আমরা ইন্ড্রাস্ট্রিতে যে সমস্যা গুলি ফেইস করি এবং ওই গুলি যে ভাবে মেকআপ করি :
এই কাপড়ে পাট্টাঃ
কাপড় এর পাট্টা এটা ডাইং এর সমস্যা না তাই ডাইংয়ে না বলে এটার জন্য নীটিংয়ে একশন নিন। পাট্টা কাপড় কাটিং এর ক্ষত্রে ছোট করে মার্কার করে কাটিং করতে বলুন। লাইট কালার হলে তাকে কনভার্ট করে ডিপ সেড করতে বলুন।
কাপড় এর পাট্টা এটা ডাইং এর সমস্যা না তাই ডাইংয়ে না বলে এটার জন্য নীটিংয়ে একশন নিন। পাট্টা কাপড় কাটিং এর ক্ষত্রে ছোট করে মার্কার করে কাটিং করতে বলুন। লাইট কালার হলে তাকে কনভার্ট করে ডিপ সেড করতে বলুন।
ওই কাপড়ের ডায়া-জিএসএম আসে নাইঃ
এটার মুল কারন ফিনিশিংয়ে সমস্যা, ভালো করে কম্পেটিং করা হয় নি। এর জন্য কাপড় আবার রি কম্পেটিং করতে বলুন । এটি নীটিং এ স্টিচ লেন্থ বড় করতে গিয়ে এই সমস্যা করেছে।
এটার মুল কারন ফিনিশিংয়ে সমস্যা, ভালো করে কম্পেটিং করা হয় নি। এর জন্য কাপড় আবার রি কম্পেটিং করতে বলুন । এটি নীটিং এ স্টিচ লেন্থ বড় করতে গিয়ে এই সমস্যা করেছে।
ওই কাপড় ডেলিভারি হয় নাইঃ
এর জন্য কোয়ালিটি ইন্সপেকশন এ খোজ নিন তবে কাপড় এর ডেলিভারি লিড টাইম এর ২-৩ দিন আগে খোজ নিতে শুরু করুন। ভয় পাবেন না কারন সবাই কজের অনেক আগেই কাপড় ইন হাউস করে রাখতে চায়।
এর জন্য কোয়ালিটি ইন্সপেকশন এ খোজ নিন তবে কাপড় এর ডেলিভারি লিড টাইম এর ২-৩ দিন আগে খোজ নিতে শুরু করুন। ভয় পাবেন না কারন সবাই কজের অনেক আগেই কাপড় ইন হাউস করে রাখতে চায়।
অমুক মেশিনে সমস্যাঃ
মেশিন এর সমস্যা হতেই পারে এর জন্য লস টাইম ধরেই ডেলিভারি ডেইট নির্ধারণ করতে হবে যাতে কোন শিডিউল বিপর্যয় না হয়।
মেশিন এর সমস্যা হতেই পারে এর জন্য লস টাইম ধরেই ডেলিভারি ডেইট নির্ধারণ করতে হবে যাতে কোন শিডিউল বিপর্যয় না হয়।
তমুকে ভুল করছেঃ
ভুল হইছে শুনে ওই টপিক নিয়ে গেজাইয়া টাইম নষ্ট করা যাবে না ব্যাকাপ প্লান ভেবে কাজ করতে হবে।
ভুল হইছে শুনে ওই টপিক নিয়ে গেজাইয়া টাইম নষ্ট করা যাবে না ব্যাকাপ প্লান ভেবে কাজ করতে হবে।
পাটির ম্যানেজারের কমপ্লেইন আপনার ইঞ্জিয়ার মেশিন কম দিছেঃ
পার্টি অভিযোগ করতেই পারে এর জন্য ইঞ্জিনিয়ার সুপারভাইজার দের বকে পরিবেশ নষ্ট করা যাবে না। আগে ইন হাউস পরে সাবকনট্রাক্ট ।
পার্টি অভিযোগ করতেই পারে এর জন্য ইঞ্জিনিয়ার সুপারভাইজার দের বকে পরিবেশ নষ্ট করা যাবে না। আগে ইন হাউস পরে সাবকনট্রাক্ট ।
অমুক ফ্যক্টরির পেমেন্ট ডিউঃ
ফেক্টরির সাবকন্ট্রাক্ট পার্টির কাজের ক্ষত্রে ডেলিভারিরর সময় বাকিতে ডেলিভারি নিতে চাইলে তাদের বাকিতে মাঝে মাঝে ডেলিভারি দিতে পারেন, আর যে টাকার ডেলিভারি নিবে সে টাকার গ্রে বা সে পরিমাণ টাকার ফিনিশ ফেব্রিক ফ্লোরে থাকতে হবে। পেমেন্ট এর জন্য মার্কেটিং টিমের সাথে যোগাযোগ করে তাড়া বিতে হবে যাতে তারা টাকা কালেকশন করে।
ফেক্টরির সাবকন্ট্রাক্ট পার্টির কাজের ক্ষত্রে ডেলিভারিরর সময় বাকিতে ডেলিভারি নিতে চাইলে তাদের বাকিতে মাঝে মাঝে ডেলিভারি দিতে পারেন, আর যে টাকার ডেলিভারি নিবে সে টাকার গ্রে বা সে পরিমাণ টাকার ফিনিশ ফেব্রিক ফ্লোরে থাকতে হবে। পেমেন্ট এর জন্য মার্কেটিং টিমের সাথে যোগাযোগ করে তাড়া বিতে হবে যাতে তারা টাকা কালেকশন করে।
আমুক মারচেন্ডাইজার স্যম্পল পায় নাইঃ
স্যাম্পল এর জন্য আলাদা স্যাম্পল সেকশন করা লাগে কারন স্যাম্পল প্রডাকশন থেকে বেশি জরুরী এর জন্য আলাদা স্যাম্পল ম্যান রাখা লাগবে তদারক করার জন্য স্যাম্পল হারিয়ে গেলে প্রথমে ইন্সপেকশন সেকশনে তাদের রিসিভ খাতা চেক করে দেখতে হবে পরে কম্পেক্টিং, স্টেন্টার, স্লিটিং, ড্রায়ার এর খাতা চেক করতে হবে কবে কোথায় কার শিফটে ফিনিশ হয়েছে চেক করার জন্য।
স্যাম্পল এর জন্য আলাদা স্যাম্পল সেকশন করা লাগে কারন স্যাম্পল প্রডাকশন থেকে বেশি জরুরী এর জন্য আলাদা স্যাম্পল ম্যান রাখা লাগবে তদারক করার জন্য স্যাম্পল হারিয়ে গেলে প্রথমে ইন্সপেকশন সেকশনে তাদের রিসিভ খাতা চেক করে দেখতে হবে পরে কম্পেক্টিং, স্টেন্টার, স্লিটিং, ড্রায়ার এর খাতা চেক করতে হবে কবে কোথায় কার শিফটে ফিনিশ হয়েছে চেক করার জন্য।
সেড নট ওকেঃ
সেড নট ওকে এটা নির্ভর করে ম্যান টু ম্যান এর ভিজ্যুয়াল টলারেন্স এর উপর।
সেড নট ওকে করলে প্রথমে CMC করে দেখতে সেড পাস কিনা বড় লট হলে সেড এপ্রুভ করার জন্য বাইং হাউসে পাঠাতে হবে কারন, বাইং হাউসে পাস করার চান্স ৮০/২০।
সেড নট ওকে এটা নির্ভর করে ম্যান টু ম্যান এর ভিজ্যুয়াল টলারেন্স এর উপর।
সেড নট ওকে করলে প্রথমে CMC করে দেখতে সেড পাস কিনা বড় লট হলে সেড এপ্রুভ করার জন্য বাইং হাউসে পাঠাতে হবে কারন, বাইং হাউসে পাস করার চান্স ৮০/২০।
লাইন অফ, লাইনে মাল নাইঃ
গার্মেন্টস কাটিং সেকশনে ১ মাসের ফেব্রিক স্টোর করা থাকে, তাই তাদের কথায় হাইপার হওয়ার প্রয়োজন নেই । তবে যতো দ্রুত ডেলিভারি দেয়া যায় ততো ভালো।
গার্মেন্টস কাটিং সেকশনে ১ মাসের ফেব্রিক স্টোর করা থাকে, তাই তাদের কথায় হাইপার হওয়ার প্রয়োজন নেই । তবে যতো দ্রুত ডেলিভারি দেয়া যায় ততো ভালো।
স্যাম্পল খুজে পাওয়া যাচ্ছে নাঃ
এর জন্য প্রথমে ফ্লোর স্টেটাস খাতা চেক করুন, এবার আস্তে আস্তে পেছনে যান প্রথমে কম্পেক্টিং, পরে স্টেনটার এর খাতা চেক করুন দেখুন কবে কার শিফটে সর্বশেষ ফিনিশ হয়েছিলো মাথা ঠান্ডা করে চেক করুন পেয়ে যাবেন এতোটা শিউর থাকবেন ফেক্টরির ভাইরে এগুলি চলে যাবেনা।
এর জন্য প্রথমে ফ্লোর স্টেটাস খাতা চেক করুন, এবার আস্তে আস্তে পেছনে যান প্রথমে কম্পেক্টিং, পরে স্টেনটার এর খাতা চেক করুন দেখুন কবে কার শিফটে সর্বশেষ ফিনিশ হয়েছিলো মাথা ঠান্ডা করে চেক করুন পেয়ে যাবেন এতোটা শিউর থাকবেন ফেক্টরির ভাইরে এগুলি চলে যাবেনা।
একসোসরিস সর্ট, ফেব্রিক সর্টঃ
একসোসরিস সর্ট এর কারন কনজামশন ভুল আর ওয়েস্টেজ বেশি তাই ফরেইন পার্চেস এর সময় ওয়েস্টেজ % বাড়িয়ে আনবেন আর নিজে দিন শেষে এই গুলির হিসেব নিবেন।
একসোসরিস সর্ট এর কারন কনজামশন ভুল আর ওয়েস্টেজ বেশি তাই ফরেইন পার্চেস এর সময় ওয়েস্টেজ % বাড়িয়ে আনবেন আর নিজে দিন শেষে এই গুলির হিসেব নিবেন।
শিপমেন্ট এয়ার হয়ে যাচ্ছেঃ
গার্মেন্টস এর প্রডাকশন এর তালে হায় হুতাস করা যাবে না এর জন্য অন্য একটির শিডিউল মিস করে এটি ইমার্জেন্সি করে দিতে হবে আর তাড়াহুড়ার কাজ ভুল হবে এর জন্য মাথা ঠান্ডা ওয়ালা একজন লোক নিয়োগ দিতে হবে, আর মার্চেন্ডাইজার এর কাছে শিপিং ডেইট জেনে নিয়ে ডাইং এর প্রোগ্রাম করতে হবে।
গার্মেন্টস এর প্রডাকশন এর তালে হায় হুতাস করা যাবে না এর জন্য অন্য একটির শিডিউল মিস করে এটি ইমার্জেন্সি করে দিতে হবে আর তাড়াহুড়ার কাজ ভুল হবে এর জন্য মাথা ঠান্ডা ওয়ালা একজন লোক নিয়োগ দিতে হবে, আর মার্চেন্ডাইজার এর কাছে শিপিং ডেইট জেনে নিয়ে ডাইং এর প্রোগ্রাম করতে হবে।
স্টোরে কালার ক্যামিকেল নাইঃ
সমস্যা নেই গ্রুপ ফেক্টরিতে এক সেকশ্ন এর স্টোর থেকে অন্য সেকশনে ক্যামিকেল লোন নেয়া যায় আর ছোট ফেক্টরি হলে এভেইলেবল লোকাল ট্রেডার আছে তাদের কাছে পার্চেস করতে পারেন কালার ক্যামিকেল।
সমস্যা নেই গ্রুপ ফেক্টরিতে এক সেকশ্ন এর স্টোর থেকে অন্য সেকশনে ক্যামিকেল লোন নেয়া যায় আর ছোট ফেক্টরি হলে এভেইলেবল লোকাল ট্রেডার আছে তাদের কাছে পার্চেস করতে পারেন কালার ক্যামিকেল।
মেশিন নস্টঃ
এর সমাধান খোদ ফেক্টরির মালিক করতে পারবেন না আর এর জন্য ফেক্টরির মাল শিপমেন্ট বাই এয়ার হলেও এর দায়ভার মালিকের কিন্ত নেক্সট টাইম মেইন্টেনেন্স কে অগ্রিম প্রডাকশন এর লোকজন ইনফর্ম করেছে কিনা জেনে নিন আর এটি যেনো রিপিট না হয় তার মেইন্টেনেন্স কে তাড়া দিন।
এর সমাধান খোদ ফেক্টরির মালিক করতে পারবেন না আর এর জন্য ফেক্টরির মাল শিপমেন্ট বাই এয়ার হলেও এর দায়ভার মালিকের কিন্ত নেক্সট টাইম মেইন্টেনেন্স কে অগ্রিম প্রডাকশন এর লোকজন ইনফর্ম করেছে কিনা জেনে নিন আর এটি যেনো রিপিট না হয় তার মেইন্টেনেন্স কে তাড়া দিন।
ইত্যাদি ইত্যাদি।
1 টি মন্তব্য:
আমি ১০০'/. পলিষ্টার কাপড় কালার করেছি কিন্তু সেটা অনেক ডিপ রেডিস হোয়ে গিয়েছে এখন এটাকে কিভাবে কালার তুলবো বা লাইট করবো যদি পরামর্স দিতেন উপকার হোত
একটি মন্তব্য পোস্ট করুন