বিভিন্ন কালার এর জন্য ডাইজ কম্বিনেশন এবং ডাইজ এর কিছু ধর্ম জেনে নিন
যে কোনো কালার এর জন্য ডাই কম্বিনেশন কি হবে বা ডাইজ এর কিছু চরিত্র জেনে নিন :
ফেক্টরির ব্যাবহার করা কিছু ডাইজঃ
১. ইয়োলো (লেমন, গোল্ডেন)
২. রেড
৩. ব্লু
৪. নেভি ব্লু
৫.টার্কিশ ব্লু (225%.500%)
৬.Brilliant R Special
৭. অরেঞ্জ
৮. ব্লাক
৯. OBA
২. রেড
৩. ব্লু
৪. নেভি ব্লু
৫.টার্কিশ ব্লু (225%.500%)
৬.Brilliant R Special
৭. অরেঞ্জ
৮. ব্লাক
৯. OBA
ব্লাক কালারঃ
Dyes Combination/ Choice :
1.Black
2. Yellow
3. Red
ব্লাক কালার এক্সট্রা ডার্ক এর মধ্যে ব্লাক এর পরিমান অনেক এর সাথে ইয়োলো আর রেড দেয়া হয় এখানে রেড সেডকে ডিপ করে আর ইয়োলো সেড কে ব্রাইট করে। ব্লাক সেড গুলি রেডার এর দিকেই রাখা ভালো।
Dyes Combination/ Choice :
1.Black
2. Yellow
3. Red
ব্লাক কালার এক্সট্রা ডার্ক এর মধ্যে ব্লাক এর পরিমান অনেক এর সাথে ইয়োলো আর রেড দেয়া হয় এখানে রেড সেডকে ডিপ করে আর ইয়োলো সেড কে ব্রাইট করে। ব্লাক সেড গুলি রেডার এর দিকেই রাখা ভালো।
অরেঞ্জ কালারঃ
Dye Combination/Choice :
Red
Orange
Yellow
এই কালার এর ব্লু ব্যাবহার করা হয় না তার পরো এই সেড দেখতে ব্লুইশ হয় কারন অরেঞ্জ ডাই এর কারনে। অরেঞ্জ বাড়ালে ব্লু বাড়ে তাই সেডে ব্লু বাড়াতে হলে অরেঞ্জ এর দরকার। অরেঞ্জ সেডে একই সাথে অরেঞ্জ রেড দুটাই দেয়।
Dye Combination/Choice :
Red
Orange
Yellow
এই কালার এর ব্লু ব্যাবহার করা হয় না তার পরো এই সেড দেখতে ব্লুইশ হয় কারন অরেঞ্জ ডাই এর কারনে। অরেঞ্জ বাড়ালে ব্লু বাড়ে তাই সেডে ব্লু বাড়াতে হলে অরেঞ্জ এর দরকার। অরেঞ্জ সেডে একই সাথে অরেঞ্জ রেড দুটাই দেয়।
টার্কিশ কালারঃ
Dye Combination/Choice :
Tarquise
Lemon Yellow
Blue
টার্কিশ এর সেডে ব্লুইশ এই সেড এর জন্য রেড লাগে না, রেড দিলে সেড নস্ট হয়ে যায়। এই সেডে ইয়োলো বেড়ে যাওয়ার প্রবনতা আছে কারন টার্কিশ এর নিজস্ব ইয়োলিশ টোন এর কারনে। আর ইয়োলো দেয়ার সময় গোল্ডেন ইয়োলো দেয়া যাবে না দিতে হবে লেমন ইয়োলো।
Dye Combination/Choice :
Tarquise
Lemon Yellow
Blue
টার্কিশ এর সেডে ব্লুইশ এই সেড এর জন্য রেড লাগে না, রেড দিলে সেড নস্ট হয়ে যায়। এই সেডে ইয়োলো বেড়ে যাওয়ার প্রবনতা আছে কারন টার্কিশ এর নিজস্ব ইয়োলিশ টোন এর কারনে। আর ইয়োলো দেয়ার সময় গোল্ডেন ইয়োলো দেয়া যাবে না দিতে হবে লেমন ইয়োলো।
R Special Blue কালারঃ
Dye Choice / Combination :
Yellow
Brillent Blue Special Blue
Navy Blue
এই সেড গুলি এক্সট্রা ব্লুইশ। এই সেডে রেড দেয়া হয় না কারন রেড ব্লু এর কার্যকরীতা নস্ট করে দেয়। এই সেড রেডিশ লাগে R Special এর রেডিশ টোন এর কারনে। এই সেডে রেড বাড়াতে R Special বাড়িয়ে দিলে হয়ে যায়।
Dye Choice / Combination :
Yellow
Brillent Blue Special Blue
Navy Blue
এই সেড গুলি এক্সট্রা ব্লুইশ। এই সেডে রেড দেয়া হয় না কারন রেড ব্লু এর কার্যকরীতা নস্ট করে দেয়। এই সেড রেডিশ লাগে R Special এর রেডিশ টোন এর কারনে। এই সেডে রেড বাড়াতে R Special বাড়িয়ে দিলে হয়ে যায়।
হোয়াইট কালারঃ
Dye Combination / Choice
Optical Brightener OBA
এটি ডাই নয় ব্রাইটেনিং এজেন্ট, এই ব্রাইটনের এর বিভিন্ন টোন আছে ব্লুইশ, রেডিশ, ইয়োলোইশ, তাই ব্রাইটেনার চয়েস করা হয় টোন এর বিষয় লক্ষ করে।
Dye Combination / Choice
Optical Brightener OBA
এটি ডাই নয় ব্রাইটেনিং এজেন্ট, এই ব্রাইটনের এর বিভিন্ন টোন আছে ব্লুইশ, রেডিশ, ইয়োলোইশ, তাই ব্রাইটেনার চয়েস করা হয় টোন এর বিষয় লক্ষ করে।
মেরিন টাইপ কালারঃ
Dyes Combination
yellow
Navy
Black B
এই কালার গুলো অনেক টাই ব্লাক থেকে নেভির দিকে যাওয়া তাই কম্বিনেশনে ব্লাক ও নেভি দুটাই ব্যাবহার হয়।
Dyes Combination
yellow
Navy
Black B
এই কালার গুলো অনেক টাই ব্লাক থেকে নেভির দিকে যাওয়া তাই কম্বিনেশনে ব্লাক ও নেভি দুটাই ব্যাবহার হয়।
এভারেজ কালার (লাইট)ঃ
Dyes Combination/Choice
Yellow
Red
Blue
কালার লাইট হলে মানে সেড % কম হলে এই ধরনের কালার কম্বিনেশনে নেভি বাদ দিয়ে তার ভেতরে লাইট স্কাই ব্লু দিতে হয়। এক্ষত্রে নেভি দিলে সেড ডার্কার হয়ে যাবে।
Dyes Combination/Choice
Yellow
Red
Blue
কালার লাইট হলে মানে সেড % কম হলে এই ধরনের কালার কম্বিনেশনে নেভি বাদ দিয়ে তার ভেতরে লাইট স্কাই ব্লু দিতে হয়। এক্ষত্রে নেভি দিলে সেড ডার্কার হয়ে যাবে।
এভারেজ কালার (ডিপ)ঃ
Dyes Combination/Choice
Yellow
Red
Navy
এই ধরনের সেডে ব্লু না দিয়ে নেভি দিলে সেড ভালো ডিপ হবে।
Dyes Combination/Choice
Yellow
Red
Navy
এই ধরনের সেডে ব্লু না দিয়ে নেভি দিলে সেড ভালো ডিপ হবে।
কালার এর কিছু কেরেক্টার :
১. সেডে RSPL Blue থাকলে সেড রেড এর দিকে যায় আর সেডে এমনি রেড বেড়ে যাবে।
২. টার্কিশ কালারে রেড কমে তাই কোনো সেডে রেড কমাতে হলে আপনাকে টার্কিশ ব্যাবহার করতে হবে। টার্কিশে ইয়োলো আপ হয়।
৩. রেড দিলে সেড লাইট আর সেড ব্রাইট হয়।
৪. ইয়োলো তে সেড ডাল হয় আর সেডে ইয়োলো বাড়লে তা কমানো মুশকিল। তবে ব্লু বাডালে ইয়োলো এর প্রভাব কমে যায়।
৫. ব্লু তে রেড এর প্রভাব কমে ।
৬. যখন কম্বিনেশনে তিনটি ডাইজ এর % পরিমান কাছা কাছি হয় তখন সেড গুলির আচরন ক্রিটিকাল হয়।
৭. কালার বাড়ানোর ক্ষত্রে মনে রাখতে হভে ৫% রেড যত টুকু কাজ করে তা করতে ১০% নেভি আর ১০% ব্লু লাগবে।
৮. সেড যদি গ্রীন এর দিকে রাখতে চান তবে আপিনাকে লেমন ইয়োলো, টার্কিশ ব্যাবহার করতে হবে কম্বিনেশনে।
৯. অরেঞ্জ সেড গুলি জটিল কারন অরেঞ্জ ডাই নিজেই রেডিশ ইয়োলিশ। সে নিজেই রেড বাড়িয়ে দেয়। খুব সতর্কতার সাথে এডিশন দিতে হবে এই সেডে।
১০. ক্রিটিকাল সেড গুলিতে রেড, ইয়োলো, নেভি ব্লু এর gpl / % রেশিও কাছাকাছি তাই যে কোন একটি একটু বাড়ালে ভিজুয়ালি মনে হয় তা অনেক বেড়ে গেছে। যেমন : এনথ্রা, গ্রে, চারকোল, বারগেন্ডি, অলিভ, খাকি
১১. গ্রিনিশ সেড এর জন্য লেমন ইয়োলো আর টার্কিশ থাকতেই হবে সেডে।
১২. কিছু ক্যামিকেল সেড পরিবর্তন করে যেমন কস্টিক রেড কে বাড়ায় ইয়োলো কমায়, সোডা ইয়োলো আপ করে রেড কে ঢেকে দেয়। তাই পরিস্থিতি বুঝে ক্যামিকেল ব্যাবহার করা হয়।
১৩. ডার্কার কালার এর প্রফিট কম ক্যামিকেল লাগেও বেশি।
১৪. ডাইং এর সময় কালার ধরার নিয়ম হলো কাপড়ে আগে ব্লু, পরে ইয়োলো সবার শেষে রেড ধরে তাই এই নিয়মে হলে মনে করতে হবে সেড ওকে এর দিকে যাচ্ছে কিন্তু যদি এর ব্যাতিক্রম হয় তবে সেড ওকে হবে না।
১৫. ইয়োলো আর রেড সেড কে অরেঞ্জ টোনের দিকে নেয়।
১৬. ইয়োলো আর ব্লু সেড কে গ্রিনিশ এর দিকে নিয়ে যায়।
১৭. রেড আর ব্লু সেড কে ভায়োলেট এর দিকে নেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন