টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ফেক্টরির ভাইবা | Textile Viba Tips - Textile Lab | Textile Learning Blog
এক জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারের ভাইবা

একদা এক সদ্য পাস কৃত টেক্সটাইল ইঞ্জিনিয়ার জব এর এর তাড়নায় বিভিন্ন মারফতে এপ্লাই করিতেছিল

তো সে এক দিন এক কোম্পানিতে ইন্টার্ভিউ এর জন্য ডাক পেলো ডাক পাবার পর তাদের সকাল সকাল ১১ টায় উপস্থিত থাকতে বলা হয়েছে। সকাল ১১ আসার পর অনেকেই লান্স পর্যন্ত বসে অপেক্ষা করে তার পর লান্স থেকে ৫ বেজে যায় তারপরো ডাকা হয় না।

এরি মধ্যে
অনেকেই ধৈর্য হারা হয়ে যায়
কেও ভাবে তার জব হবে না,
কেও বাসায় ফেরার জন্য অস্থির থাকে
কেও ক্ষুধায় কাতর থাকে,
কারো ব্লাড প্রেশার বাড়তে থাকে।

তারপর সন্ধার আগে ভাইবার কার্যক্রম শুরু হয় তখন তাদের একটা সাইকোলজিক্যাল টেস্ট করা হয়ে যায় । ততক্ষন পর্যন্ত টিকে থাকা প্রার্থির পরিমান কম আর তাদের সাইকোলজিক্যাল টেস্ট অনেকেই বাদ পড়ে যায় যার ফলে এতে তাদের প্রার্থি খোজা সহজ হয়ে যায়। এরকম অনেকেরি গল্প গুলি আসুন এমন হবার পেছনের কিছু কারন এবং পরামর্শ শুনে নেয়া যাক।







কথা হচ্ছে কি ভাবে এই বিষয় গুলি ওভার কাম করবেনঃ

১. আপনি যখন ভাইবা নিতে যাবেন প্রথমে আপনাকে পুরো দিনের প্রস্তুতি নিয়ে যেতে হবে।

২. আপনার রিটেন ভাইবা দুটাই হতে পারে এই প্রিপারেশন থাকতে হবে, টেক্সটাইল এর সাবজেক্ট তো আপনাদের পড়াই থাকে, এখন ম্যাথ ইংলিশ এর জন্য সাইফুরস EMBA এর বইটি পড়তে হবে ।

৩. হাতে হার্ড কপি সিভি থাকতে হবে।






৪. ফোনে ফুল চার্জের সাথে ডকুমেন্ট আকারে টেক্সটাইল ভাইবার এপস আকারে নিয়ে যেতে পারেন।

৫. লান্স এর সময়ের আগে তাদের পিয়ন বা এমপ্লিদের কাছ থেকে কেন্টিন ওয়াসরুম এর লোকেশন জেনে নেবেন।

৬. প্রয়োজনে উক্ত ফেক্টরিতে কাজ করা সিনিয়রদের কাছ থেকে আগেই ওই ফেক্টরির ভাইবা ইন্টার্ভিউ সম্পর্কে জেনে নেবেন।

৭. ভাইবা সব সময় বোর্ড আকারে বসে সেখানে GM, ED, পার্সোনেল, মেইন্টেনেন্স এর GM থাকে তাই তাই আপনাকে সব রকম আইডিয়া থাকতে হবে কারন সবাই আপনাকে প্রশ্ন করবে। আর তাদের ভয়ের কারন নেই কারন তারা আপনার জব পাওয়ার আগে সে আপনার কেও নয় তাই কুল এন্ড কনফিডেন্ট থাকার চেস্টা করুন।

৮. বিকেলের দিকে একটু কান্তি লাগতে পারে তার পরো আপনার টার্গেট থাকতে হবে যেনো বিকালবেলা আপনার কোন প্রকার ক্লান্তি না থাকে ।

৮. কম বেতন, সেকশন, চুক্তি, সার্টিফিকেট জমা রাখতে বললে কি উত্তর দেবেন তা আগেই ভেবে যাবেন যেনো সেখানে সাথে উত্তর দিতে পারেন।

৯. দেরি হবার মুল কারন হলো সব ডিপার্টমেন্ট এর সবাইকে একত্রে পাওয়া যায় না তারা ফ্রি হয় বিকেলবেলা।

১০. ভাইবা বোর্ডে ডাকার অর্থ হলো তাদের এম্পলয়িদের পার্সোনাল রেফারেন্সে লোক পাচ্ছে না তাই তারা সার্কুলার দিয়ে লোক ডেকেছে এর পরে জব পাবার জন্য নিজের যোগ্যতা লাগবে তাই এমন কিছু করবেন না যে আপনার স্কোপটা মিস হয়।

১১. গার্লসদের ক্ষত্রে অনেক্ষন বসে থাকা বিরক্তিকর আর ঘোরাঘুরি অনেক কষ্টকর তাই তারা খাবার পানি তাদের ব্যাগে নিয়ে যেতে পারেন। সাথে কোন বই নিয়ে যেতে পারেন বই পড়ে সময় এমনি কেটে যাবে।

১২. অযথা ফোন ব্যাবহার, কথাবলা যাবে না অনেকেই এই ফল্ট গুলি খুজে বেড়ায়।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ফেক্টরির ভাইবা | Textile Viba Tips

এক জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারের ভাইবা

একদা এক সদ্য পাস কৃত টেক্সটাইল ইঞ্জিনিয়ার জব এর এর তাড়নায় বিভিন্ন মারফতে এপ্লাই করিতেছিল

তো সে এক দিন এক কোম্পানিতে ইন্টার্ভিউ এর জন্য ডাক পেলো ডাক পাবার পর তাদের সকাল সকাল ১১ টায় উপস্থিত থাকতে বলা হয়েছে। সকাল ১১ আসার পর অনেকেই লান্স পর্যন্ত বসে অপেক্ষা করে তার পর লান্স থেকে ৫ বেজে যায় তারপরো ডাকা হয় না।

এরি মধ্যে
অনেকেই ধৈর্য হারা হয়ে যায়
কেও ভাবে তার জব হবে না,
কেও বাসায় ফেরার জন্য অস্থির থাকে
কেও ক্ষুধায় কাতর থাকে,
কারো ব্লাড প্রেশার বাড়তে থাকে।

তারপর সন্ধার আগে ভাইবার কার্যক্রম শুরু হয় তখন তাদের একটা সাইকোলজিক্যাল টেস্ট করা হয়ে যায় । ততক্ষন পর্যন্ত টিকে থাকা প্রার্থির পরিমান কম আর তাদের সাইকোলজিক্যাল টেস্ট অনেকেই বাদ পড়ে যায় যার ফলে এতে তাদের প্রার্থি খোজা সহজ হয়ে যায়। এরকম অনেকেরি গল্প গুলি আসুন এমন হবার পেছনের কিছু কারন এবং পরামর্শ শুনে নেয়া যাক।







কথা হচ্ছে কি ভাবে এই বিষয় গুলি ওভার কাম করবেনঃ

১. আপনি যখন ভাইবা নিতে যাবেন প্রথমে আপনাকে পুরো দিনের প্রস্তুতি নিয়ে যেতে হবে।

২. আপনার রিটেন ভাইবা দুটাই হতে পারে এই প্রিপারেশন থাকতে হবে, টেক্সটাইল এর সাবজেক্ট তো আপনাদের পড়াই থাকে, এখন ম্যাথ ইংলিশ এর জন্য সাইফুরস EMBA এর বইটি পড়তে হবে ।

৩. হাতে হার্ড কপি সিভি থাকতে হবে।






৪. ফোনে ফুল চার্জের সাথে ডকুমেন্ট আকারে টেক্সটাইল ভাইবার এপস আকারে নিয়ে যেতে পারেন।

৫. লান্স এর সময়ের আগে তাদের পিয়ন বা এমপ্লিদের কাছ থেকে কেন্টিন ওয়াসরুম এর লোকেশন জেনে নেবেন।

৬. প্রয়োজনে উক্ত ফেক্টরিতে কাজ করা সিনিয়রদের কাছ থেকে আগেই ওই ফেক্টরির ভাইবা ইন্টার্ভিউ সম্পর্কে জেনে নেবেন।

৭. ভাইবা সব সময় বোর্ড আকারে বসে সেখানে GM, ED, পার্সোনেল, মেইন্টেনেন্স এর GM থাকে তাই তাই আপনাকে সব রকম আইডিয়া থাকতে হবে কারন সবাই আপনাকে প্রশ্ন করবে। আর তাদের ভয়ের কারন নেই কারন তারা আপনার জব পাওয়ার আগে সে আপনার কেও নয় তাই কুল এন্ড কনফিডেন্ট থাকার চেস্টা করুন।

৮. বিকেলের দিকে একটু কান্তি লাগতে পারে তার পরো আপনার টার্গেট থাকতে হবে যেনো বিকালবেলা আপনার কোন প্রকার ক্লান্তি না থাকে ।

৮. কম বেতন, সেকশন, চুক্তি, সার্টিফিকেট জমা রাখতে বললে কি উত্তর দেবেন তা আগেই ভেবে যাবেন যেনো সেখানে সাথে উত্তর দিতে পারেন।

৯. দেরি হবার মুল কারন হলো সব ডিপার্টমেন্ট এর সবাইকে একত্রে পাওয়া যায় না তারা ফ্রি হয় বিকেলবেলা।

১০. ভাইবা বোর্ডে ডাকার অর্থ হলো তাদের এম্পলয়িদের পার্সোনাল রেফারেন্সে লোক পাচ্ছে না তাই তারা সার্কুলার দিয়ে লোক ডেকেছে এর পরে জব পাবার জন্য নিজের যোগ্যতা লাগবে তাই এমন কিছু করবেন না যে আপনার স্কোপটা মিস হয়।

১১. গার্লসদের ক্ষত্রে অনেক্ষন বসে থাকা বিরক্তিকর আর ঘোরাঘুরি অনেক কষ্টকর তাই তারা খাবার পানি তাদের ব্যাগে নিয়ে যেতে পারেন। সাথে কোন বই নিয়ে যেতে পারেন বই পড়ে সময় এমনি কেটে যাবে।

১২. অযথা ফোন ব্যাবহার, কথাবলা যাবে না অনেকেই এই ফল্ট গুলি খুজে বেড়ায়।

কোন মন্তব্য নেই: