টেক্সটাইল ইন্ড্রাস্ট্রিতে একজন প্রোডাকশন অফিসার এর কাজ কি - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল ইন্ড্রাস্ট্রিতে একজন প্রোডাকশন অফিসার এর সারা দিন  কি কি করতে হয় তার তালিকাঃ

১. সকাল শুরু হয় শিফট বুঝে নিয়ে ( সারা রাত কি হয়েছিল তার হিসেব বুঝে নিতে হয় ) সময় অনুযায়ী শিফট বুঝিয়ে দেয়া।

২. সারা দিন কি ডাইং, ফিনিশিং, নীটিং, উইভিং হবে তার প্রোগ্রাম করতে হয় ।

৩. কি কি কাপড় ফ্লোরে আছে তার হিসেব নেয়া ফ্লোর স্টেটার বানানো ।

৪. প্রতিটা মেশিন এর অপারেটর দের ডেকে তার কি কি কাজ সারা দিন করবে তা বুঝিয়ে দেয়া ।

৫. ডাইং এর রেসিপি তৈরি করা, ব্যাচ কার্ড বানানো  ।

৬. শিফট এর প্রডাকশন বাড়ানো, প্রডাকশন টার্গেট এচিভ করা ।

৭. আগের দিনের প্রোডাকশন রিপোর্ট , মান্থলি রিপোর্ট, এনুয়াল রিপোর্ট, ফ্লোর স্টেটাস রিপোর্ট  তৈরি করা ।

৮. ডাইং মেশিন থেকে সেড নামলে তা চেক করা  আর সেড চলবে কিনা তার সিধান্ত দেয়া ।

৯. GM, AGM, ম্যানেজার, এর নির্দেশনা অনুযায়ী কাজ করা  ।

১০. কাপড় কোয়ালিটি ও ইন্সপেকশন করানো।

১১. ফ্লোর এর লোকজনের সাথে কথা বলা,  কাজ পরিচালনা করা । 

১২. কোয়ালিটি বা রোলিং এর কাপড় ডেলিভারি হচ্ছে কিনা তা দেখা।

১৩. ফেক্টরির নিজ ফ্লোর এর সমস্যা হলে তা দেখা।

১৪. হেল্পার, সুপারভাইজার, অপারেটরদের ,  ছুটি,  গেট পাস,  ও আনুষঙ্গিক বিষয়য় গুলি দেখা ।

১৫. ফিনিশিং এর রেসিপি দেয়া ।









job

টেক্সটাইল ইন্ড্রাস্ট্রিতে একজন প্রোডাকশন অফিসার এর কাজ কি

টেক্সটাইল ইন্ড্রাস্ট্রিতে একজন প্রোডাকশন অফিসার এর সারা দিন  কি কি করতে হয় তার তালিকাঃ

১. সকাল শুরু হয় শিফট বুঝে নিয়ে ( সারা রাত কি হয়েছিল তার হিসেব বুঝে নিতে হয় ) সময় অনুযায়ী শিফট বুঝিয়ে দেয়া।

২. সারা দিন কি ডাইং, ফিনিশিং, নীটিং, উইভিং হবে তার প্রোগ্রাম করতে হয় ।

৩. কি কি কাপড় ফ্লোরে আছে তার হিসেব নেয়া ফ্লোর স্টেটার বানানো ।

৪. প্রতিটা মেশিন এর অপারেটর দের ডেকে তার কি কি কাজ সারা দিন করবে তা বুঝিয়ে দেয়া ।

৫. ডাইং এর রেসিপি তৈরি করা, ব্যাচ কার্ড বানানো  ।

৬. শিফট এর প্রডাকশন বাড়ানো, প্রডাকশন টার্গেট এচিভ করা ।

৭. আগের দিনের প্রোডাকশন রিপোর্ট , মান্থলি রিপোর্ট, এনুয়াল রিপোর্ট, ফ্লোর স্টেটাস রিপোর্ট  তৈরি করা ।

৮. ডাইং মেশিন থেকে সেড নামলে তা চেক করা  আর সেড চলবে কিনা তার সিধান্ত দেয়া ।

৯. GM, AGM, ম্যানেজার, এর নির্দেশনা অনুযায়ী কাজ করা  ।

১০. কাপড় কোয়ালিটি ও ইন্সপেকশন করানো।

১১. ফ্লোর এর লোকজনের সাথে কথা বলা,  কাজ পরিচালনা করা । 

১২. কোয়ালিটি বা রোলিং এর কাপড় ডেলিভারি হচ্ছে কিনা তা দেখা।

১৩. ফেক্টরির নিজ ফ্লোর এর সমস্যা হলে তা দেখা।

১৪. হেল্পার, সুপারভাইজার, অপারেটরদের ,  ছুটি,  গেট পাস,  ও আনুষঙ্গিক বিষয়য় গুলি দেখা ।

১৫. ফিনিশিং এর রেসিপি দেয়া ।









কোন মন্তব্য নেই: