গার্মেন্টস ওয়াশিংয়ের (নীট) জব সম্পর্কিত কিছু তথ্যঃ
বেতনসীমা :১০০০০ থেকে ২,৫০,০০০
প্রারম্ভিক পদবী : এসিস্টেন্ট প্রোডাকশন অফিসার (টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য)
প্রারম্ভিক বেতন : ১৫,০০০ থেকে ১৮,০০০
শিক্ষানবিস কাল : ৬ মাস
ম্যানেজার হতে সময় লাগে : ৫/৬ বছর
সর্বোচ্চ পোস্ট : জিএম
সর্বোচ্চ বেতন : ২,৫০,০০০ ( নির্ভর করে ফেক্টরির উপর )
চাকুরী পরিবর্তনের সুযোগ : তুলনামূলক অনেক কম
নিজেকে মেলে ধরার সুযোগ : আপনার দক্ষতা এবং কঠোর পরিশ্রম আপনাকে এগিয়ে নিয়ে যাবে ৷ যত বেশী দক্ষতার সাথে কাজ করবেন তত তাড়াতাড়ি উপরে উঠতে পারবেন ৷
কর্তৃপক্ষের নজরে আসার সুযোগ : দক্ষতার সাথে কাজ করতে পারলে সহজেই কর্তৃপক্ষের নজরে আসা যায় কারন ওয়াশিংয়ের বেশীরভাগ কাজই ম্যানুয়াল, মাথা কাটিয়ে করতে হয়৷ আপনি যত প্রবলেম সল্ভ এবং নির্ভুলভাবে কাজ করতে পারবেন ততই উপরের মহলের নজরে আসবেন ৷
কাজের স্বীকৃতি : যেহেতু এই ডিপার্টমেন্টে একই সাথে অনেকজন কাজ করে সেহেতু এখানে প্রতিযোগিতায় ঠিকে থাকতে হবে ৷ আর প্রতিযোগিতায় আপনি যদি আপনার ভালো শক্ত অবস্থান ধরে রাখতে পারেন তবে অবশ্যই কাজের স্বীকৃতি পাবেন, আর সেটা পাবেন প্রমোশন এবং মোটা ইনক্রিমেন্ট এর মাধ্যমে ৷
চাকুরীর বাজার : প্রার্থীর চেয়ে চাকুরী কম ৷
অফিসিয়াল কাজ : ১৫ %
হাতে কলমে কাজ : ৭০ %
ম্যানেজারিয়াল কাজ : ১৫ %
(পোস্ট অনুসারে কাজের তারতম্য হবে)
কর্মক্ষেত্রঃ নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম এবং ইপিজেড সমুহে ৷
কাজের স্বাধীনতা : কাজের স্বাধীনতা অনেক ৷ পোস্ট অনুসারে আপনি নিজের মনের মত করে কাজ করতে পারবেন৷ নতুন নতুন প্রসেস প্রয়োগ করে প্রোডাক্ট ডেভেলপ করার সুযোগ পাবেন ৷ আপনার কাছে অনেক চ্যালেন্জিং প্রবলেম আসবে আর সেই সমস্যাগুলো সল্ভ করার মত সুযোগ পাবেন ৷
কাজের চাপ : তুলনামূলক অনেক বেশী, সারাক্ষন সতর্ক থাকা লাগে। কারন আপনার একটি ভুল ডিসিশন/ একটা পয়েন্টের ব্যবধানে নষ্ট হয়ে যেতে পারে অনেকগুলো কমপ্লিট গার্মেন্টস ৷
কাজের ঝুঁকি : যেহেতু ওয়াশিং এর কাজ কমপ্লিট গার্মেন্টস এবং শেড নিয়ে তাই অনেক বেশী সতর্ক থাকতে হয় ,কারণ আপনার সামান্য একটু ভুল, গাফিলতির জন্য একটা ব্যাচ কমপ্লিট গার্মেন্টস নষ্ট হয়ে যেতে পারে ৷
কাজের জবাবদিহীতা : জবাবদিহিতা অনেক বেশী কারন ওয়াশিংয়ের কাজ গুলো হয় কমপ্লিট গার্মেন্টের উপর এবং শিপমেন্ট ডেট থাকে খুবই সন্নিকটে তাই কাজ করার সময় কোন ভুল হলে ক্ষতিও বেশী হয় এবং শিপমেন্ট এয়ারে হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ৷ তাই উর্ধতন কর্তপক্ষের নজরও বেশী থাকে এই সেক্টরের উপর আর উর্ধতন বস মানেই জবাবদিহিতা আর জবাবদিহিতা ৷ তবে সবসময় সতর্ক থাকলে জবাবদিহিতার পরিমান কমানো যায় ৷
কাজের সময়কাল : ১০ থেকে ১২ ঘন্টা ৷ প্রোডাকশন অফিসার থেকে এসিসট্যান্ট ম্যানেজার/ম্যানেজারদের শিফটিং ডিউটি করতে হয় ৷
কাজের গুরুত্ব : অনেক বেশি, কারন একই আর সেটা হচ্ছে কমপ্লিট বডি ৷ সামান্য ভুলের জন্য কয়েকশ কেজি গার্মেন্টস নষ্ট হয়ে যেতে পারে ৷
প্রযুক্তিগত জ্ঞান ব্যবহারের সুযোগ : অনেক ৷ কারন এখানে আপনি অনেক ধরনের মেশিন ব্যবহারের সুযোগ পাবেন ৷ তাছাড়া বিভিন্ন প্রকার কেমিক্যাল ব্যবহার করার সুযোগ পাবেন যা আপনার দক্ষতা আরো বাড়াবে ৷
কাজের পরিবেশ নিয়ন্ত্রণ : যেহেতু প্রোডাকশন ফ্লোর এবং অনেকের সাথে কাজ করতে হয় তাই সবার সাথে মিলেমিশে কাজ করতে হয় এবং নিজের ওয়েট বজায় রেখে ফ্লোরে চলতে হয় ৷ আপনি যত কাজ করাতে পারবেন বসরা ততই আপনার প্রতি সন্তুষ্ট থাকবে ৷
কর্মক্ষেত্রে বাধা : কথিত আছে, "ওয়াশিংয়ের জব করলে রিজয়েন পেপার সবসময় সাথে রাখতে হয়" কারনটা নিশ্চয় বুঝেছেন ৷ কাজ করতে গেলে ভুল হবেই আর অন্য যেকোন সেকশনের ভূলের চেয়ে ওয়াশিং এর ভূল ঘোরতর কারন একটাই সেটা হচ্ছে 'কমপ্লিট বডি' ৷ সেই ভুলের মাসুল দিতে হয় চাকরী হারিয়ে অথবা জরিমানা দিয়ে ৷
ওয়াশিংয়ের জবের আরেকটা সমস্যা হচ্ছে হাই টেম্পারেচার ফ্লোর ৷ বেশীরভাগ ওয়াশিংই স্টিলের বিল্ডিং বা বিল্ডিংয়ের নীচ তলায় হয় বিধায় নরমাল টেম্পারেচার থেকে ২/৩ ডিগ্রী সেলসিয়াস বেশী হয় তাই গরম বেশী লাগে ৷ তাছাড়া ড্রায়ারের গরমতো আছেই (যদিও পরে সবাই অভ্যস্থ হয়ে যায় )৷
ওয়ার্কার, অপারেটররা বেশীরভাগই শিক্ষিত কম হয় তাই তাদের কে কন্ট্রোল করতে না পারাও আপনার জন্য বাধা হতে পারে যদি না আপনি দক্ষতার সাথে পরিচালনা না করতে পারেন ৷ বসের গালি ডায়িংয়ের কমন বিষয়, সো গালি খেয়ে মন খারাপ করে বসে থাকলে হবে না ৷
কর্মক্ষেত্রে মূল্যায়নঃ গড়পড়তা, ফ্যাক্টরিভেদে ভিন্ন রকম হয় ৷
সামাজিক মূল্যায়ন : ওয়াশিং সেকশন টেক্সটাইলেরই অন্তর্ভুক্ত, আর টেক্সটাইল ডিপার্টমেন্টএর যেকোন অফিসার ম্যানেজারদের সমাজে আলাদা মূল্যায়ন রয়েছে ৷ বেতন ভাতাদিওতো কম না ৷
সামাজিকতা রক্ষা : অনেক সময়ই সম্ভব হয়না, কাজের প্রেশার দায়বদ্ধতা অনেক ৷
অস্তিত্বের গর্ববোধ : ওয়াশিং ডিপার্টমেন্ট ক্রিয়েটিভিটির আতুরঘর, চ্যালেঞ্জিং অনেক প্রবলেম সল্ভ করা যায় ৷ যখন কেউ ক্রিয়েটিভ কিছু করে অথবা কোন বড় সমস্যা সমাধান করে তখন সে আত্মতৃপ্তি পায় এবং নিজেকে নিয়ে গর্ববোধ করে ৷
বেতনসীমা :১০০০০ থেকে ২,৫০,০০০
প্রারম্ভিক পদবী : এসিস্টেন্ট প্রোডাকশন অফিসার (টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য)
প্রারম্ভিক বেতন : ১৫,০০০ থেকে ১৮,০০০
শিক্ষানবিস কাল : ৬ মাস
ম্যানেজার হতে সময় লাগে : ৫/৬ বছর
সর্বোচ্চ পোস্ট : জিএম
সর্বোচ্চ বেতন : ২,৫০,০০০ ( নির্ভর করে ফেক্টরির উপর )
চাকুরী পরিবর্তনের সুযোগ : তুলনামূলক অনেক কম
নিজেকে মেলে ধরার সুযোগ : আপনার দক্ষতা এবং কঠোর পরিশ্রম আপনাকে এগিয়ে নিয়ে যাবে ৷ যত বেশী দক্ষতার সাথে কাজ করবেন তত তাড়াতাড়ি উপরে উঠতে পারবেন ৷
কর্তৃপক্ষের নজরে আসার সুযোগ : দক্ষতার সাথে কাজ করতে পারলে সহজেই কর্তৃপক্ষের নজরে আসা যায় কারন ওয়াশিংয়ের বেশীরভাগ কাজই ম্যানুয়াল, মাথা কাটিয়ে করতে হয়৷ আপনি যত প্রবলেম সল্ভ এবং নির্ভুলভাবে কাজ করতে পারবেন ততই উপরের মহলের নজরে আসবেন ৷
কাজের স্বীকৃতি : যেহেতু এই ডিপার্টমেন্টে একই সাথে অনেকজন কাজ করে সেহেতু এখানে প্রতিযোগিতায় ঠিকে থাকতে হবে ৷ আর প্রতিযোগিতায় আপনি যদি আপনার ভালো শক্ত অবস্থান ধরে রাখতে পারেন তবে অবশ্যই কাজের স্বীকৃতি পাবেন, আর সেটা পাবেন প্রমোশন এবং মোটা ইনক্রিমেন্ট এর মাধ্যমে ৷
চাকুরীর বাজার : প্রার্থীর চেয়ে চাকুরী কম ৷
অফিসিয়াল কাজ : ১৫ %
হাতে কলমে কাজ : ৭০ %
ম্যানেজারিয়াল কাজ : ১৫ %
(পোস্ট অনুসারে কাজের তারতম্য হবে)
কর্মক্ষেত্রঃ নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম এবং ইপিজেড সমুহে ৷
কাজের স্বাধীনতা : কাজের স্বাধীনতা অনেক ৷ পোস্ট অনুসারে আপনি নিজের মনের মত করে কাজ করতে পারবেন৷ নতুন নতুন প্রসেস প্রয়োগ করে প্রোডাক্ট ডেভেলপ করার সুযোগ পাবেন ৷ আপনার কাছে অনেক চ্যালেন্জিং প্রবলেম আসবে আর সেই সমস্যাগুলো সল্ভ করার মত সুযোগ পাবেন ৷
কাজের চাপ : তুলনামূলক অনেক বেশী, সারাক্ষন সতর্ক থাকা লাগে। কারন আপনার একটি ভুল ডিসিশন/ একটা পয়েন্টের ব্যবধানে নষ্ট হয়ে যেতে পারে অনেকগুলো কমপ্লিট গার্মেন্টস ৷
কাজের ঝুঁকি : যেহেতু ওয়াশিং এর কাজ কমপ্লিট গার্মেন্টস এবং শেড নিয়ে তাই অনেক বেশী সতর্ক থাকতে হয় ,কারণ আপনার সামান্য একটু ভুল, গাফিলতির জন্য একটা ব্যাচ কমপ্লিট গার্মেন্টস নষ্ট হয়ে যেতে পারে ৷
কাজের জবাবদিহীতা : জবাবদিহিতা অনেক বেশী কারন ওয়াশিংয়ের কাজ গুলো হয় কমপ্লিট গার্মেন্টের উপর এবং শিপমেন্ট ডেট থাকে খুবই সন্নিকটে তাই কাজ করার সময় কোন ভুল হলে ক্ষতিও বেশী হয় এবং শিপমেন্ট এয়ারে হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ৷ তাই উর্ধতন কর্তপক্ষের নজরও বেশী থাকে এই সেক্টরের উপর আর উর্ধতন বস মানেই জবাবদিহিতা আর জবাবদিহিতা ৷ তবে সবসময় সতর্ক থাকলে জবাবদিহিতার পরিমান কমানো যায় ৷
কাজের সময়কাল : ১০ থেকে ১২ ঘন্টা ৷ প্রোডাকশন অফিসার থেকে এসিসট্যান্ট ম্যানেজার/ম্যানেজারদের শিফটিং ডিউটি করতে হয় ৷
কাজের গুরুত্ব : অনেক বেশি, কারন একই আর সেটা হচ্ছে কমপ্লিট বডি ৷ সামান্য ভুলের জন্য কয়েকশ কেজি গার্মেন্টস নষ্ট হয়ে যেতে পারে ৷
প্রযুক্তিগত জ্ঞান ব্যবহারের সুযোগ : অনেক ৷ কারন এখানে আপনি অনেক ধরনের মেশিন ব্যবহারের সুযোগ পাবেন ৷ তাছাড়া বিভিন্ন প্রকার কেমিক্যাল ব্যবহার করার সুযোগ পাবেন যা আপনার দক্ষতা আরো বাড়াবে ৷
কাজের পরিবেশ নিয়ন্ত্রণ : যেহেতু প্রোডাকশন ফ্লোর এবং অনেকের সাথে কাজ করতে হয় তাই সবার সাথে মিলেমিশে কাজ করতে হয় এবং নিজের ওয়েট বজায় রেখে ফ্লোরে চলতে হয় ৷ আপনি যত কাজ করাতে পারবেন বসরা ততই আপনার প্রতি সন্তুষ্ট থাকবে ৷
কর্মক্ষেত্রে বাধা : কথিত আছে, "ওয়াশিংয়ের জব করলে রিজয়েন পেপার সবসময় সাথে রাখতে হয়" কারনটা নিশ্চয় বুঝেছেন ৷ কাজ করতে গেলে ভুল হবেই আর অন্য যেকোন সেকশনের ভূলের চেয়ে ওয়াশিং এর ভূল ঘোরতর কারন একটাই সেটা হচ্ছে 'কমপ্লিট বডি' ৷ সেই ভুলের মাসুল দিতে হয় চাকরী হারিয়ে অথবা জরিমানা দিয়ে ৷
ওয়াশিংয়ের জবের আরেকটা সমস্যা হচ্ছে হাই টেম্পারেচার ফ্লোর ৷ বেশীরভাগ ওয়াশিংই স্টিলের বিল্ডিং বা বিল্ডিংয়ের নীচ তলায় হয় বিধায় নরমাল টেম্পারেচার থেকে ২/৩ ডিগ্রী সেলসিয়াস বেশী হয় তাই গরম বেশী লাগে ৷ তাছাড়া ড্রায়ারের গরমতো আছেই (যদিও পরে সবাই অভ্যস্থ হয়ে যায় )৷
ওয়ার্কার, অপারেটররা বেশীরভাগই শিক্ষিত কম হয় তাই তাদের কে কন্ট্রোল করতে না পারাও আপনার জন্য বাধা হতে পারে যদি না আপনি দক্ষতার সাথে পরিচালনা না করতে পারেন ৷ বসের গালি ডায়িংয়ের কমন বিষয়, সো গালি খেয়ে মন খারাপ করে বসে থাকলে হবে না ৷
কর্মক্ষেত্রে মূল্যায়নঃ গড়পড়তা, ফ্যাক্টরিভেদে ভিন্ন রকম হয় ৷
সামাজিক মূল্যায়ন : ওয়াশিং সেকশন টেক্সটাইলেরই অন্তর্ভুক্ত, আর টেক্সটাইল ডিপার্টমেন্টএর যেকোন অফিসার ম্যানেজারদের সমাজে আলাদা মূল্যায়ন রয়েছে ৷ বেতন ভাতাদিওতো কম না ৷
সামাজিকতা রক্ষা : অনেক সময়ই সম্ভব হয়না, কাজের প্রেশার দায়বদ্ধতা অনেক ৷
অস্তিত্বের গর্ববোধ : ওয়াশিং ডিপার্টমেন্ট ক্রিয়েটিভিটির আতুরঘর, চ্যালেঞ্জিং অনেক প্রবলেম সল্ভ করা যায় ৷ যখন কেউ ক্রিয়েটিভ কিছু করে অথবা কোন বড় সমস্যা সমাধান করে তখন সে আত্মতৃপ্তি পায় এবং নিজেকে নিয়ে গর্ববোধ করে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন