টেক্সটাইল এর কাপড় এর সমস্যা গুলি কি ভাবে কাভার করবেন - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল এর কাপড় এর সমস্যা গুলি কি ভাবে কাভার করবেন :

১. কাপড় বুকিং দেয়ার সময় সব সময় এডিশনাল বুকিং দিতে হবে যেমন লাইক্রা ৮-১০% কটন এর ক্ষত্রে ৫-৮% এই ক্ষত্রে ডাইং ফিনিশিং এর সাথে কথা বলে নিতে হবে যে তাদের কি পরিমান লাগবে ।

২. রিজেক্ট রোল গুলি রেখে দিতে হবে যাতে অর্ডার কোয়ানটিটি ফিলাপ না হলে সর্ট কাটিং করে কোয়ানটিটি মেকাপ করা যায়।

৩. কিছু বেসিক এবং কমন সিংগেল জার্সি,রিব (১২০,১৬০,১৮০ GSM)  উইভিং এর জন্য ১১০x70/40x40,  128X60/20X16, 144X60/20X16, 133X72/40X40, কন্সট্রাকশন এর কাপড়  রেখে দিতে হবে যেনো ফিউচারে এইগুলি প্রয়োজন অনুযায়ী ডাইং করা যেতে পারে ।

৪. কাপড় এর কোন কালার এর সমস্যা হলে এগুলি কনভার্ট করে নিতে হবে যেমন লাইট কালার হলে ডিপ কালারে কনভার্ট করে নিতে হবে ।

৫. ফেব্রিক এর সমস্যা থাকলে তা ইন্সপেকশন রিপোর্ট থাকলে তা দেখে আগেই উইভিং নীটিং থেকে বাড়তি কাপড় নিতে হবে। এর রেস্পসিবিলিটি টোটাল ডাইং এর।

৬. কাটিং এর কাপড় এর ডায়া কম হলে মার্কার যদি রিভাইস করতে এর জন্য এডিশনাল কাপড় লাগলে তা ডাইং থেকে নিয়ে নিতে হবে।

৭. ফোর পয়েন্টে রিজেক্ট কাপড় গুলি থেকে শর্ট কাটিং করে প্রয়োজনীয় বডি বের করা সম্ভব এবং বডি রিজেক্ট হলে বা এডিশনাল ফেব্রিক ডাইং ডিপার্টমেন্ট  দিবে।

৮. সেইম কনস্ট্রাকশন, GSM,GLM  এর কাপড়  সারা বছর প্রডাকশন চলতে থাকে তাই প্রয়োজনে অন্য স্টাইল থেকে নিয়ে শিপমেন্ট কম্পলিট করে পরে ওই স্টাইলে ফেব্রিক মেকাপ করে দিতে হবে।

৯. ফরেইন প্রকিউরমেন্ট এর সময় ওয়েস্ট বেশি ধরে নিয়ে আসতে হবে যদি কাপড় লাগে তবে দ্রুত কাপড় এর ব্যাবস্থা করা যাবে না।

১০. কাপড় লাইনে দেয়ার সময় কাটিং এর সময় আগে লাইট কালার গুলি দিতে হবে যাতে লাইট কালার করে গিয়ে সমস্যা হলে ডার্ক সেডে কনভার্ট করা যায় কিন্ত ডিপ কালার  আগে ডাইং হয়ে গেলে লাইট কালার এর সমস্যা হলে তার জন্য আলাদা কাপড় পাওয়া যাবে না । কারন বুকিং অনুযায়ী কাপড় আর বানানো হবে না এই অর্ডার এর জন্য।

১১. ফেব্রিক প্লানিং এবং সাপ্লাইচেইন এর জন্য যদি মার্চেন্ডাইজার এর সহকারী থাকে তবে সূসঠ প্লানিং এর দরুন ফেব্রিক এর ওয়েস্টেজ কমে যায়। 




ফেব্রিক ম্যানেজমেন্টঃ

ফেক্টরির প্রেক্ষিতে যদি কাটিং থেকে একচুয়াল কনজামশন এবং ওয়েস্টেজ % ধরে কাপড় নেয়া হয় তবে কাপড় শর্ট হবে না কিংবা লেফট ওভার হবে না।
মার্চেন্টডাইজার, কাটিং মাস্টার, ডাইং কোয়ালিটি, ডাইং, ফেব্রিক ডিপার্টমেন্ট এর সমন্নয় থাকলে ফেব্রিক জনিত সমস্যা গুলি দুর করা যাবে।







টেক্সটাইল এর কাপড় এর সমস্যা গুলি কি ভাবে কাভার করবেন

টেক্সটাইল এর কাপড় এর সমস্যা গুলি কি ভাবে কাভার করবেন :

১. কাপড় বুকিং দেয়ার সময় সব সময় এডিশনাল বুকিং দিতে হবে যেমন লাইক্রা ৮-১০% কটন এর ক্ষত্রে ৫-৮% এই ক্ষত্রে ডাইং ফিনিশিং এর সাথে কথা বলে নিতে হবে যে তাদের কি পরিমান লাগবে ।

২. রিজেক্ট রোল গুলি রেখে দিতে হবে যাতে অর্ডার কোয়ানটিটি ফিলাপ না হলে সর্ট কাটিং করে কোয়ানটিটি মেকাপ করা যায়।

৩. কিছু বেসিক এবং কমন সিংগেল জার্সি,রিব (১২০,১৬০,১৮০ GSM)  উইভিং এর জন্য ১১০x70/40x40,  128X60/20X16, 144X60/20X16, 133X72/40X40, কন্সট্রাকশন এর কাপড়  রেখে দিতে হবে যেনো ফিউচারে এইগুলি প্রয়োজন অনুযায়ী ডাইং করা যেতে পারে ।

৪. কাপড় এর কোন কালার এর সমস্যা হলে এগুলি কনভার্ট করে নিতে হবে যেমন লাইট কালার হলে ডিপ কালারে কনভার্ট করে নিতে হবে ।

৫. ফেব্রিক এর সমস্যা থাকলে তা ইন্সপেকশন রিপোর্ট থাকলে তা দেখে আগেই উইভিং নীটিং থেকে বাড়তি কাপড় নিতে হবে। এর রেস্পসিবিলিটি টোটাল ডাইং এর।

৬. কাটিং এর কাপড় এর ডায়া কম হলে মার্কার যদি রিভাইস করতে এর জন্য এডিশনাল কাপড় লাগলে তা ডাইং থেকে নিয়ে নিতে হবে।

৭. ফোর পয়েন্টে রিজেক্ট কাপড় গুলি থেকে শর্ট কাটিং করে প্রয়োজনীয় বডি বের করা সম্ভব এবং বডি রিজেক্ট হলে বা এডিশনাল ফেব্রিক ডাইং ডিপার্টমেন্ট  দিবে।

৮. সেইম কনস্ট্রাকশন, GSM,GLM  এর কাপড়  সারা বছর প্রডাকশন চলতে থাকে তাই প্রয়োজনে অন্য স্টাইল থেকে নিয়ে শিপমেন্ট কম্পলিট করে পরে ওই স্টাইলে ফেব্রিক মেকাপ করে দিতে হবে।

৯. ফরেইন প্রকিউরমেন্ট এর সময় ওয়েস্ট বেশি ধরে নিয়ে আসতে হবে যদি কাপড় লাগে তবে দ্রুত কাপড় এর ব্যাবস্থা করা যাবে না।

১০. কাপড় লাইনে দেয়ার সময় কাটিং এর সময় আগে লাইট কালার গুলি দিতে হবে যাতে লাইট কালার করে গিয়ে সমস্যা হলে ডার্ক সেডে কনভার্ট করা যায় কিন্ত ডিপ কালার  আগে ডাইং হয়ে গেলে লাইট কালার এর সমস্যা হলে তার জন্য আলাদা কাপড় পাওয়া যাবে না । কারন বুকিং অনুযায়ী কাপড় আর বানানো হবে না এই অর্ডার এর জন্য।

১১. ফেব্রিক প্লানিং এবং সাপ্লাইচেইন এর জন্য যদি মার্চেন্ডাইজার এর সহকারী থাকে তবে সূসঠ প্লানিং এর দরুন ফেব্রিক এর ওয়েস্টেজ কমে যায়। 




ফেব্রিক ম্যানেজমেন্টঃ

ফেক্টরির প্রেক্ষিতে যদি কাটিং থেকে একচুয়াল কনজামশন এবং ওয়েস্টেজ % ধরে কাপড় নেয়া হয় তবে কাপড় শর্ট হবে না কিংবা লেফট ওভার হবে না।
মার্চেন্টডাইজার, কাটিং মাস্টার, ডাইং কোয়ালিটি, ডাইং, ফেব্রিক ডিপার্টমেন্ট এর সমন্নয় থাকলে ফেব্রিক জনিত সমস্যা গুলি দুর করা যাবে।







কোন মন্তব্য নেই: