টেক্সটাইল জবের ক্ষত্রে ডকুমেন্ট সংগ্রহে রাখা কতোটা জরুরী - Textile Lab | Textile Learning Blog
আমাদের টেক্সটাইল জবের ক্ষত্রে ডকুমেন্ট সংগ্রহে রাখা কতোটা জরুরী

টেক্সটাইল জবের ক্ষত্রে আমরা অনেক ভালো ভালো অর্গানাইজেশনে জব করার ক্ষত্রে আমরা অনেক মেথড, প্রসেস ডেভেলপমেন্ট এর ক্ষত্রে আমরা জড়িত থাকি কিন্ত আমরা বেশিরভাগ ক্ষত্রে মেথোড, বা প্রসেস গুলির ব্লু প্রিন্ট বা ডিজাইন গুলি আমরা নিজেদের কাছে রাখি না।  এটি কতোটা গুরুত্বপূর্ণ তখনি বুঝবেন যখন অন্য ফেক্টরিতে দায়িত্ব নিয়ে যাবে বা কোন প্রেসেয ইম্পলিমেন্ট করতে যাবেন তখন,  আর ভাইভা বোর্ডে আপনাকে রিপ্রেজেন্ট করবে আপনার ডকুমেন্ট এবং পোর্টফলিও ।

কি কি ডকুমেন্ট থাকতে পারে ফেক্টরির এর কিছু উদাহরণ :

১. ফেক্টরির বিভিন্ন ট্রেইনিং মডিউল ।

২. মেশিন সাপ্লাইয়ারদের ম্যানুয়াল।

৩. ক্যামিকেল সাপ্লাইয়ারদের ম্যানুয়াল।

৪. কোয়ালিটি টুলস যা ফেক্টরিতে ইম্পলিমেন্ট করেছেন যেমন KPI, 5S, Lean, Kizen.

৫. R&D, RFT এর ডকুমেন্ট এবং ফরমেট

৬. নিউ প্রসেস : বায়োস্কাওয়ারিং, ফ্লোরোসেন্ট ডাইং, নাইলন ডাইং,ভিসকোস ডাইং এর মেথোড + রেসিপি

৭. IE এর সুত্র, লে আউট ইত্যাদি

৮. ওভেন ডাইং এর রেসিপি

৯. ফেব্রিক ডিজাইন

১০. কস্টিং কঞ্জাম্পশন এর এক্সেল সিট এবং ফরমেট

১১. কস্টিং

প্রাইভেট জব গুলির জব সিকিউরিটি নেই এনি টাইম আপনারা জব চলে যেতে পারে কিন্তু ফেক্টরিতে যা করলেন যা শিখলেন তা আপনার এসেট হিসেবে থাকবে তার জন্য আপনার ডকুমেন্ট গুলি নিজের হাতে রাখবেন। যাতে অন্য ফেক্টতিতে ভাইভা দেয়ার আগে এই ডকুমেন্ট গুলি অন্তত একবার স্টাডি করে যেতে পারেন।  অনেক বিষয় আছে আমরা ভুলে যাই তাই ডকুমেন্ট গুলি হাতে থাকলে আমাদের স্টাডি এবং ভাইবার সময় এতোটা বেগ পেতে হবেনা।

যে ভাবে নিতে পারেন ডকুমেন্ট গুলি:

ফেক্টরিতে আপনাকে চাইলে ও ডকুমেন্ট গুলি নিতে দিবে না আপনার কোম্পানি, IT থেকে পেনড্রাইভ এর পোর্ট গুলি অফ করে রাখবে পেনড্রাইভ কাজ করবে না ।

১.  আপনাকে ডকুমেন্ট বা ওয়ার্ড ফাইল গুলি নিজের পার্সোনাল মেইল আইডি থেকে অন্য একটা পার্সোনাল পেইল আইডিতে পাঠাতে হবে কারন কোম্পানির মেইলে সেন্ট রিপোর্ট থেকে যায় যা আপনার বিপদের কারন হতে পারে।

২. উকেন্ড এর আগে একদিন অল্প করে প্রিন্ট করে ডকুমেন্ট গুলি নিয়ে আসুন।

৩. গুগল ড্রাইভ ইন্সটল করে এর ভেতরে ফাইল গুলি আপলোড  করে রাখুন।






job

টেক্সটাইল জবের ক্ষত্রে ডকুমেন্ট সংগ্রহে রাখা কতোটা জরুরী

আমাদের টেক্সটাইল জবের ক্ষত্রে ডকুমেন্ট সংগ্রহে রাখা কতোটা জরুরী

টেক্সটাইল জবের ক্ষত্রে আমরা অনেক ভালো ভালো অর্গানাইজেশনে জব করার ক্ষত্রে আমরা অনেক মেথড, প্রসেস ডেভেলপমেন্ট এর ক্ষত্রে আমরা জড়িত থাকি কিন্ত আমরা বেশিরভাগ ক্ষত্রে মেথোড, বা প্রসেস গুলির ব্লু প্রিন্ট বা ডিজাইন গুলি আমরা নিজেদের কাছে রাখি না।  এটি কতোটা গুরুত্বপূর্ণ তখনি বুঝবেন যখন অন্য ফেক্টরিতে দায়িত্ব নিয়ে যাবে বা কোন প্রেসেয ইম্পলিমেন্ট করতে যাবেন তখন,  আর ভাইভা বোর্ডে আপনাকে রিপ্রেজেন্ট করবে আপনার ডকুমেন্ট এবং পোর্টফলিও ।

কি কি ডকুমেন্ট থাকতে পারে ফেক্টরির এর কিছু উদাহরণ :

১. ফেক্টরির বিভিন্ন ট্রেইনিং মডিউল ।

২. মেশিন সাপ্লাইয়ারদের ম্যানুয়াল।

৩. ক্যামিকেল সাপ্লাইয়ারদের ম্যানুয়াল।

৪. কোয়ালিটি টুলস যা ফেক্টরিতে ইম্পলিমেন্ট করেছেন যেমন KPI, 5S, Lean, Kizen.

৫. R&D, RFT এর ডকুমেন্ট এবং ফরমেট

৬. নিউ প্রসেস : বায়োস্কাওয়ারিং, ফ্লোরোসেন্ট ডাইং, নাইলন ডাইং,ভিসকোস ডাইং এর মেথোড + রেসিপি

৭. IE এর সুত্র, লে আউট ইত্যাদি

৮. ওভেন ডাইং এর রেসিপি

৯. ফেব্রিক ডিজাইন

১০. কস্টিং কঞ্জাম্পশন এর এক্সেল সিট এবং ফরমেট

১১. কস্টিং

প্রাইভেট জব গুলির জব সিকিউরিটি নেই এনি টাইম আপনারা জব চলে যেতে পারে কিন্তু ফেক্টরিতে যা করলেন যা শিখলেন তা আপনার এসেট হিসেবে থাকবে তার জন্য আপনার ডকুমেন্ট গুলি নিজের হাতে রাখবেন। যাতে অন্য ফেক্টতিতে ভাইভা দেয়ার আগে এই ডকুমেন্ট গুলি অন্তত একবার স্টাডি করে যেতে পারেন।  অনেক বিষয় আছে আমরা ভুলে যাই তাই ডকুমেন্ট গুলি হাতে থাকলে আমাদের স্টাডি এবং ভাইবার সময় এতোটা বেগ পেতে হবেনা।

যে ভাবে নিতে পারেন ডকুমেন্ট গুলি:

ফেক্টরিতে আপনাকে চাইলে ও ডকুমেন্ট গুলি নিতে দিবে না আপনার কোম্পানি, IT থেকে পেনড্রাইভ এর পোর্ট গুলি অফ করে রাখবে পেনড্রাইভ কাজ করবে না ।

১.  আপনাকে ডকুমেন্ট বা ওয়ার্ড ফাইল গুলি নিজের পার্সোনাল মেইল আইডি থেকে অন্য একটা পার্সোনাল পেইল আইডিতে পাঠাতে হবে কারন কোম্পানির মেইলে সেন্ট রিপোর্ট থেকে যায় যা আপনার বিপদের কারন হতে পারে।

২. উকেন্ড এর আগে একদিন অল্প করে প্রিন্ট করে ডকুমেন্ট গুলি নিয়ে আসুন।

৩. গুগল ড্রাইভ ইন্সটল করে এর ভেতরে ফাইল গুলি আপলোড  করে রাখুন।






কোন মন্তব্য নেই: