পেন্টোন বই ছাড়া TCX TPX নাম্বার অনুযায়ী কালার বের করার এপস - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল এপস পরিচিতি :   1 Pentone Color Book

( কালার রেফারেন্স সফটওয়্যার)

অনেক সময় আমরা যারা ডাইং, মার্চেন্ডাইজিং, মার্কেটিং   R&D. তে জব করি  তাদের প্রায় বায়ার কালার এর রেফারেন্স দিয়ে থাকেন যা পেন্টোন নাম্বার বলে থাকি,  পেন্টোন বুক গুলি দাম বেশি থাকায় সচরাচর এগুলি ল্যাব ছাড়া অন্য কোথাও ব্যাবহার হয় না,  কিন্তু পেন্টোন নাম্বার দেখে যদি কালার বুঝতে হয় তবে পেন্টোন বই খুজে বের করতে হয় ।  কিন্ত এই ঝামেলা নিরসনের উপায়  আছে এর জন্য 1 Pentone Color Book নামে একটি এপস আছে যার মাধ্যমে আপনারা  এই নাম্বার থেকে কালার বের করার সম্ভব।


ডাউনলোড করার উপায় :

এটি 1 Pentone Color Book লিখে সার্চ দিলে পেয়ে যাবেন।

যেখানে অনেক রেফারেন্স আছে যার ভেতরে TPX, TCX অপশনে আপনি যে নাম্বার  খুঁজতে চান আপনি পেয়ে যাবে ছবিতে 19-3921 TCX নাম্বার টি খুজে বের করে দেয়া হয়েছে । এটা এপস টাকে বলছিনা ১০০% এটা পেন্টোন বুকের ( TCX,TPX)  এর সমতুল্য কিন্ত এর ব্যাবহার করা যাবে কালার কেমন হতে পারে আইডিয়া করার জন্য ।




যা করতে হবে 

১.  প্রথমে  চলে যান আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে, সেখানে Penton Color Book লিখদ সার্চ দিন, দেখবেন অনেক গুলি এপস চলে এসেছে। 



২. এপস গুলির মাঝে 1 Penton Color Book নামে এপস টি ওপেন করুন কারন এটা টেক্সটাইল ইউজের জন্য বেষ্ট একটা এপস। 



৩. এবার এপসটি ইন্সটলেশন এর পর ওপেন করুন দেখবেন সেখানে অনেক কালার এর রেফারেন্স আছে যার মাঝে আমরা টেক্সটাইল এর জন্য TCX,TPX ইউজ করি টেক্সটাইল এর কাজের জন্য , আপনার TCX লাগলে TCX বাটন ক্লিক করুন আর, TPX লাগলে TPX বাটন ক্লিক করুন আর 



৪. বাটনে ক্লিক করার পর দেখবেন নিচের মতো একটি ইন্টারফেস চলে এসেছে, এখানে ছবিতে TPX নাম্বার এর রেজাল্ট গুলি দেখাচ্ছে। 



৫. ছবিতে আমরা 19-3921 TPX  টি খুজবো,  দেখতে পাচ্ছেন প্রথমে 19-3921 এই নাম্বার টি টাইপ করা হয়েছে এখানে প্রথম দুই সংখা লেখার সাথে সাথে তাদের রেজাল্ট শো করা শুরু করবে তবে নিয়ম হচ্ছে প্রথন দু সংখা লিখার পর একটা হাইফেন (-) দিতে হবে না হলে আপনার কালার রেজাল্ট আসবে না ৬ সংখা লেখা শেষ হলে আপনার রেজাল্ট নিচে চলে আসবে।  




৬. এবার নিচের কালারে ক্লিক করে জুম করেন দেখবেন আপনি নাম্বার অনুযায়ী সেড পেয়ে গেছেন।





বিশেষ দ্রষ্টব্য :
যদি আপনি কালার সার্চ করে না পান তবে বুজবেন নাম্বারটি ভুল, তাই আপনি চেক করুন পুনরায়।  আর TCX, TPX এর ঘর দুটা আলাদা তাই একটার ভেতরে অন্যটা সার্চ দেয়া যাবে না। 


ডাউনলোড লিংক: "1 Pantone Color Book"




পেন্টোন বই ছাড়া TCX TPX নাম্বার অনুযায়ী কালার বের করার এপস

টেক্সটাইল এপস পরিচিতি :   1 Pentone Color Book

( কালার রেফারেন্স সফটওয়্যার)

অনেক সময় আমরা যারা ডাইং, মার্চেন্ডাইজিং, মার্কেটিং   R&D. তে জব করি  তাদের প্রায় বায়ার কালার এর রেফারেন্স দিয়ে থাকেন যা পেন্টোন নাম্বার বলে থাকি,  পেন্টোন বুক গুলি দাম বেশি থাকায় সচরাচর এগুলি ল্যাব ছাড়া অন্য কোথাও ব্যাবহার হয় না,  কিন্তু পেন্টোন নাম্বার দেখে যদি কালার বুঝতে হয় তবে পেন্টোন বই খুজে বের করতে হয় ।  কিন্ত এই ঝামেলা নিরসনের উপায়  আছে এর জন্য 1 Pentone Color Book নামে একটি এপস আছে যার মাধ্যমে আপনারা  এই নাম্বার থেকে কালার বের করার সম্ভব।


ডাউনলোড করার উপায় :

এটি 1 Pentone Color Book লিখে সার্চ দিলে পেয়ে যাবেন।

যেখানে অনেক রেফারেন্স আছে যার ভেতরে TPX, TCX অপশনে আপনি যে নাম্বার  খুঁজতে চান আপনি পেয়ে যাবে ছবিতে 19-3921 TCX নাম্বার টি খুজে বের করে দেয়া হয়েছে । এটা এপস টাকে বলছিনা ১০০% এটা পেন্টোন বুকের ( TCX,TPX)  এর সমতুল্য কিন্ত এর ব্যাবহার করা যাবে কালার কেমন হতে পারে আইডিয়া করার জন্য ।




যা করতে হবে 

১.  প্রথমে  চলে যান আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে, সেখানে Penton Color Book লিখদ সার্চ দিন, দেখবেন অনেক গুলি এপস চলে এসেছে। 



২. এপস গুলির মাঝে 1 Penton Color Book নামে এপস টি ওপেন করুন কারন এটা টেক্সটাইল ইউজের জন্য বেষ্ট একটা এপস। 



৩. এবার এপসটি ইন্সটলেশন এর পর ওপেন করুন দেখবেন সেখানে অনেক কালার এর রেফারেন্স আছে যার মাঝে আমরা টেক্সটাইল এর জন্য TCX,TPX ইউজ করি টেক্সটাইল এর কাজের জন্য , আপনার TCX লাগলে TCX বাটন ক্লিক করুন আর, TPX লাগলে TPX বাটন ক্লিক করুন আর 



৪. বাটনে ক্লিক করার পর দেখবেন নিচের মতো একটি ইন্টারফেস চলে এসেছে, এখানে ছবিতে TPX নাম্বার এর রেজাল্ট গুলি দেখাচ্ছে। 



৫. ছবিতে আমরা 19-3921 TPX  টি খুজবো,  দেখতে পাচ্ছেন প্রথমে 19-3921 এই নাম্বার টি টাইপ করা হয়েছে এখানে প্রথম দুই সংখা লেখার সাথে সাথে তাদের রেজাল্ট শো করা শুরু করবে তবে নিয়ম হচ্ছে প্রথন দু সংখা লিখার পর একটা হাইফেন (-) দিতে হবে না হলে আপনার কালার রেজাল্ট আসবে না ৬ সংখা লেখা শেষ হলে আপনার রেজাল্ট নিচে চলে আসবে।  




৬. এবার নিচের কালারে ক্লিক করে জুম করেন দেখবেন আপনি নাম্বার অনুযায়ী সেড পেয়ে গেছেন।





বিশেষ দ্রষ্টব্য :
যদি আপনি কালার সার্চ করে না পান তবে বুজবেন নাম্বারটি ভুল, তাই আপনি চেক করুন পুনরায়।  আর TCX, TPX এর ঘর দুটা আলাদা তাই একটার ভেতরে অন্যটা সার্চ দেয়া যাবে না। 


ডাউনলোড লিংক: "1 Pantone Color Book"




কোন মন্তব্য নেই: