Work Sampling কি জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
Sampling
Industrial Engineering এ যারা job করছেন তাদের মধ্যে বেশিরভাগই IE এর বেশ কয়েকটি term  নিয়ে confused  ধারনা নিয়ে থাকে।  Work Sampling তার মধ্যে অন্যতম। আমরা আজ যতটুকু সম্ভব এই IE term নিয়ে আলোচনা করব।




Work Sampling কি ?

Work Sampling হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে statistical sampling এবং random observation এর মাধ্যমে কোন একটা নির্দিষ্ট ঘটনার (উৎপাদন সময় এবং অলস সময়) শতকরা হার বের করার পদ্ধতি।

Work Sampling কেন ?

Specific প্রোডাকশন ফ্লোরে মেশিনগুলোর productive time এবং অলস সময়ের সঠিক এবং সম্পূর্ণ ছবি বের করতে হলে, ওই জায়গার সবগুলো মেশিন ধারাবাহিকভাবে observe করার সাথে সাথে কখন এবং কেন বন্ধ হয়েছিল তা record করা প্রয়োজন। এই কাজটি করা অবশ্যই অসম্ভব হত না যদি
বিশালসংখ্যক শ্রমিক তাদের পুরো সময়টা এই কাজে একাকি ব্যবহার করত, যা অবাস্তব ব্যাপার।
যদি সবগুলো মেশিন এক নজরে দেখে note করা সম্ভব হত তাহলে হয়ত দেখা যেত ৮০% মেশিন চলছে আর বাকিগুলো বন্ধ। যদি এইভাবে দিনের বিভিন্ন সময়ে ২০ বা তারও বেশি দেখা যায় এবং প্রত্যেকবার কাজ করবার শতকরা হার ৮০% এর সাথে মিলে যায়, তাহলে confidence এর সাথে বলা সম্ভব, at any given time ৮০% মেশিনে কাজ করা হয়েছিল।
যেহেতু দুইটার কোনটাই করা সম্ভব না, কাছাকাছি সব থেকে ভাল পদ্ধতি গ্রহন করা হয়েছে। Randomly সময় অন্তর অন্তর ফ্যক্টরি ঘুরে দেখা, কোন মেশিনগুলো কাজ করছিল আর কোনগুলি বন্ধ ছিল তা নোট করা, প্রত্যেকটি বন্ধ হবার কারন নোট করা। এইভাবে তথ্য নেবার পদ্ধতিকে Work Sampling নামে পরিচিত।
Sample এর ক্ষেত্র যত বড় হবে ততই পদ্ধতিটা সঠিক হবে।
Work Sampling এর উদ্দাশ্য
অপারেটরদের জন্য সুইং allowance rate এর standard ঠিক করে দেওয়া

একটি কেস স্টাডি

১.Study একটি লাইনের উপর পরিচালনা করা হয়।
২.পুরো একটা দিন ধরে observation করা হয়।
৩.Study এর জন্য ৩২ অপারেটর এবং ৮ হেল্পার নির্বাচিত করা হয়।
৪.নির্দিষ্ট  সময়ে একটি অপারেশন দেখা এবং judge করার মাধ্যমে observation করা হয়। এরপর নির্ধারিত ফরমেটে observation এর তথ্যাদি দিয়ে fill up রাখা হয়।
৫.অপারেটরদের ৪০ টা রিডিং নিয়ে একটা সাইকেল সম্পূর্ণ করার পর আবার পুনরাবৃত্তি করা হয়।
৬.Observation এর সময়গুলো randomly অনির্বাচিত করা হয়।
৭. প্রত্যেকটি element এর নিচে frequency ধরে observation গুলো হিসেব করা হয়।
৮.প্রত্যেকটি element এর জন্য allowance rate পারসেন্টিজ হিসেবে করা হয়।
৯.সর্বমোট ৪০০ রিডিং নেয়া হয়েছে।
ছবিতে হিসাব নিকাষ সহ বিস্তারিত দেওয়া আছে।

কার্টেসি কপিরাইট : IE Textile Adda ( Stylecraft)
 আমাদের ব্লগ এপস ডাউনলোড করার লিংক 









IE

Work Sampling কি জেনে নিন

Sampling
Industrial Engineering এ যারা job করছেন তাদের মধ্যে বেশিরভাগই IE এর বেশ কয়েকটি term  নিয়ে confused  ধারনা নিয়ে থাকে।  Work Sampling তার মধ্যে অন্যতম। আমরা আজ যতটুকু সম্ভব এই IE term নিয়ে আলোচনা করব।




Work Sampling কি ?

Work Sampling হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে statistical sampling এবং random observation এর মাধ্যমে কোন একটা নির্দিষ্ট ঘটনার (উৎপাদন সময় এবং অলস সময়) শতকরা হার বের করার পদ্ধতি।

Work Sampling কেন ?

Specific প্রোডাকশন ফ্লোরে মেশিনগুলোর productive time এবং অলস সময়ের সঠিক এবং সম্পূর্ণ ছবি বের করতে হলে, ওই জায়গার সবগুলো মেশিন ধারাবাহিকভাবে observe করার সাথে সাথে কখন এবং কেন বন্ধ হয়েছিল তা record করা প্রয়োজন। এই কাজটি করা অবশ্যই অসম্ভব হত না যদি
বিশালসংখ্যক শ্রমিক তাদের পুরো সময়টা এই কাজে একাকি ব্যবহার করত, যা অবাস্তব ব্যাপার।
যদি সবগুলো মেশিন এক নজরে দেখে note করা সম্ভব হত তাহলে হয়ত দেখা যেত ৮০% মেশিন চলছে আর বাকিগুলো বন্ধ। যদি এইভাবে দিনের বিভিন্ন সময়ে ২০ বা তারও বেশি দেখা যায় এবং প্রত্যেকবার কাজ করবার শতকরা হার ৮০% এর সাথে মিলে যায়, তাহলে confidence এর সাথে বলা সম্ভব, at any given time ৮০% মেশিনে কাজ করা হয়েছিল।
যেহেতু দুইটার কোনটাই করা সম্ভব না, কাছাকাছি সব থেকে ভাল পদ্ধতি গ্রহন করা হয়েছে। Randomly সময় অন্তর অন্তর ফ্যক্টরি ঘুরে দেখা, কোন মেশিনগুলো কাজ করছিল আর কোনগুলি বন্ধ ছিল তা নোট করা, প্রত্যেকটি বন্ধ হবার কারন নোট করা। এইভাবে তথ্য নেবার পদ্ধতিকে Work Sampling নামে পরিচিত।
Sample এর ক্ষেত্র যত বড় হবে ততই পদ্ধতিটা সঠিক হবে।
Work Sampling এর উদ্দাশ্য
অপারেটরদের জন্য সুইং allowance rate এর standard ঠিক করে দেওয়া

একটি কেস স্টাডি

১.Study একটি লাইনের উপর পরিচালনা করা হয়।
২.পুরো একটা দিন ধরে observation করা হয়।
৩.Study এর জন্য ৩২ অপারেটর এবং ৮ হেল্পার নির্বাচিত করা হয়।
৪.নির্দিষ্ট  সময়ে একটি অপারেশন দেখা এবং judge করার মাধ্যমে observation করা হয়। এরপর নির্ধারিত ফরমেটে observation এর তথ্যাদি দিয়ে fill up রাখা হয়।
৫.অপারেটরদের ৪০ টা রিডিং নিয়ে একটা সাইকেল সম্পূর্ণ করার পর আবার পুনরাবৃত্তি করা হয়।
৬.Observation এর সময়গুলো randomly অনির্বাচিত করা হয়।
৭. প্রত্যেকটি element এর নিচে frequency ধরে observation গুলো হিসেব করা হয়।
৮.প্রত্যেকটি element এর জন্য allowance rate পারসেন্টিজ হিসেবে করা হয়।
৯.সর্বমোট ৪০০ রিডিং নেয়া হয়েছে।
ছবিতে হিসাব নিকাষ সহ বিস্তারিত দেওয়া আছে।

কার্টেসি কপিরাইট : IE Textile Adda ( Stylecraft)
 আমাদের ব্লগ এপস ডাউনলোড করার লিংক 









কোন মন্তব্য নেই: