স্টেন্ডার্ড টার্গেট সেড হিসেবে কখন কোনটি ব্যাবহার হয় - Textile Lab | Textile Learning Blog
স্টেন্ডার্ড টার্গেট সেড :







PP :
এটা ল্যাব ডিপ এপ্রুভাল এর পরে বাল্ক করার আগে প্রি প্রডাকশন স্যাম্পল নিয়ে থাকে এটা এপ্রুভ করলে এটা ফলো করে ডাইং করতে বলে বায়ার।

DLV ডেলিভারি  :
ল্যাব ডিপ ফলো করে যখন প্রথম লট প্রডাকশন করা হয়ে যায় তখন কালার স্টেন্ডার্ড বেড়ে যায় তখন চাইলে ল্যাব ডিপের সাথে প্রথম লটের বা যে লট ডেলিভারি দেয়া হয়েছে তার সাথে মিলিয়ে দেয়া যাবে।  সে ক্ষত্রে এটা হবে Match with Delivary. তবে লট যতো বেশি হবে ততো বেশি অপশন হাতে থাকবে ।  ডেলিভারি গ্রেড আকারে করা হয় যেমন A B C এ আপশন বেশী ফলো করা হয়।







APS:
বায়ার সাধারণত ফেব্রিকের টুকরো দিয়ে দেয় কালার স্টেন্ডার্ড হিসেবে যা ফলো করে সেড ম্যাচিং করা লাগে একে বলে হয় As Per Sawatch ।  এই সোয়াচ সাধারণত ডেভেলপমেন্ট স্যাম্পল এর ক্ষত্রে বেশিরভাগ ব্যাবহার করা হয়।



Lab Dip :
বায়ার প্রতিটা কালারের ল্যাবডিপ আকারে কালার ম্যাচিং নেয়ে এতা দেখার জন্য যে তাদের কালার  স্টেন্ডার্ড রিকয়ারমেন্ট ঠিক আছে কিনা কিংবা রেশিও কোনটি ভালো এটা চেক করার জন্য । বেশিরভাগ ক্ষত্রে এই ল্যাবডিপ এর এপ্রুভ অপশন ফলো করে কাজ করা যায় ।  Lab Dip ফলো করে প্রথম লট ডাইং করা হয়।








পেন্টোন নাম্বার TCX TPX :
বায়ার সাধারণত TCX TPX উল্লেখ করে দেয় কালার স্টেন্ডার্ড হিসেবে যা ফলো করে সেড ম্যাচিং করা লাগে  ।  এই সোয়াচ সাধারণত ডেভেলপমেন্ট স্যাম্পল এর ক্ষত্রে বেশিরভাগ ব্যাবহার করা হয় ।  বায়ার উল্লেখ করে দেয় কোন TCX TPX নাম্বার ফলো ।

স্টেন্ডার্ড টার্গেট সেড হিসেবে কখন কোনটি ব্যাবহার হয়

স্টেন্ডার্ড টার্গেট সেড :







PP :
এটা ল্যাব ডিপ এপ্রুভাল এর পরে বাল্ক করার আগে প্রি প্রডাকশন স্যাম্পল নিয়ে থাকে এটা এপ্রুভ করলে এটা ফলো করে ডাইং করতে বলে বায়ার।

DLV ডেলিভারি  :
ল্যাব ডিপ ফলো করে যখন প্রথম লট প্রডাকশন করা হয়ে যায় তখন কালার স্টেন্ডার্ড বেড়ে যায় তখন চাইলে ল্যাব ডিপের সাথে প্রথম লটের বা যে লট ডেলিভারি দেয়া হয়েছে তার সাথে মিলিয়ে দেয়া যাবে।  সে ক্ষত্রে এটা হবে Match with Delivary. তবে লট যতো বেশি হবে ততো বেশি অপশন হাতে থাকবে ।  ডেলিভারি গ্রেড আকারে করা হয় যেমন A B C এ আপশন বেশী ফলো করা হয়।







APS:
বায়ার সাধারণত ফেব্রিকের টুকরো দিয়ে দেয় কালার স্টেন্ডার্ড হিসেবে যা ফলো করে সেড ম্যাচিং করা লাগে একে বলে হয় As Per Sawatch ।  এই সোয়াচ সাধারণত ডেভেলপমেন্ট স্যাম্পল এর ক্ষত্রে বেশিরভাগ ব্যাবহার করা হয়।



Lab Dip :
বায়ার প্রতিটা কালারের ল্যাবডিপ আকারে কালার ম্যাচিং নেয়ে এতা দেখার জন্য যে তাদের কালার  স্টেন্ডার্ড রিকয়ারমেন্ট ঠিক আছে কিনা কিংবা রেশিও কোনটি ভালো এটা চেক করার জন্য । বেশিরভাগ ক্ষত্রে এই ল্যাবডিপ এর এপ্রুভ অপশন ফলো করে কাজ করা যায় ।  Lab Dip ফলো করে প্রথম লট ডাইং করা হয়।








পেন্টোন নাম্বার TCX TPX :
বায়ার সাধারণত TCX TPX উল্লেখ করে দেয় কালার স্টেন্ডার্ড হিসেবে যা ফলো করে সেড ম্যাচিং করা লাগে  ।  এই সোয়াচ সাধারণত ডেভেলপমেন্ট স্যাম্পল এর ক্ষত্রে বেশিরভাগ ব্যাবহার করা হয় ।  বায়ার উল্লেখ করে দেয় কোন TCX TPX নাম্বার ফলো ।

কোন মন্তব্য নেই: