মালিকদের ইরেকশন কস্ট সেইভিং টেকনিক | Textile Machine Irrection Cost - Textile Lab | Textile Learning Blog
মালিকদের ইরেকশন কস্ট সেইভিং টেকনিক:

ইদানীংকালে আমাদের দেশী মালিকদের নতুন ফ্লোর ডেভেলপমেন্ট এবং মেশিন ইরেকশনের কস্ট সেইভিং এর ক্ষত্রে একট টেকনিক অবলম্বন করতে দেখা যায় তা হলো আমাদের দেশি মালকরা এখন মেশিন কিনতে দেশি সাপ্লাইয়াদের কাছে না গিয়ে নিজেরাই চায়না ইটালি জার্মান চলে যাচ্ছেন এবং তারা সাপ্লাইয়ারদের মারফতে মেশিন পার্চেস না করে সরাসরিভাবে ফেক্টরি বা তাদের শো রুম থেকে পার্চেস করেন এর ফল স্বরুপ জানা যায়, আমাদের ওয়ারেন্টি প্রিয়ড পর আমাদের দেশী সাপ্লাইয়ারদের সার্ভিস ভালো পাওয়া যায় না আর এদের মাত্রাতিরিক্ত কমিশন।

যার ফলে মেশিন পার্চেস এর ক্ষত্রে এখন ফেক্টরির মালিক রা নিজেরাই বাইরে চলে যান সরাসরিভাবে মেশিন কেনেন এবং সেখানকার ফরেইন ইরেকশন এক্সপার্ট কে রিক্রুট করেন এবং ১-২ বছর তাকে রেখে ফ্লোর চালু করে দেশীয় দের কাছে মেশিন বুঝিয়ে দেয়ার পর তাকে ছেড়ে দেয়া হয় ।




মালিকদের ইরেকশন কস্ট সেইভিং টেকনিক | Textile Machine Irrection Cost

মালিকদের ইরেকশন কস্ট সেইভিং টেকনিক:

ইদানীংকালে আমাদের দেশী মালিকদের নতুন ফ্লোর ডেভেলপমেন্ট এবং মেশিন ইরেকশনের কস্ট সেইভিং এর ক্ষত্রে একট টেকনিক অবলম্বন করতে দেখা যায় তা হলো আমাদের দেশি মালকরা এখন মেশিন কিনতে দেশি সাপ্লাইয়াদের কাছে না গিয়ে নিজেরাই চায়না ইটালি জার্মান চলে যাচ্ছেন এবং তারা সাপ্লাইয়ারদের মারফতে মেশিন পার্চেস না করে সরাসরিভাবে ফেক্টরি বা তাদের শো রুম থেকে পার্চেস করেন এর ফল স্বরুপ জানা যায়, আমাদের ওয়ারেন্টি প্রিয়ড পর আমাদের দেশী সাপ্লাইয়ারদের সার্ভিস ভালো পাওয়া যায় না আর এদের মাত্রাতিরিক্ত কমিশন।

যার ফলে মেশিন পার্চেস এর ক্ষত্রে এখন ফেক্টরির মালিক রা নিজেরাই বাইরে চলে যান সরাসরিভাবে মেশিন কেনেন এবং সেখানকার ফরেইন ইরেকশন এক্সপার্ট কে রিক্রুট করেন এবং ১-২ বছর তাকে রেখে ফ্লোর চালু করে দেশীয় দের কাছে মেশিন বুঝিয়ে দেয়ার পর তাকে ছেড়ে দেয়া হয় ।




কোন মন্তব্য নেই: