টি-শার্ট এর কঞ্জাম্পশন এবং কস্টিং বের করার উপায় | T-shirt Costing - Textile Lab | Textile Learning Blog
কস্টিং এর প্রথম ধাপ হল ফেব্রিক কন্জামশন ক্যালকুলেশন। যদিও ক্যাড (CAD) ডিপার্টমেন্টই কন্জামশন করে থাকে,তবে কখনও কখনও ইনস্ট্যান্ট কস্টিং এর প্রয়োজনে মার্চেন্ডাইজারকেই ম্যানুয়াল কন্জামশন করে ফেব্রিকের ক্যালকুলেশন করে কস্টিং সম্পন্ন করতে হয়।

ফর্মুলা অব ম্যানুয়াল কন্জামশন (টি-শার্ট) ফর ইনস্ট্যান্ট কস্টিং:

[{(হাফ চেষ্ট+এলাউন্স) ×(সিবি লেংথ+স্লিভ লেংথ+ এলাউন্স)}× জি.এস.এম × ২ ]/১০০০০০০০  + ওয়েষ্টেজ%

উদাহরণঃ
হাফ চেষ্ট লেংথ= ৬০ cm, 
সিবি (CB-সেন্টার ব্যাক) লেংথ= ৭৮ cm,
স্লিভ লেংথ= ২৬ cm    

ফেব্রিক কন্জামশন=
[{(৬০+৪)×(৭৮+২৬+৫+৫)}×১৬০×২]/১০০০০০০০ +   ১০%
= .২৩৩  + ১০%
= .২৫৬ kg (per pc)
=.২৫৬×১২ kg (per dzn)
=৩.০৭ kg

মূল ফেব্রিকের সাথে নেক রিব, ব্যাক নেক টেপ এর ক্যালকুলেশনও করতে হয়।

সচরাচর রিব কন্জামশন = ১৫০ গ্রাম/ডজন

এবং ব্যাক নেক টেপ = ৫০ গ্রাম/ডজন হয়ে থাকে।

টি-শার্ট এর কঞ্জাম্পশন এবং কস্টিং বের করার উপায় | T-shirt Costing

কস্টিং এর প্রথম ধাপ হল ফেব্রিক কন্জামশন ক্যালকুলেশন। যদিও ক্যাড (CAD) ডিপার্টমেন্টই কন্জামশন করে থাকে,তবে কখনও কখনও ইনস্ট্যান্ট কস্টিং এর প্রয়োজনে মার্চেন্ডাইজারকেই ম্যানুয়াল কন্জামশন করে ফেব্রিকের ক্যালকুলেশন করে কস্টিং সম্পন্ন করতে হয়।

ফর্মুলা অব ম্যানুয়াল কন্জামশন (টি-শার্ট) ফর ইনস্ট্যান্ট কস্টিং:

[{(হাফ চেষ্ট+এলাউন্স) ×(সিবি লেংথ+স্লিভ লেংথ+ এলাউন্স)}× জি.এস.এম × ২ ]/১০০০০০০০  + ওয়েষ্টেজ%

উদাহরণঃ
হাফ চেষ্ট লেংথ= ৬০ cm, 
সিবি (CB-সেন্টার ব্যাক) লেংথ= ৭৮ cm,
স্লিভ লেংথ= ২৬ cm    

ফেব্রিক কন্জামশন=
[{(৬০+৪)×(৭৮+২৬+৫+৫)}×১৬০×২]/১০০০০০০০ +   ১০%
= .২৩৩  + ১০%
= .২৫৬ kg (per pc)
=.২৫৬×১২ kg (per dzn)
=৩.০৭ kg

মূল ফেব্রিকের সাথে নেক রিব, ব্যাক নেক টেপ এর ক্যালকুলেশনও করতে হয়।

সচরাচর রিব কন্জামশন = ১৫০ গ্রাম/ডজন

এবং ব্যাক নেক টেপ = ৫০ গ্রাম/ডজন হয়ে থাকে।