টেক্সটাইল মেশিনের Duration time এবং Dwell time কি - Textile Lab | Textile Learning Blog
Duration time এবং Dwell time

অনেক বন্ধুরা আমার ইনবক্সে এবং পোষ্ট এর কমেন্টে Duration time এবং Dwell time নিয়ে কিছু লেখালেখি করার জন্য বলেছেন।
আসলে Duration time এবং Dwell time এর সঠিক সংজ্ঞা পাওয়া খুব কঠিন।
এমনকি  Google এ search  দিলেও পাওয়া যায় না।


প্রথমে জেনে নেই Duration time কি ?

Duration Time এর অর্থ হলো স্থিতিকাল।
গতিশীল কোন বস্তু বা প্রাণী নির্দিষ্ট স্থানে বা দূরত্বের মধ্যে তার অবস্থানের সময় কেই Duration time বলে।

অর্থাৎ কোন নির্দিষ্ট স্থান বা দূরত্ব অতিক্রম করার সময়ই হচ্ছে Duration time.
গতিশীল কোন বস্তু বা প্রাণীর গতি বাড়লে Duration time কমবে এবং গতি কমলে  Duration time বাড়বে।

যদি,
অতিক্রান্ত দূরত্ব (Length)  ২৬ মিটার হয়,
গতি (Speed) ২০ মিটার/ মিনিট হয়।
তাহলে Duration time হবে ১ মিনিট ১৮ সেকেন্ড।

Calculation :-
Duration time = Length / Speed.
Speed = Length / Duration time.
Length = Duration time*Speed.
( এখানে * হচ্ছে গুণন)

এবার জেনে নেই  Dwell time কি ?

নির্দিষ্ট স্থানে বা দূরত্বে Require Temperature থেকে Actual Temperature কম বা বেশি হওয়ার সাথে স্বয়ংক্রিয় ভাবে Duration time কম বা বেশি হওয়ার প্রক্রিয়াকেই Dwell Time বলে।

যদি Require temperature থেকে Actual temperature বেড়ে যায় তবে Duration time কমে যাবে আর Temperature কমে গেলে Duration time বেড়ে যাবে।

টেক্সটাইলে Stenter ও Dryer মেশিনে Dwell time ব্যবহার করা হয়।

Stenter  মেশিনের  Dwell time এ চার টি option আছে।

1. VMT
2. OMT
3. RMS
4. AML
এই চারটি  option নিয়ে পরবর্তী পোষ্টে আলোচনা করা হবে।


লেখক
মীর শফিকুল ইসলাম হাফিজ
রুপা ফেব্রিক্স লিমিটেড
বোর্ড বাজার গাজীপুর 


টেক্সটাইল মেশিনের Duration time এবং Dwell time কি

Duration time এবং Dwell time

অনেক বন্ধুরা আমার ইনবক্সে এবং পোষ্ট এর কমেন্টে Duration time এবং Dwell time নিয়ে কিছু লেখালেখি করার জন্য বলেছেন।
আসলে Duration time এবং Dwell time এর সঠিক সংজ্ঞা পাওয়া খুব কঠিন।
এমনকি  Google এ search  দিলেও পাওয়া যায় না।


প্রথমে জেনে নেই Duration time কি ?

Duration Time এর অর্থ হলো স্থিতিকাল।
গতিশীল কোন বস্তু বা প্রাণী নির্দিষ্ট স্থানে বা দূরত্বের মধ্যে তার অবস্থানের সময় কেই Duration time বলে।

অর্থাৎ কোন নির্দিষ্ট স্থান বা দূরত্ব অতিক্রম করার সময়ই হচ্ছে Duration time.
গতিশীল কোন বস্তু বা প্রাণীর গতি বাড়লে Duration time কমবে এবং গতি কমলে  Duration time বাড়বে।

যদি,
অতিক্রান্ত দূরত্ব (Length)  ২৬ মিটার হয়,
গতি (Speed) ২০ মিটার/ মিনিট হয়।
তাহলে Duration time হবে ১ মিনিট ১৮ সেকেন্ড।

Calculation :-
Duration time = Length / Speed.
Speed = Length / Duration time.
Length = Duration time*Speed.
( এখানে * হচ্ছে গুণন)

এবার জেনে নেই  Dwell time কি ?

নির্দিষ্ট স্থানে বা দূরত্বে Require Temperature থেকে Actual Temperature কম বা বেশি হওয়ার সাথে স্বয়ংক্রিয় ভাবে Duration time কম বা বেশি হওয়ার প্রক্রিয়াকেই Dwell Time বলে।

যদি Require temperature থেকে Actual temperature বেড়ে যায় তবে Duration time কমে যাবে আর Temperature কমে গেলে Duration time বেড়ে যাবে।

টেক্সটাইলে Stenter ও Dryer মেশিনে Dwell time ব্যবহার করা হয়।

Stenter  মেশিনের  Dwell time এ চার টি option আছে।

1. VMT
2. OMT
3. RMS
4. AML
এই চারটি  option নিয়ে পরবর্তী পোষ্টে আলোচনা করা হবে।


লেখক
মীর শফিকুল ইসলাম হাফিজ
রুপা ফেব্রিক্স লিমিটেড
বোর্ড বাজার গাজীপুর