Linkedin Textile Network তৈরি করার আইডিয়া - Textile Lab | Textile Learning Blog
Linkedin Network :

টেক্সটাইল এর জব সোর্সিং এর জন্য কমন সাইট   বিডি জবস অনেকটাই কমন তাই,  টেক্সটাইল এমপ্লয়ার গন এখন বিডি জব এর পরিবর্তে এখন গ্লোবাল জব প্লাটফর্ম লিংকড ইন কে প্রাধান্য দিচ্ছেন তা ছাড়াও মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন গুলিতে সিভি সাবমিশনের সময় সফট কপিতে লিংকড ইন প্রোফাইল এর লিংক দিয়ে দেয়া হয় যাতে করে তারা প্রোফাইল ডিটেইল রিভিউ করে নিতে পারেন ।  দেখা যায় প্রায় সকল টেক্সটাইল প্রফেশনাল দের আইডি কম বেশি আছে।  এখানে কারো একটিভ কারো ইন একটিভ। 

বেশির ভাগ কোম্পানি ডিরেক্টর,  HR এক্সপার্ট,  মাল্টি ন্যাশনাল কোম্পানি বাইং হাউস  গুলো এখন লিংকড_ইন এ সার্কুলার দেন প্রফেশনাল হায়ার এর জন্য , লিংকড ইন প্রফেশনাল দের স্যোশাল মিডিয়া নন প্রফেশনাল লোক জন এখানে কম  ।

লিংকড ইন প্রোফাইল থাকা আর সিভি থাকা একই কথা তাই।

আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের প্রোফাইল থাকা জরুরী ।  যাদের আছে ভালো যাদের নাই তারা নতুন করে রেজিস্টার করে নিতে  পারেন ।

আইডিয়া প্লান :

১. আমাদের ডিপার্টমেন্ট এর  যারা টেক্সটাইল ট্রেডে যারা কাজ করতে ইচ্ছুক আপনাদের আইডি লিংক কমেন্ট করতে পারেন ।

২. টেক্সটাইল  এবং RMG ট্রেডে যারা  সম্পৃক্ত সবাই সবার সাথে কানেক্টেড হয়ে নিবো ।

৩. একে অন্যকে টেক্সটাইল রিলেটেড  এক্সপিরিয়েন্স এন্ডোস করবো। আর এন্ডোস করলে বিপরীতে নিজ প্রোফাইলের এন্ডোস পাওয়া যায়। 

৪. অন্য প্রফেশনালদের আইডি দেখে দেখে নিজেদের আইডি ডেভলপ করবো যতো ক্ষন পর্যন্ত আইডি অল স্টার প্রফাইল বা ফুল কম্পলিট  না হয় । এক্সপেরিন্স  যারা কি ভাবে এডিট করেছে প্রোফাইল সে ভাবে আমাদের সকলকে করতে হবে।

৫. আমরা সিনিয়র  প্রফেশনাল গন জুনিয়রদের  প্রফেশনাল রিকোমেন্ডেশন দেয়ার চেস্টা করবো   ।

৬. টেক্সটাইল এর মিউচুয়াল কানেকশন দেখে একে অন্যের বা টটেক্সটাইল রিলেটেড প্রফেশনালদের সাথে কানেক্টেড হতে পারি । এতে খুব সহজে কানেকশন খুজে পাওয়া যায়।

৭. এক জন অন্য জনের কানেক্টেড হওয়া গ্রুপ পেইজ দেখে নিজেরা টেক্সটাইল রিলেটেড ওই পেইজ গুলি ফলো করে রাখতে পারি । তবে পেইজ গুলি মাল্টি ন্যাশনাল টেক্সটাইল কোম্পানির বাংলাদেশি কান্ট্রি অফিসের হতে হবে।

৮. সর্বোপরি প্রফাইল ভিজিটর, এন্ডোস, রিকোমেন্ডেশন  বড়লে প্রফাইল এর ভ্যালু বাড়বে।

৯. বিভিন্ন কোম্পানির ডিরেক্টর, MD দের প্রফাইল গুলি ফলো করবো কারন তাদের প্রফাইলে সার্কুলার পাওয়া যাবে। তবে তাদের প্রফাইলে বুঝে শুনে ইনবক্স করা উচিৎ।

১০. মাল্টি ন্যাশনাল টেক্সটাইল কোম্পানি গুলির যারা কান্ট্রি ম্যানাজার আছেন তাদের ফলো করে নিবো এবং তাদের যে কোন একজনের প্রফাইলে বাকি অর্গানাইজেশন গুলির ফলোয়ার দের খুজে পাওয়া যাবে তাদের সবাইকে ফলো করবো ।

১১. যারা মার্কেটিং করি তাদের প্রফাইলে নিজেদের প্রডাক্ট গুলি প্রমোট করবো।

১২. যারা মার্চেন্ডাইজার তারা প্রডাক্ট গুলি লিংকডইনে সাপ্লাইয়ার খুঁজবো।

১৩. যারা জব সিকার তারা HR দের আইডি গুলিতে একটিভ থাকবেন।

১৪. যারা নতুন তারা আগে নিজ ইন্সটিটিউশন এর সিনিয়রদের থাকে কান্টেটেড হয়ে এক্সপেরিয়েন্সড হয়ে নেবেন কারন ,  আপনার অনুভিজ্ঞতা জন্য আপনাকে অন্যদের আইডি থেকে আনফলো করা হতে পারে।

১৫. টেক্সটাইল এর বাইরে কাওকে ফলো বা এক্সসেপ্ট করবেন না কারন অনেক  ব্যাংক, ফাইনেন্স, ল্যান্ড ব্রোকার এড হয়ে টেক্সট দিয়ে ইনবক্স ভরিয়ে দেবে যার দরুন টেক্সটাইল এর ব্যাতিরিকে কাওকে এড করা যাবে না।  এড করলেও তাদের আনফলো করে দিন।

নোট
এমনটি করলে নিজেদের মধ্যে কানেক্টিভিটি বাড়বে এবং অন্যদের বিষয়টা আকৃষ্ট করবে, বর্তমানে লিংকড ইন নিজের প্রফেশনাল ব্রেন্ডিং করার সবচেয়ে বড় মাধ্যম  । অনেক অর্গানাইজেশন লিংকড ইন প্রোফাইল কে CV এর সাবিস্টিটিউট হিসেবে গ্রহন করে ।

Registration Link :-
https://www.linkedin.com

বিদ্রঃ
বিগত কিছু দিন আগে আমরা আমাদের ব্লগের।, পেইজের ফলোয়ারদের মাঝে এই উদ্যোগ নিয়েছিলাম এর মাধ্যমে অনেকেই তাদের প্রোফাইল ঠিক করে নিয়েছেন এবং আমরা একে অন্যকে রিকোমেন্ডেশন এবং এক্সপেরিয়েন্স এন্ডোস করে দিয়েছি। যাদের এন্ডোস, ররিকোমেন্ডেশন এর প্রয়োজন হবে তারা প্রোফাইল ইনবক্সে একে অন্যকে নক করবে। কিংবা প্রোফাইল কমেন্ট করে পারেন।

Mazedul Hasan Shishir
https://www.linkedin.com/in/md-mazadul-hasan-shishir-1666112a



Linkedin Textile Network তৈরি করার আইডিয়া

Linkedin Network :

টেক্সটাইল এর জব সোর্সিং এর জন্য কমন সাইট   বিডি জবস অনেকটাই কমন তাই,  টেক্সটাইল এমপ্লয়ার গন এখন বিডি জব এর পরিবর্তে এখন গ্লোবাল জব প্লাটফর্ম লিংকড ইন কে প্রাধান্য দিচ্ছেন তা ছাড়াও মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন গুলিতে সিভি সাবমিশনের সময় সফট কপিতে লিংকড ইন প্রোফাইল এর লিংক দিয়ে দেয়া হয় যাতে করে তারা প্রোফাইল ডিটেইল রিভিউ করে নিতে পারেন ।  দেখা যায় প্রায় সকল টেক্সটাইল প্রফেশনাল দের আইডি কম বেশি আছে।  এখানে কারো একটিভ কারো ইন একটিভ। 

বেশির ভাগ কোম্পানি ডিরেক্টর,  HR এক্সপার্ট,  মাল্টি ন্যাশনাল কোম্পানি বাইং হাউস  গুলো এখন লিংকড_ইন এ সার্কুলার দেন প্রফেশনাল হায়ার এর জন্য , লিংকড ইন প্রফেশনাল দের স্যোশাল মিডিয়া নন প্রফেশনাল লোক জন এখানে কম  ।

লিংকড ইন প্রোফাইল থাকা আর সিভি থাকা একই কথা তাই।

আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের প্রোফাইল থাকা জরুরী ।  যাদের আছে ভালো যাদের নাই তারা নতুন করে রেজিস্টার করে নিতে  পারেন ।

আইডিয়া প্লান :

১. আমাদের ডিপার্টমেন্ট এর  যারা টেক্সটাইল ট্রেডে যারা কাজ করতে ইচ্ছুক আপনাদের আইডি লিংক কমেন্ট করতে পারেন ।

২. টেক্সটাইল  এবং RMG ট্রেডে যারা  সম্পৃক্ত সবাই সবার সাথে কানেক্টেড হয়ে নিবো ।

৩. একে অন্যকে টেক্সটাইল রিলেটেড  এক্সপিরিয়েন্স এন্ডোস করবো। আর এন্ডোস করলে বিপরীতে নিজ প্রোফাইলের এন্ডোস পাওয়া যায়। 

৪. অন্য প্রফেশনালদের আইডি দেখে দেখে নিজেদের আইডি ডেভলপ করবো যতো ক্ষন পর্যন্ত আইডি অল স্টার প্রফাইল বা ফুল কম্পলিট  না হয় । এক্সপেরিন্স  যারা কি ভাবে এডিট করেছে প্রোফাইল সে ভাবে আমাদের সকলকে করতে হবে।

৫. আমরা সিনিয়র  প্রফেশনাল গন জুনিয়রদের  প্রফেশনাল রিকোমেন্ডেশন দেয়ার চেস্টা করবো   ।

৬. টেক্সটাইল এর মিউচুয়াল কানেকশন দেখে একে অন্যের বা টটেক্সটাইল রিলেটেড প্রফেশনালদের সাথে কানেক্টেড হতে পারি । এতে খুব সহজে কানেকশন খুজে পাওয়া যায়।

৭. এক জন অন্য জনের কানেক্টেড হওয়া গ্রুপ পেইজ দেখে নিজেরা টেক্সটাইল রিলেটেড ওই পেইজ গুলি ফলো করে রাখতে পারি । তবে পেইজ গুলি মাল্টি ন্যাশনাল টেক্সটাইল কোম্পানির বাংলাদেশি কান্ট্রি অফিসের হতে হবে।

৮. সর্বোপরি প্রফাইল ভিজিটর, এন্ডোস, রিকোমেন্ডেশন  বড়লে প্রফাইল এর ভ্যালু বাড়বে।

৯. বিভিন্ন কোম্পানির ডিরেক্টর, MD দের প্রফাইল গুলি ফলো করবো কারন তাদের প্রফাইলে সার্কুলার পাওয়া যাবে। তবে তাদের প্রফাইলে বুঝে শুনে ইনবক্স করা উচিৎ।

১০. মাল্টি ন্যাশনাল টেক্সটাইল কোম্পানি গুলির যারা কান্ট্রি ম্যানাজার আছেন তাদের ফলো করে নিবো এবং তাদের যে কোন একজনের প্রফাইলে বাকি অর্গানাইজেশন গুলির ফলোয়ার দের খুজে পাওয়া যাবে তাদের সবাইকে ফলো করবো ।

১১. যারা মার্কেটিং করি তাদের প্রফাইলে নিজেদের প্রডাক্ট গুলি প্রমোট করবো।

১২. যারা মার্চেন্ডাইজার তারা প্রডাক্ট গুলি লিংকডইনে সাপ্লাইয়ার খুঁজবো।

১৩. যারা জব সিকার তারা HR দের আইডি গুলিতে একটিভ থাকবেন।

১৪. যারা নতুন তারা আগে নিজ ইন্সটিটিউশন এর সিনিয়রদের থাকে কান্টেটেড হয়ে এক্সপেরিয়েন্সড হয়ে নেবেন কারন ,  আপনার অনুভিজ্ঞতা জন্য আপনাকে অন্যদের আইডি থেকে আনফলো করা হতে পারে।

১৫. টেক্সটাইল এর বাইরে কাওকে ফলো বা এক্সসেপ্ট করবেন না কারন অনেক  ব্যাংক, ফাইনেন্স, ল্যান্ড ব্রোকার এড হয়ে টেক্সট দিয়ে ইনবক্স ভরিয়ে দেবে যার দরুন টেক্সটাইল এর ব্যাতিরিকে কাওকে এড করা যাবে না।  এড করলেও তাদের আনফলো করে দিন।

নোট
এমনটি করলে নিজেদের মধ্যে কানেক্টিভিটি বাড়বে এবং অন্যদের বিষয়টা আকৃষ্ট করবে, বর্তমানে লিংকড ইন নিজের প্রফেশনাল ব্রেন্ডিং করার সবচেয়ে বড় মাধ্যম  । অনেক অর্গানাইজেশন লিংকড ইন প্রোফাইল কে CV এর সাবিস্টিটিউট হিসেবে গ্রহন করে ।

Registration Link :-
https://www.linkedin.com

বিদ্রঃ
বিগত কিছু দিন আগে আমরা আমাদের ব্লগের।, পেইজের ফলোয়ারদের মাঝে এই উদ্যোগ নিয়েছিলাম এর মাধ্যমে অনেকেই তাদের প্রোফাইল ঠিক করে নিয়েছেন এবং আমরা একে অন্যকে রিকোমেন্ডেশন এবং এক্সপেরিয়েন্স এন্ডোস করে দিয়েছি। যাদের এন্ডোস, ররিকোমেন্ডেশন এর প্রয়োজন হবে তারা প্রোফাইল ইনবক্সে একে অন্যকে নক করবে। কিংবা প্রোফাইল কমেন্ট করে পারেন।

Mazedul Hasan Shishir
https://www.linkedin.com/in/md-mazadul-hasan-shishir-1666112a



২টি মন্তব্য:

Riad badhon বলেছেন...

I regularly read your blog's article . And share your post beacuse I know it is so much helpful and effective .
My LinkedIn link
https://www.linkedin.com/in/riad-badhon-3487a0142
Facebook
www.Facebook.com/ridu.badhon

Texknoter বলেছেন...

টেক্সটাইল এবং এপ্যারেল ইন্ডাস্ট্রির জন্য পেশাদার নেটওয়ার্কিং এপঃ Texknoter, এখানে সবাইকে পাচ্ছেন সহজেই। আজই ডাউনলোড করুনঃ https://play.google.com/store/apps/details?id=com.texknoter