্সটাইল প্রোডাকশন টেকনোলজির উন্নতির জন্য বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছে।
RWTH Textaile Engineering department (ITA) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ তাদের উদ্ভাবনীর জন্য সম্মানিত হয়ে আসছে(Techtextile Innovation Award 2015)। RWTH Acahen University তে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ M. Sc. বিভিন্ন সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর আন্তঃবিষয়ক কারিকুলাম ড্রয়িং এর ব্যাবস্থা করেছে। এই প্রোগ্রামটি হাই-পারফরম্যান্স ফাইবারের উপর টেক্সটাইল টেকনোলজির সর্বশেষ উন্নতি সম্পর্কে ধারণা দেয়, টেক্সটাইল প্রোডাক্টস এবং মেশিনের জন্য টেক্সটাইল নতুন প্রক্রিয়া। ২০১৫ সালের জুনে প্রোগ্রামটি ASIIN এবং Textile Institute দ্বারা স্বীকৃতি পেয়েছে।
আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা যেসব নিয়ে কাজ করছেঃ
১। টেক্সটাইল পণ্য তৈরির জন্য নতুন মেশিনের উন্নয়নে কাজ করছে
২। হাই-পারফরম্যান্স ন্যানো-কম্পোজিট টেক্সটাইল উপাদানের উন্নতি সাধন
৩। অ্যারোনটিকস এবং কার-রেসিং এর জন্য “ফর্মুলা ১” এর মত স্থায়ী ফাইবার ম্যাটারিয়াল উদ্ভাবন
৪। টেক্সটাইল পণ্যের উন্নতির জন্য উন্নত পলিমার ও টেকনোলজির মিশ্রণের উন্নতি ঘটায়
৫। স্থায়ী ফাইবার প্লাস্টিক পণ্যের উৎপাদনের অভিনব উপায় উদ্ভাবন ও উন্নতি সাধন
৬। হৃদরোগের চিকিৎসায় বড় বড় লক্ষণ পর্যবেক্ষণ করতে পারে এমন স্মার্ট ফাইবারের ডিজাইন করে।
একটি আন্তর্জাতিক এবং আন্তঃবিষয়ক মাস্টার
টেক্সটাইল ইঞ্জিনিয়াররা এমন একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করেন যা তাদের গবেষণা, গ্রীষ্মকালীন ইন্টার্ন অভিজ্ঞতা, অটোমোটিভ ও অ্যাভিয়েশন ইন্ড্রাস্টির জন্য হাই-পারফরম্যান্স ফাইবার এর ডিজাইন করা ইত্যাদিতে সাহায্য করে। প্রোগ্রামটির আয়োজন এমনভাবে করা হয়েছে যে স্বল্প পরিসরে ফ্যাকাল্টিরা সবার দিকেই নজর দিতে পারেন।
এই গ্রাজুয়েট মাস্টার ডিগ্রী কোর্সটি যেসব বিষয়গুলোর জন্য গুরুত্ব পেয়েছে তা হলঃ আন্তর্জাতিকতা, উচ্চ যোগ্যতাসম্পন্ন তরুণ প্রফেশনালদের মাধ্যমে ট্রেনিং এর ব্যবস্থা করা, সম্মিলিত শিক্ষা ব্যাবস্থা, গবেষণা এবং ট্রেনিং এর বিষয় নিয়ে হাতে-কলমে কাজ করা ইত্যাদি।
এখানে শিক্ষার্থীরা যে বিষয়গুলো জানতে পারবে তা হলঃ
নতুন পণ্য, পদ্ধতি ও মেশিনের উন্নতি
বিদ্যমান পণ্য, পদ্ধতি ও মেশিনের উন্নতি
টেক্সটাইল পণ্য, পদ্ধতি ও মেশন সিম্যুলেট করা
মেশিনের ডিজাইন করা
RWTH থেকে এই মাস্টার ডিগ্রী কোর্স করার পর শিক্ষার্থীরা টেক্সটাইল মেশিনারী ও টেক্সটাইল পণ্যের উন্নয়নে বিভিন্ন খাতে কাজ করতে পারবে
মূল বিষয়ঃ
ইংরেজী ও জার্মান ভাষা শেখা
2 বছরের প্রোগ্রাম (4 টি সেমিস্টার)
120 CP (from WS 19/20) ক্রেডিট পয়েন্ট
মাস্টার অব সায়েন্স- M. Sc.
ফি- প্রতি সেমিস্টার এ EUR 4,900 euros per semester (from WS 19/20)
শুরুঃ প্রতি বছর অক্টোবরে
আবেদনের শেষ সময়ঃ প্রতি বছর মার্চে
প্রোগ্রাম ওভারভিউ
স্টুডেন্টরা ইংরেজী এবং জার্মান ভাষায় ক্লাশ করবে। তারা তাদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী গবেষণা বা কোর্স করতে পারবে।
প্রোগ্রামের অংশগুলো হলঃ
আবশ্যক কোর্স (লেকচার, এক্সারসাইজ, ল্যাবরেটরি কোর্স)
হাই- পারফম্যান্স ফাইবার, যোগ, নিয়ন্ত্রণ ইঞ্জিনিয়ারিং, মেশিন ডিজাইনের প্রক্রিয়া, গিয়ার এবং সংক্রমণ প্রযুক্তি, মাননিয়ন্ত্রণ ব্যাবস্থাপনা
হাই- পারফম্যান্স ফাইবার, যোগ, নিয়ন্ত্রণ ইঞ্জিনিয়ারিং, মেশিন ডিজাইনের প্রক্রিয়া, গিয়ার এবং সংক্রমণ প্রযুক্তি, মাননিয়ন্ত্রণ ব্যাবস্থাপনা
নির্বাচনীয় কোর্স (লেকচার, এক্সারসাইজ, ল্যাবরেটরি কোর্স)
অভিনব ব্যাবস্থাপনা, ফ্যাক্টরির প্লানিং, কাঠামোগত ভুল এবং কাঠামোগত উপাদান, টেকনিক্যাল টেক্সটাইল, সিনথেটিক ফাইবার
অভিনব ব্যাবস্থাপনা, ফ্যাক্টরির প্লানিং, কাঠামোগত ভুল এবং কাঠামোগত উপাদান, টেকনিক্যাল টেক্সটাইল, সিনথেটিক ফাইবার
মাস্টার থিসিস
গবেষণা প্রোজেক্ট (সুযোগ ট্র্যাক পছন্দের উপর নির্ভর করে)
CONTACT For Information
Erik Vanderheyden
Study Course Coordinator
TEXTILE@academy.rwth-aachen.de
ওয়েবসাইট ভিজিট করুন আরো বিস্তারিত জানার জন্য
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন