টেক্সটাইল এর নন ডিপার্টমেন্টাল সাব্জেক্ট গুলি যাদের কাছে বোরিং তাদের জন্য - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল এর নন ডিপার্টমেন্ট সাব্জেক্ট গুলি যাদের কাছে বোরিং তাদের জন্য :

১. আপনি মেশিন ডিজাইন,  ইঞ্জিনিয়ারিং ড্রইং কে বোরিং ফিল করছে কিন্তু টেক্সটাইল গার্মেন্টস এ যখন প্রজেক্ট ইনচার্জ হবেন প্লান্ট ইলেকশন এর কাজ করাতে হয় তখন আপনার এই ইঞ্জিনিয়ারিং ড্রইং এর কন্সেপ্ট কাজে লাগবে।

২. ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিকস সাব্জেক্ট জটিল লাগছে কিন্তু ফেক্টরীতে যখন আপনার হাতে মেশিন গুলি থাকবে এবং আপনি যখন সার্ভিসিং করাবেন তখন আপনার নিজের কন্সেপ্ট জিরো থাকলে ম্যাকানিকাল দিয়ে কি কাজ করাবেন, তাদের  কি ভাবে বলবেন আপনার সামস্যা কি আগে নিজে বুঝতে হবে।

৩. প্রোগ্রামিং ভাবতেই পারেন কি দরকার ছিলো , কিন্তু টেক্সটাইল এর বর্তমানে সকল অটোমেটিক মেশিন গুলি ইনভার্টার, PLC বেইজড মেশিন যা চলে প্রগাম এর উপর ভিত্তি করে এক্ষত্রে আপনার জন্য এই সাব্জেক্ট যথেষ্ট কার্যকরী।

৪. মার্কেটিং কি প্রয়োজন ছিলো !  মার্কেটিং এ টেক্সটাইল কোম্পানি গুলি মার্কেটিং পলিসি মেথোড গুলি শেখানো হয়, যার উপর ভিত্তি করে মার্কেটিং, মার্চেন্ডাজিং করা হয়।

৫. ফিজিক্স, টেক্সটাইল ফিজিক্স কি প্রয়োজন ফিজিক্স এর আলো, থার্মোডাইনামিক্স, বল প্রসারন, সংকোচন ইত্যাদি সাব্জেক্ট গুলি টেক্সটাইল এর ফাইবার, ফেব্রিক সাইন্স গুলি জরুরী।

৬. কেমিস্ট্রি কেনো,  ডাইং, ওয়াসিং ওয়েস্ট প্রসেসিং সম্পুর্ন করতে কেমেস্ট্রির জ্ঞান অনস্বীকার্য।

৭. কস্ট একাউন্টিং এটি কেনো,  কস্ট একাউন্টিং টার্ম গুলি জানা না থকলে ডিপার্টমেন্ট অনুযায়ী প্রসেসিং, প্রডাকশন এর কস্টিং ক্যাল্কুলেশন করা যাবে না।

৮. পলিমার সাইন্স কেনো ! বর্তমানে ম্যান মেইড ফাইবার গুলি সিনথেটিক পলিমার তাই পলিমার সাইন্স এর ভালো ধারনা না পেলে ফাইবার এর ফাংশনাল প্রপার্টি গুলি ব্যাবহার করা যাবে না।

৯. এনভায়রনমেন্ট পলিউশন কি প্রয়োজন !  বর্তমানে ডাইং এর পলিউশন কন্ট্রোল এবং ETP তে জব করতে এই সাব্জেক্ট অতিব প্রয়োজন






টেক্সটাইল এর নন ডিপার্টমেন্টাল সাব্জেক্ট গুলি যাদের কাছে বোরিং তাদের জন্য

টেক্সটাইল এর নন ডিপার্টমেন্ট সাব্জেক্ট গুলি যাদের কাছে বোরিং তাদের জন্য :

১. আপনি মেশিন ডিজাইন,  ইঞ্জিনিয়ারিং ড্রইং কে বোরিং ফিল করছে কিন্তু টেক্সটাইল গার্মেন্টস এ যখন প্রজেক্ট ইনচার্জ হবেন প্লান্ট ইলেকশন এর কাজ করাতে হয় তখন আপনার এই ইঞ্জিনিয়ারিং ড্রইং এর কন্সেপ্ট কাজে লাগবে।

২. ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিকস সাব্জেক্ট জটিল লাগছে কিন্তু ফেক্টরীতে যখন আপনার হাতে মেশিন গুলি থাকবে এবং আপনি যখন সার্ভিসিং করাবেন তখন আপনার নিজের কন্সেপ্ট জিরো থাকলে ম্যাকানিকাল দিয়ে কি কাজ করাবেন, তাদের  কি ভাবে বলবেন আপনার সামস্যা কি আগে নিজে বুঝতে হবে।

৩. প্রোগ্রামিং ভাবতেই পারেন কি দরকার ছিলো , কিন্তু টেক্সটাইল এর বর্তমানে সকল অটোমেটিক মেশিন গুলি ইনভার্টার, PLC বেইজড মেশিন যা চলে প্রগাম এর উপর ভিত্তি করে এক্ষত্রে আপনার জন্য এই সাব্জেক্ট যথেষ্ট কার্যকরী।

৪. মার্কেটিং কি প্রয়োজন ছিলো !  মার্কেটিং এ টেক্সটাইল কোম্পানি গুলি মার্কেটিং পলিসি মেথোড গুলি শেখানো হয়, যার উপর ভিত্তি করে মার্কেটিং, মার্চেন্ডাজিং করা হয়।

৫. ফিজিক্স, টেক্সটাইল ফিজিক্স কি প্রয়োজন ফিজিক্স এর আলো, থার্মোডাইনামিক্স, বল প্রসারন, সংকোচন ইত্যাদি সাব্জেক্ট গুলি টেক্সটাইল এর ফাইবার, ফেব্রিক সাইন্স গুলি জরুরী।

৬. কেমিস্ট্রি কেনো,  ডাইং, ওয়াসিং ওয়েস্ট প্রসেসিং সম্পুর্ন করতে কেমেস্ট্রির জ্ঞান অনস্বীকার্য।

৭. কস্ট একাউন্টিং এটি কেনো,  কস্ট একাউন্টিং টার্ম গুলি জানা না থকলে ডিপার্টমেন্ট অনুযায়ী প্রসেসিং, প্রডাকশন এর কস্টিং ক্যাল্কুলেশন করা যাবে না।

৮. পলিমার সাইন্স কেনো ! বর্তমানে ম্যান মেইড ফাইবার গুলি সিনথেটিক পলিমার তাই পলিমার সাইন্স এর ভালো ধারনা না পেলে ফাইবার এর ফাংশনাল প্রপার্টি গুলি ব্যাবহার করা যাবে না।

৯. এনভায়রনমেন্ট পলিউশন কি প্রয়োজন !  বর্তমানে ডাইং এর পলিউশন কন্ট্রোল এবং ETP তে জব করতে এই সাব্জেক্ট অতিব প্রয়োজন






কোন মন্তব্য নেই: