প্রিন্ট ফেব্রিক এর বোইং ঠিক করার জন্য কিছু পরামর্শ - Textile Lab | Textile Learning Blog
আমাদের প্রডাকশন এর প্রিন্ট ফেব্রিক এর বোইং এর সমস্যা:

প্রিন্টিং কাপড় গুলি আমরা যখন ফিনিশ করতে যাই আমাদের দুটা বিষয় মাথায় রাখতে হয় এক ফেব্রিক বোইং এবং প্রিন্টিং বোইং । মাঝে মাঝে  দুটা একই সাথে ঠিক করা যায় না  হয় ফেব্রিক বোইং ঠিক করা যায় কিন্ত  প্রিন্টিং বোইং ঠিক করা যায় না । প্রিন্টিং বোইং ঠিক করা গেলে ফেব্রিক বোইং ঠিক করা যায় না এর মুল কারন হলো ফেব্রিক যখন প্রিন্টিং এর পুর্বে ব্যাচিং + স্ট্রেচিং  করা হয়  তখন অপারেটররা প্রডাকশন চালানোর জন্য দ্রুত কাপড় চালিয়ে দেন তখন কাপড় এর বোইং ওকে চেক করে না ।  পরে এই বোইং যুক্ত কাপড় যখন প্রিন্ট করা হয় তখন ফিনিশ এর সময় যে কোন একটির বোইং ওকে করা যায় । এটি একটি কমন সমস্যা আমাদের ।


করনীয়ঃ

তবে ব্যাচিং করার সময় বোইং স্কিউনেস ঠিক করে নিলে প্রিন্ট এর পর প্রিন্ট এর বোইং স্কিউনেস ঠিক হয় পরবর্তিতে ফিনিশ এর সময় দুটাই ঠিক হয় এই সমস্যা প্রকট হয় যখন প্রিন্ট  স্ট্রাইপ ছোট হয় ।

তবে স্লাব কাপড় গুলি আগে স্টেমটারিং করে এর স্লাব এলাইনমেন্ট ঠিক করে দিতে হয় তা না হলে প্রিন্টিং হয়ে গেলে পরে স্লাব মিলতে গেলে প্রিন্টিং এর এলাইনমেন্ট মিলে না





প্রিন্ট ফেব্রিক এর বোইং ঠিক করার জন্য কিছু পরামর্শ

আমাদের প্রডাকশন এর প্রিন্ট ফেব্রিক এর বোইং এর সমস্যা:

প্রিন্টিং কাপড় গুলি আমরা যখন ফিনিশ করতে যাই আমাদের দুটা বিষয় মাথায় রাখতে হয় এক ফেব্রিক বোইং এবং প্রিন্টিং বোইং । মাঝে মাঝে  দুটা একই সাথে ঠিক করা যায় না  হয় ফেব্রিক বোইং ঠিক করা যায় কিন্ত  প্রিন্টিং বোইং ঠিক করা যায় না । প্রিন্টিং বোইং ঠিক করা গেলে ফেব্রিক বোইং ঠিক করা যায় না এর মুল কারন হলো ফেব্রিক যখন প্রিন্টিং এর পুর্বে ব্যাচিং + স্ট্রেচিং  করা হয়  তখন অপারেটররা প্রডাকশন চালানোর জন্য দ্রুত কাপড় চালিয়ে দেন তখন কাপড় এর বোইং ওকে চেক করে না ।  পরে এই বোইং যুক্ত কাপড় যখন প্রিন্ট করা হয় তখন ফিনিশ এর সময় যে কোন একটির বোইং ওকে করা যায় । এটি একটি কমন সমস্যা আমাদের ।


করনীয়ঃ

তবে ব্যাচিং করার সময় বোইং স্কিউনেস ঠিক করে নিলে প্রিন্ট এর পর প্রিন্ট এর বোইং স্কিউনেস ঠিক হয় পরবর্তিতে ফিনিশ এর সময় দুটাই ঠিক হয় এই সমস্যা প্রকট হয় যখন প্রিন্ট  স্ট্রাইপ ছোট হয় ।

তবে স্লাব কাপড় গুলি আগে স্টেমটারিং করে এর স্লাব এলাইনমেন্ট ঠিক করে দিতে হয় তা না হলে প্রিন্টিং হয়ে গেলে পরে স্লাব মিলতে গেলে প্রিন্টিং এর এলাইনমেন্ট মিলে না





কোন মন্তব্য নেই: