কি ভাবে ফিনিশিং রেসিপি নির্ধারণ করা হয়ঃ
আমাদের ফেব্রিক কে ডাইং এর পর ফিনিশ করতে হয় আর ফিনিশ এর মুল উদ্যেশ হচ্ছে ফেব্রিক এর ফিজিক্যাল প্রোপার্টি গুলি ঠিক করে দেয়া যেমন স্রিংকেজ, ডায়া, হেন্ডফিল, স্কিউনেস, বোইং , যদিও সেড ডাইং এর পর ঠিক করার কথা কিন্তু ফিনিশিং এর পরে সেড চেঞ্জ হয়। ডাইং এর পর সেড ঠিক রাখতে আনাদের ফিনিশিং এর ক্ষত্রে ক্যামিকেল ব্যাবহার এর ক্ষত্রে আমাদের কিছু প্লান থাকে
যেমন :
১. ফেব্রিক যদি হোয়াইট হয় তবে তার ফিনিশ এর ক্ষত্রে হোয়াইট সফেনার / নন আয়নিক সফেনার ব্যাবহার করা হয় এবং টেম্পারেচার কমিয়ে রাখা হয় এতে হোয়াইটনেস বাড়ে এবং সেড এর ইয়োলোনেস কমে যায়।
২. আফটার ওয়াস বা আনলোড ফেব্রিক এর সেড যদি ১০০% ওকে থাকে তখন ফিনিশ এর ক্ষত্রে শুধু মাত্র পানিতে ভিজিয়ে ফিনিশ করতে হবে কারন সিলিকন বা ক্যাটায়নিক সফেনার পেলে সেডের ডেপথ বেড়ে যাবে সেড ঠিক থাকবে না।
৩.আফটার ওয়াস বা আনলোড ফেব্রিক এর সেড যদি লাইট থাকে সেড যদি ব্লুইশি এর দিকে নিতে হয় তবে সে ক্ষত্রে ক্যাটায়নিক সফেনার ব্যাবহার করবেন টেম্পারেচার কমিয়ে রাখবেন।
৪.আফটার ওয়াস বা আনলোড ফেব্রিক এর সেড যদি লাইট থাকে সেড যদি ইয়োলিশ + রেডিশ। এর দিকে নিতে হয় তবে সে ক্ষত্রে সিলিকন সফেনার ব্যাবহার করবেন টেম্পারেচার বাড়িয়ে রাখবেন ।
৫. যদি প্রিন্টিং বা AOP এর প্রোগ্রাম থাকে তবে কাপড় বিনা ক্যামিকেলে শুধু পানি দিয়ে স্টেচ্রিং ব্যাচিং করে দিতে হবে।
1 টি মন্তব্য:
ডেনিমের গ্রে ফেব্রিকে স্কিউ দেয়া হয় বা থাকে কেন।অর্থাৎ skewness টা কি?
একটি মন্তব্য পোস্ট করুন