Sizing এর প্রকারভেদ জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
Sizing মোটামুটি চার ধরণের হয়, এগুলো হলোঃ

1.pure sizing:
এই প্রক্রিয়াতে ঐ ইয়ার্নগুলোকে Size করা হয় যারা Unbleached fabric তৈরি করে।ইয়ার্নের ওজনের ৭ থেকে ১০ পারসেন্ট হারে size ingredients ব্যবহার করা হয়।

২।light sizing:
এই Sizing প্রক্রিয়াটি Printing এবং ডাইং প্রক্রিয়ার ফেব্রিক এর জন্য ব্যবহার করা হয়।ইয়ার্নের মোট ওজনের ১১ থেকে ১৫ শতাংশ হারে Size ingredients ব্যবহার করা হয়।

৩।Medium sizing:
ইয়ার্নের শক্তি ও ওজন বাড়ানোর জন্য এই সাইজিং করা হয়।ইয়ার্নের মোট ওজনের ১৬ থেকে ৪০ শতাংশ হারে size ingredients ব্যবহার করা হয়।

৪।Heavy sizing:
ইয়ার্নের ওজন বাড়ানোর জন্য এই সাইজিং করা হয়।যেসকল ইয়ার্নের কাউন্ট এবং টুইস্ট কম হয় সেগুলোতে এই প্রক্রিয়ায় সাইজিং করা হয়।ইয়ার্নের মোট ওজনের ৪০ শতাংশেরও বেশি হারে size ingredients ব্যবহার করা হয়।




Sizing এর প্রকারভেদ জেনে নিন

Sizing মোটামুটি চার ধরণের হয়, এগুলো হলোঃ

1.pure sizing:
এই প্রক্রিয়াতে ঐ ইয়ার্নগুলোকে Size করা হয় যারা Unbleached fabric তৈরি করে।ইয়ার্নের ওজনের ৭ থেকে ১০ পারসেন্ট হারে size ingredients ব্যবহার করা হয়।

২।light sizing:
এই Sizing প্রক্রিয়াটি Printing এবং ডাইং প্রক্রিয়ার ফেব্রিক এর জন্য ব্যবহার করা হয়।ইয়ার্নের মোট ওজনের ১১ থেকে ১৫ শতাংশ হারে Size ingredients ব্যবহার করা হয়।

৩।Medium sizing:
ইয়ার্নের শক্তি ও ওজন বাড়ানোর জন্য এই সাইজিং করা হয়।ইয়ার্নের মোট ওজনের ১৬ থেকে ৪০ শতাংশ হারে size ingredients ব্যবহার করা হয়।

৪।Heavy sizing:
ইয়ার্নের ওজন বাড়ানোর জন্য এই সাইজিং করা হয়।যেসকল ইয়ার্নের কাউন্ট এবং টুইস্ট কম হয় সেগুলোতে এই প্রক্রিয়ায় সাইজিং করা হয়।ইয়ার্নের মোট ওজনের ৪০ শতাংশেরও বেশি হারে size ingredients ব্যবহার করা হয়।




কোন মন্তব্য নেই: