ডাইং কাপড় ভেজা রাখলে যে সমস্যা গুলি হতে পারে - Textile Lab | Textile Learning Blog
নীট এর ভেজা কাপড় এর কিছু সমস্যাঃ

ভিসকোস কাপড়ঃ
ভিসকোস কাপড় সাধারনত ভেজালে এর স্ট্রেনথ কমে তাই ভিসকোস কাপড় ভেজা অবস্থায় রাখলে কাপড় ছিড়ে যায় এবং স্লিটিং করতে সমস্যা হয়।

গ্রে মিলাঞ্জঃ
গ্রে মিলাঞ্জ কাপড় গুলি সাধারনত গ্রে কটন থেকে প্রস্তুত করা হয় যার ফলে এই কাপড় গুলু ভেজা অবস্থায় রাখা হলে কাপড় থেকে বিচ্ছিরি দুর্ঘন্ধ বের হয় এর কারনে ভেজা গ্রে মেলাঞ্জ দ্রুত শুকিয়ে ফেলা হয়।

হোয়াইট কালারঃ
হোয়াইট ভেজা অবস্থায় সফেনার করা থাকলে এই কাপড় ইয়োলিশ হয়ে যায় এবং কাপড়ে ইয়োলো স্পট পড়ে ।

ইয়ার্ন ডাইড কাপড়ঃ
ইয়ার্ন ডাইড কাপড় কাপড় অনেক ক্ষন ভেজা থাকলে কাপড়ে এর কলার ব্লিড করতে পারে।

ডিপ কালার ডিপ কালারঃ
সাধারনত ডিপ কালার এর ক্ষত্রে কাপড় এর ওয়াস ফাস্টনেস খারাপ হলে কাপড় এর ভেতরে কালার স্টেইন পড়তে পারে।





সতর্কতাঃ

১.  কাপড় স্লিটিং এর ক্ষত্রে মেশিন ক্লিন করে নিতে হবে।

২. মেশিন এর সাহাজ্য অটো ডিটুইস্টিং করে নিতে হবে।

৩. হোয়াইট লাইট কালার পলি করে রাখতে হবে।

৪. স্লিটিং করা না গেলে কালার স্টেইন যেনো না পড়ে এর জন্য বেশি করে পানি দিয়ে কাপড় ভিজিয়ে রাখতে হবে। কাপড় এর উপর এর অংশ শুকোতে দেয়া যাবে না।

৫. স্টিল এর পাত্রে ট্রলিতে ভেজা কাপড় রাখা যাবে না।

৬. ভালো ব্রেন্ড এর সফেনার ব্যাবহার করা না হলে তা অক্সিডাইজ হয়ে কাপড়ে ইয়োলো স্পট ফেলবে। আর সফেনার দেয়া কাপড় দ্রুত শুকিয়ে ফেলতে হবে।

৭. টার্কিশ কালার এর কাপড় দ্রুত শুকাতে হবে।

ওভেন কাপড় এর ক্ষত্রে সমস্যাঃ
১. ওভেন সমস্যা প্রায় নীটের মতোই টাছাড়াও ওভেন কাপড় ভেজা অবস্থায় ব্যাচারে  রাখা হলে কাপড়ে তলানি জমে  ব্যাচার জ্যাম হয়ে যায় আর রোটেট করতে চায় না আর এর ফলে পাট্টা সেড হতে পারে । ওভেন কাপড় ভেজা অবস্থায় রাখা হলে তাকে রোটেশনে রাখতে হবে।


ডাইং কাপড় ভেজা রাখলে যে সমস্যা গুলি হতে পারে

নীট এর ভেজা কাপড় এর কিছু সমস্যাঃ

ভিসকোস কাপড়ঃ
ভিসকোস কাপড় সাধারনত ভেজালে এর স্ট্রেনথ কমে তাই ভিসকোস কাপড় ভেজা অবস্থায় রাখলে কাপড় ছিড়ে যায় এবং স্লিটিং করতে সমস্যা হয়।

গ্রে মিলাঞ্জঃ
গ্রে মিলাঞ্জ কাপড় গুলি সাধারনত গ্রে কটন থেকে প্রস্তুত করা হয় যার ফলে এই কাপড় গুলু ভেজা অবস্থায় রাখা হলে কাপড় থেকে বিচ্ছিরি দুর্ঘন্ধ বের হয় এর কারনে ভেজা গ্রে মেলাঞ্জ দ্রুত শুকিয়ে ফেলা হয়।

হোয়াইট কালারঃ
হোয়াইট ভেজা অবস্থায় সফেনার করা থাকলে এই কাপড় ইয়োলিশ হয়ে যায় এবং কাপড়ে ইয়োলো স্পট পড়ে ।

ইয়ার্ন ডাইড কাপড়ঃ
ইয়ার্ন ডাইড কাপড় কাপড় অনেক ক্ষন ভেজা থাকলে কাপড়ে এর কলার ব্লিড করতে পারে।

ডিপ কালার ডিপ কালারঃ
সাধারনত ডিপ কালার এর ক্ষত্রে কাপড় এর ওয়াস ফাস্টনেস খারাপ হলে কাপড় এর ভেতরে কালার স্টেইন পড়তে পারে।





সতর্কতাঃ

১.  কাপড় স্লিটিং এর ক্ষত্রে মেশিন ক্লিন করে নিতে হবে।

২. মেশিন এর সাহাজ্য অটো ডিটুইস্টিং করে নিতে হবে।

৩. হোয়াইট লাইট কালার পলি করে রাখতে হবে।

৪. স্লিটিং করা না গেলে কালার স্টেইন যেনো না পড়ে এর জন্য বেশি করে পানি দিয়ে কাপড় ভিজিয়ে রাখতে হবে। কাপড় এর উপর এর অংশ শুকোতে দেয়া যাবে না।

৫. স্টিল এর পাত্রে ট্রলিতে ভেজা কাপড় রাখা যাবে না।

৬. ভালো ব্রেন্ড এর সফেনার ব্যাবহার করা না হলে তা অক্সিডাইজ হয়ে কাপড়ে ইয়োলো স্পট ফেলবে। আর সফেনার দেয়া কাপড় দ্রুত শুকিয়ে ফেলতে হবে।

৭. টার্কিশ কালার এর কাপড় দ্রুত শুকাতে হবে।

ওভেন কাপড় এর ক্ষত্রে সমস্যাঃ
১. ওভেন সমস্যা প্রায় নীটের মতোই টাছাড়াও ওভেন কাপড় ভেজা অবস্থায় ব্যাচারে  রাখা হলে কাপড়ে তলানি জমে  ব্যাচার জ্যাম হয়ে যায় আর রোটেট করতে চায় না আর এর ফলে পাট্টা সেড হতে পারে । ওভেন কাপড় ভেজা অবস্থায় রাখা হলে তাকে রোটেশনে রাখতে হবে।


কোন মন্তব্য নেই: