Speed আর RPM কি এক জিনিস? - Textile Lab | Textile Learning Blog
আমরা অনেকেই ভূল করে মেশিনের Speed কে  RPM বলে থাকি।
আসলে Speed আর RPM কি এক জিনিস?

কখনোই না।
RPM এর Full meaning হচ্ছে Revolution per minute.
অর্থাৎ প্রতি মিনিটে কোন বস্তুর  ঘুর্ণন সংখ্যা।
শুধু  সুইডিং, পিচ ফিনিশ  এবং ব্রাশ মেশিনের ড্রামের, হাইড্রো এক্সট্রাকটর  RPM হিসাব করা হয়।

অপর দিকে,
কোন বস্তু একক সময়ে যে দুরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বা Speed বলে।
দ্রুতির একক  ms-1


কিন্তু টেক্সটাইলের মেশিন গুলোতে এক মিনিটে অতিক্রান্ত দুরত্ব কে মিটারে প্রকাশ করা হয়।
যেমন  m/min.

মেশিনের Main drive Speed 30 m/min থাকলে ১ মিনিটে ৩০ মিটার কাপড় অতিক্রম করবে।
আবার গাড়ীতে ১ ঘন্টার অতিক্রান্ত দুরত্বকে কিলোমিটারে প্রকাশ করা হয়।
যেমন km/hr.

অর্থাৎ Speed এর ক্ষেত্রে সময়  Fixed দুরত্ব Available.



মোটকথা
RPM নির্ভর করে যে সব মেশিন এর মেইন ফাংশন টা নির্ভর করে রোলার এর রেভুলোশন এর উপর (ব্রাশ, সুইডিং,পিচ, হাইড্রো এক্সট্রাক্টর, উইন্স রোলার ) আর মেশিন স্পিড নির্ভর করে ফিডিং এবং টেকয়াপ রোলার এর চেইন এর স্পিড এর উপর  ( স্টেনটার, কম্পেক্টিং ,ড্রায়ার)


লিখেছেন :
সফিকুল ইসলাম সৈকত
Bangladesh Textile Group 

Speed আর RPM কি এক জিনিস?

আমরা অনেকেই ভূল করে মেশিনের Speed কে  RPM বলে থাকি।
আসলে Speed আর RPM কি এক জিনিস?

কখনোই না।
RPM এর Full meaning হচ্ছে Revolution per minute.
অর্থাৎ প্রতি মিনিটে কোন বস্তুর  ঘুর্ণন সংখ্যা।
শুধু  সুইডিং, পিচ ফিনিশ  এবং ব্রাশ মেশিনের ড্রামের, হাইড্রো এক্সট্রাকটর  RPM হিসাব করা হয়।

অপর দিকে,
কোন বস্তু একক সময়ে যে দুরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বা Speed বলে।
দ্রুতির একক  ms-1


কিন্তু টেক্সটাইলের মেশিন গুলোতে এক মিনিটে অতিক্রান্ত দুরত্ব কে মিটারে প্রকাশ করা হয়।
যেমন  m/min.

মেশিনের Main drive Speed 30 m/min থাকলে ১ মিনিটে ৩০ মিটার কাপড় অতিক্রম করবে।
আবার গাড়ীতে ১ ঘন্টার অতিক্রান্ত দুরত্বকে কিলোমিটারে প্রকাশ করা হয়।
যেমন km/hr.

অর্থাৎ Speed এর ক্ষেত্রে সময়  Fixed দুরত্ব Available.



মোটকথা
RPM নির্ভর করে যে সব মেশিন এর মেইন ফাংশন টা নির্ভর করে রোলার এর রেভুলোশন এর উপর (ব্রাশ, সুইডিং,পিচ, হাইড্রো এক্সট্রাক্টর, উইন্স রোলার ) আর মেশিন স্পিড নির্ভর করে ফিডিং এবং টেকয়াপ রোলার এর চেইন এর স্পিড এর উপর  ( স্টেনটার, কম্পেক্টিং ,ড্রায়ার)


লিখেছেন :
সফিকুল ইসলাম সৈকত
Bangladesh Textile Group 

1 টি মন্তব্য:

Advice Tech বলেছেন...

খুব সুন্দর একটা পোষ্ট ধন্যবাদ