মেশিন স্কেল পরিস্কার করার নিয়ম | Textile Machine Clean - Textile Lab | Textile Learning Blog
মেশিন এর স্কেল ক্লিনিং :

মেশিন এর ভেতরে কাপড় চললে কাপড় এর লিন্ট,  কাস্টিক,  সেডিমেন্ট জমে মেশিন এর ভেতরে জ্যাম তৈরি করে।  এই গুলি জমে কাপড়  এ ক্রিজ মার্ক,  ক্যামিকেল স্পট, রাস্ট স্পট তৈরি করে । এই স্কেল এর কারনে মেশিনে হিট লস হয় ।  তাই রুটিন অনুযায়ী এই গুলি ক্লিন করতে হয়। সিকুইস্টারিং এজেন্ট ব্যাবহার করলে আর পানিতে হার্ডনেস থাকলে, মেশিনে সেডিমেন্ট জমার হার বেড়ে যায়।

কিছু উপায় :

১. সিরিস কাগজ,  বেলচা দিয়ে ঘষে তুলতে হয়।

২. এসিটিক এসিড দিয়ে হট ওয়াস করতে হয়।

৩. অক্সালিক এসিড দিয়ে ওয়াস করতে হয়।

নোট :
অক্সালিক মেটাল আয়ন গুলি দুর করে,  এসিটিক এসিড কাস্টিক সিডিমেন্ট গুলিকে অম্ল ক্ষার এর রিয়েকশন করে লবন ( যা ওয়াটার সলিউবল ) করে ফেলে,  এতে মেশিন এর ময়লা সেল্ফ ক্লিন হয়ে যায় ।

ওভেন এর মেশিন :
১. ব্লিচ,  মার্সারাইজ
২. ভার্টিকেল ড্রায়ার
৩. ওয়াস চেম্বার।

মেশিন স্কেল পরিস্কার করার নিয়ম | Textile Machine Clean

মেশিন এর স্কেল ক্লিনিং :

মেশিন এর ভেতরে কাপড় চললে কাপড় এর লিন্ট,  কাস্টিক,  সেডিমেন্ট জমে মেশিন এর ভেতরে জ্যাম তৈরি করে।  এই গুলি জমে কাপড়  এ ক্রিজ মার্ক,  ক্যামিকেল স্পট, রাস্ট স্পট তৈরি করে । এই স্কেল এর কারনে মেশিনে হিট লস হয় ।  তাই রুটিন অনুযায়ী এই গুলি ক্লিন করতে হয়। সিকুইস্টারিং এজেন্ট ব্যাবহার করলে আর পানিতে হার্ডনেস থাকলে, মেশিনে সেডিমেন্ট জমার হার বেড়ে যায়।

কিছু উপায় :

১. সিরিস কাগজ,  বেলচা দিয়ে ঘষে তুলতে হয়।

২. এসিটিক এসিড দিয়ে হট ওয়াস করতে হয়।

৩. অক্সালিক এসিড দিয়ে ওয়াস করতে হয়।

নোট :
অক্সালিক মেটাল আয়ন গুলি দুর করে,  এসিটিক এসিড কাস্টিক সিডিমেন্ট গুলিকে অম্ল ক্ষার এর রিয়েকশন করে লবন ( যা ওয়াটার সলিউবল ) করে ফেলে,  এতে মেশিন এর ময়লা সেল্ফ ক্লিন হয়ে যায় ।

ওভেন এর মেশিন :
১. ব্লিচ,  মার্সারাইজ
২. ভার্টিকেল ড্রায়ার
৩. ওয়াস চেম্বার।

কোন মন্তব্য নেই: